রূপগঞ্জে গুলি করে যুবক হত্যা, বাড়িঘরে হামলা-আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান শাহারিয়ার পান্না সোহেলের বিরুদ্ধে আবদুর রশিদ (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তবে, ভাইস চেয়ারম্যান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীরকুটিরছেও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সকালে নিহতের পরিবারের স্বজনরা অভিযুক্তদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বলে জানা গেছে।
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই রাতেই নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। তবে এ বিষয়ে রোববার বিকেল পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। এদিকে এ হত্যাকা- নিয়ে প্রশাসন, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর মধ্যে ভিন্নমত রয়েছে বলে জানা গেছে। নিহত আবদুর রশিদ মাছিমপুরের মোল্লা বাড়ির মোহাম্মদ মৃত জলিলের ছেলে ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য তাওলাদ হোসেনের শ্যালক।
নিহত আবদুর রশিদের বোন জামাতা ও ইউপি সদস্য তাওলাদ হোসেন অভিযোগ করে জানান, তিনি মুড়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হন। পাশর্^বর্তী ৬নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে সিরাজল ইসলাম, আবদুর কুদ্দুস ও আবু ভুইয়া নির্বাচন করছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহারিয়ার পান্না সোহেল ওই ওয়ার্ডের সিরাজুল ইসলামকে সমর্থন করে আসছিলেন। ভাইস চেয়ারম্যানের লোকজন ও সিরাজুল ইসলামের লোকজন মিলে অন্য প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলে ও মাইক ভেঙে ফেলেন। শনিবার সন্ধ্যায় ৬নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুর কুদ্দুস ও ফয়েজ আলীর মাইক চলছিল তখন আরেক প্রার্থী সিরাজুল ইসলাম তাদের প্রচারণায় বাধা দিয়ে মাইকের তার ছিঁড়ে ফেলে। এ বিষয়টি প্রার্থী আবদুর কুদ্দুস ও ফয়েজ আলী মিলে সদ্য নির্বাচিত ইউপি সদস্য তাওলাদ হোসেনকে জানান। এ নিয়ে রাত ৯ টার দিকে মিরকুটিরছের এলাকায় সিরাজুল ইসলামের নির্বাচনী ক্যাম্পে শালিস বসে।
শালিসে ভাইস চেয়ারম্যান শাহারিয়ার পান্না সোহেলসহ তার লোকজন ও তাওলাদ হোসেন, রশিদসহ তাদের লোকজন উপস্থিত ছিলেন। শালিসের একপর্যায়ে শাহারিয়ার পান্না সোহেলের লোকজন ক্ষিপ্ত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। এ সময় ভাইস চেয়ারম্যানের গানম্যান জসিম উদ্দিন তাওলাদ হোসেন ও তার লোকজনকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। একপর্যায়ে ভাইস চেয়ারম্যান সোহেল সঙ্গে থাকা শর্টগান মাথায় ঠেকিয়ে তাওলাদ হোসেনের শ্যালক রশিদকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল বলেন, তাওলাদসহ তার সন্ত্রাসী বাহিনী সশস্ত্র অবস্থায় ৫নং ওয়ার্ড মাছিমপুর এলাকা থেকে ৬নং ওয়ার্ড মিরকুটিছেও এলাকায় এসে আমার ও আমার এলাকার লোকজনের উপর অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ শুরু করেন। তাদের নিজেদের ছোড়া গুলিতেই রশিদ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এখন আমাকেসহ এলাকার নিরীহ মানুষকে ফাসানোর চেষ্টা চলছে।
এ দিকে, এ হত্যাকা-ের পর থেকে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রোববার সকালে অভিযুক্ত হামিদ ও রফিক নামে দুইজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও বাড়িতে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আগামী ১১ নভেম্বরের নির্বাচনে আরও সহিংসতা হওয়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ব্যাপারে নিহতের পরিবারের কাছ থেকে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা নেয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সহিংসতামুক্ত করতে বিশেষ অভিযান চালিয়ে ২ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় ৫০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো, টিটু বাহিনীর অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী উপজেলার একাব্বরপুর গ্রামের মিলনের ছেলে মো. তারেক হোসেন(২১) একই উপজেলার ভবভদ্রী গ্রামের মৃত ফকির আবদুল মান্নানের ছেলে ফয়সাল আমিন (৩০)।
গতকাল দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের একাব্বরপুর ও ভবভদ্রী গ্রামে রোববার ভোর রাতে অভিযান চালিয়ে পুলিশ অবৈধ অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে আটক করে। তারা আলাইয়ারপুর ইউনিয়নের টিটু বাহিনীর সক্রিয় সদস্য। তাহাদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে।
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল হক অপহৃত হয়েছে এই গুজবে তার কর্মী-সমর্থকরা কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে কাঁঠালবাড়ী বাজারে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ আবদুল হককে কাঁঠালবাড়ী বাজারে নিয়ে গেলে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ তুলে নেয়।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, অপহরণের কোন ঘটনা ঘটেনি। এটা ছিল গুজব। কারণ ঘটনার একঘণ্টা পরেই আমরা তাকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামে তার নাতনীর বাড়ি থেকে উদ্ধার করি।
কুড়িগ্রাম : প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের গুজবে সমর্থকদের সড়ক অবরোধ -সংবাদ
আরও খবরসোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩
