এসএসসি পরীক্ষার্থীকে স্কুলের বিদায় অনুষ্ঠানে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে স্কুলের মাঠে তন্ময় আহমেদ তপু (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের আল হেলাল ইসলামি একাডেমি চত্বরে প্রকাশ্যে উপর্যুপরি কুপিয়ে তাকে খুন করে কয়েকজন যুবক।

নিহত তন্ময় আহমেদ তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার আবদুল মজিদের ছেলে। আল হেলাল ইসলামি একাডেমি স্কুলের মানবিক বিভাগ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার।

স্থানীয়রা জানান, গতকাল ওই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক তপুকে ডাক দেয়। তপু ক্লাসরুম থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ৩-৪ জন যুবক ধারাল অস্ত্র দিয়ে উপর্যুপরি ও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত তপুর বন্ধুরা জানান, এক মেয়ের সঙ্গে তপুর প্রেমের সম্পর্ক। ওই মেয়েকে বহিরাগত এক ছেলেও ভালোবাসে। বিদায় অনুষ্ঠান শেষে তপু ওই মেয়ের সঙ্গে কথা বলছিল। বিষয়টি দেখার পর জেলা শহরের ফার্মপাড়ার ইমন, শিহাব, শান্তিপাড়ার আকাশ ও মুসলিমপাড়ার রূপক ধারাল দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তপুকে ক্ষতবিক্ষত-রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আল সালান জানান, তপুর শরীরের বিভিন্ন অংশে কোপের অসংখ্য চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা আল হেলাল ইসলামি একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, বিদায় অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে। স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নিহত তন্ময় আহম্মেদ তপু আল-হেলাল ইসলামি একাডেমির এসএসসির অনিয়মিত ছাত্র ছিল। ঘটনার আগে সে একাডেমির বিদায় অনুষ্ঠানস্থলের পিছনে দাঁড়িয়ে ছিল। প্রথমে মেয়ে সংক্রান্ত বিষয়ে তার কথা কাটাকাটি হয়।

এরপর বেলা ১২টার পর ৩ জন বখাটে একটি লাল রঙের মোটরসাইকেলে চেপে এসে অনুষ্ঠানে উপস্থিত তপুকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত আক্রমণ করে পালিয়ে যায়। এ সময় সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানকার কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, তন্ময় আহম্মেদ তপুর হত্যাকারীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখার সময় আনুমানিক রাত ৮টা পর্যন্ত সদর থানায় কোন মামলা হয়নি।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, প্রেমঘটিত অথবা পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

এসএসসি পরীক্ষার্থীকে স্কুলের বিদায় অনুষ্ঠানে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

image

চূয়াডাঙ্গা : নিহত ছাত্র তপুর মরদেহ -সংবাদ

চুয়াডাঙ্গা স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে স্কুলের মাঠে তন্ময় আহমেদ তপু (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের আল হেলাল ইসলামি একাডেমি চত্বরে প্রকাশ্যে উপর্যুপরি কুপিয়ে তাকে খুন করে কয়েকজন যুবক।

নিহত তন্ময় আহমেদ তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার আবদুল মজিদের ছেলে। আল হেলাল ইসলামি একাডেমি স্কুলের মানবিক বিভাগ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার।

স্থানীয়রা জানান, গতকাল ওই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক তপুকে ডাক দেয়। তপু ক্লাসরুম থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ৩-৪ জন যুবক ধারাল অস্ত্র দিয়ে উপর্যুপরি ও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত তপুর বন্ধুরা জানান, এক মেয়ের সঙ্গে তপুর প্রেমের সম্পর্ক। ওই মেয়েকে বহিরাগত এক ছেলেও ভালোবাসে। বিদায় অনুষ্ঠান শেষে তপু ওই মেয়ের সঙ্গে কথা বলছিল। বিষয়টি দেখার পর জেলা শহরের ফার্মপাড়ার ইমন, শিহাব, শান্তিপাড়ার আকাশ ও মুসলিমপাড়ার রূপক ধারাল দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তপুকে ক্ষতবিক্ষত-রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আল সালান জানান, তপুর শরীরের বিভিন্ন অংশে কোপের অসংখ্য চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা আল হেলাল ইসলামি একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, বিদায় অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে। স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নিহত তন্ময় আহম্মেদ তপু আল-হেলাল ইসলামি একাডেমির এসএসসির অনিয়মিত ছাত্র ছিল। ঘটনার আগে সে একাডেমির বিদায় অনুষ্ঠানস্থলের পিছনে দাঁড়িয়ে ছিল। প্রথমে মেয়ে সংক্রান্ত বিষয়ে তার কথা কাটাকাটি হয়।

এরপর বেলা ১২টার পর ৩ জন বখাটে একটি লাল রঙের মোটরসাইকেলে চেপে এসে অনুষ্ঠানে উপস্থিত তপুকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত আক্রমণ করে পালিয়ে যায়। এ সময় সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানকার কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, তন্ময় আহম্মেদ তপুর হত্যাকারীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখার সময় আনুমানিক রাত ৮টা পর্যন্ত সদর থানায় কোন মামলা হয়নি।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, প্রেমঘটিত অথবা পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।