ঢাকা জেলা পরিষদের অর্থে দোহারে ১০ প্রকল্প উদ্বোধন

ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ঢাকার দোহার উপজেলায় ১০টি বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুর রহমান। শনিবার সকালে উপজেলার মুকসুদপুর, নারিশা ও সুতারপাড়া ইউনিয়নসহ আরও বেশ কয়েকটি স্থানে দারিদ্র দূরীকরণ ক্লাব, মসজিদ মাদ্রাসার ভবন, বাউন্ডারিওয়াল ও আরসিসি রাস্তাসহ মোট ৬ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডা. এ.আর খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.শাহজাহান মোল্লা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারীসহ আরও অনেকে।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

ঢাকা জেলা পরিষদের অর্থে দোহারে ১০ প্রকল্প উদ্বোধন

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ঢাকার দোহার উপজেলায় ১০টি বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুর রহমান। শনিবার সকালে উপজেলার মুকসুদপুর, নারিশা ও সুতারপাড়া ইউনিয়নসহ আরও বেশ কয়েকটি স্থানে দারিদ্র দূরীকরণ ক্লাব, মসজিদ মাদ্রাসার ভবন, বাউন্ডারিওয়াল ও আরসিসি রাস্তাসহ মোট ৬ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডা. এ.আর খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.শাহজাহান মোল্লা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারীসহ আরও অনেকে।