রূপগঞ্জে গুলি করে যুবক হত্যা, বাড়িঘরে হামলা-আগুন
প্রতিনিধি, রূপগঞ্জ, (নারায়ণগঞ্জ)
কুড়িগ্রাম : প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের গুজবে সমর্থকদের সড়ক অবরোধ -সংবাদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভাইস চেয়ারম্যান শাহারিয়ার পান্না সোহেলের বিরুদ্ধে আবদুর রশিদ (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তবে, ভাইস চেয়ারম্যান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীরকুটিরছেও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সকালে নিহতের পরিবারের স্বজনরা অভিযুক্তদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বলে জানা গেছে।
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই রাতেই নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। তবে এ বিষয়ে রোববার বিকেল পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। এদিকে এ হত্যাকা- নিয়ে প্রশাসন, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর মধ্যে ভিন্নমত রয়েছে বলে জানা গেছে। নিহত আবদুর রশিদ মাছিমপুরের মোল্লা বাড়ির মোহাম্মদ মৃত জলিলের ছেলে ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য তাওলাদ হোসেনের শ্যালক।
নিহত আবদুর রশিদের বোন জামাতা ও ইউপি সদস্য তাওলাদ হোসেন অভিযোগ করে জানান, তিনি মুড়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হন। পাশর্^বর্তী ৬নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে সিরাজল ইসলাম, আবদুর কুদ্দুস ও আবু ভুইয়া নির্বাচন করছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহারিয়ার পান্না সোহেল ওই ওয়ার্ডের সিরাজুল ইসলামকে সমর্থন করে আসছিলেন। ভাইস চেয়ারম্যানের লোকজন ও সিরাজুল ইসলামের লোকজন মিলে অন্য প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলে ও মাইক ভেঙে ফেলেন। শনিবার সন্ধ্যায় ৬নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুর কুদ্দুস ও ফয়েজ আলীর মাইক চলছিল তখন আরেক প্রার্থী সিরাজুল ইসলাম তাদের প্রচারণায় বাধা দিয়ে মাইকের তার ছিঁড়ে ফেলে। এ বিষয়টি প্রার্থী আবদুর কুদ্দুস ও ফয়েজ আলী মিলে সদ্য নির্বাচিত ইউপি সদস্য তাওলাদ হোসেনকে জানান। এ নিয়ে রাত ৯ টার দিকে মিরকুটিরছের এলাকায় সিরাজুল ইসলামের নির্বাচনী ক্যাম্পে শালিস বসে।
শালিসে ভাইস চেয়ারম্যান শাহারিয়ার পান্না সোহেলসহ তার লোকজন ও তাওলাদ হোসেন, রশিদসহ তাদের লোকজন উপস্থিত ছিলেন। শালিসের একপর্যায়ে শাহারিয়ার পান্না সোহেলের লোকজন ক্ষিপ্ত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। এ সময় ভাইস চেয়ারম্যানের গানম্যান জসিম উদ্দিন তাওলাদ হোসেন ও তার লোকজনকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। একপর্যায়ে ভাইস চেয়ারম্যান সোহেল সঙ্গে থাকা শর্টগান মাথায় ঠেকিয়ে তাওলাদ হোসেনের শ্যালক রশিদকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল বলেন, তাওলাদসহ তার সন্ত্রাসী বাহিনী সশস্ত্র অবস্থায় ৫নং ওয়ার্ড মাছিমপুর এলাকা থেকে ৬নং ওয়ার্ড মিরকুটিছেও এলাকায় এসে আমার ও আমার এলাকার লোকজনের উপর অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ শুরু করেন। তাদের নিজেদের ছোড়া গুলিতেই রশিদ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এখন আমাকেসহ এলাকার নিরীহ মানুষকে ফাসানোর চেষ্টা চলছে।
এ দিকে, এ হত্যাকা-ের পর থেকে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রোববার সকালে অভিযুক্ত হামিদ ও রফিক নামে দুইজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও বাড়িতে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আগামী ১১ নভেম্বরের নির্বাচনে আরও সহিংসতা হওয়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ব্যাপারে নিহতের পরিবারের কাছ থেকে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা নেয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সহিংসতামুক্ত করতে বিশেষ অভিযান চালিয়ে ২ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় ৫০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো, টিটু বাহিনীর অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী উপজেলার একাব্বরপুর গ্রামের মিলনের ছেলে মো. তারেক হোসেন(২১) একই উপজেলার ভবভদ্রী গ্রামের মৃত ফকির আবদুল মান্নানের ছেলে ফয়সাল আমিন (৩০)।
গতকাল দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের একাব্বরপুর ও ভবভদ্রী গ্রামে রোববার ভোর রাতে অভিযান চালিয়ে পুলিশ অবৈধ অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে আটক করে। তারা আলাইয়ারপুর ইউনিয়নের টিটু বাহিনীর সক্রিয় সদস্য। তাহাদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে।
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল হক অপহৃত হয়েছে এই গুজবে তার কর্মী-সমর্থকরা কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে কাঁঠালবাড়ী বাজারে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ আবদুল হককে কাঁঠালবাড়ী বাজারে নিয়ে গেলে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ তুলে নেয়।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, অপহরণের কোন ঘটনা ঘটেনি। এটা ছিল গুজব। কারণ ঘটনার একঘণ্টা পরেই আমরা তাকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামে তার নাতনীর বাড়ি থেকে উদ্ধার করি।