ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমিকে বাগদাদের বাসভবনে ড্রোন হামলা চালিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। তবে হামলায় ৬ নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়েছেন।

এর আগে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, প্রধানমন্ত্রী মোস্তফাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিজের টুইটারে তিনি বলেন, আমি ভালো আছি। ইরাকের স্বার্থে জনগণকে শান্ত ও সংযমের আহ্বান জানাচ্ছি। একে কাপুরুষোচিত রকেট ও ড্রোন হামলা বলেও উল্লেখ করেন তিনি। এদিকে তিনি অক্ষত আছেন বলে দাবি করেছে সরকারের সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইরাক সরকারের দুটি সূত্র জানিয়েছে, কাদিমির বাসভবনে কমপক্ষে একটি বিস্ফোরণ হয়েছে। কাদিমি সুস্থ থাকলেও তার বাসভবনের বাইরে অবস্থানরত নিরাপত্তা কর্মকর্তাদের ছয়জন আহত হয়েছেন। গ্রিন জোনের বিভিন্ন দূতাবাসে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা জানিয়েছেন, এলাকাটিতে বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির বাগদাদের বাসভবনে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরের এ হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন কাদিমি। কাদিমিকে হত্যার লক্ষ্যেই এ হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনীর।

তবে কাদিমির ব্যক্তিগত দেহরক্ষী দলের কয়েকজন হামলায় আহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমিকে বাগদাদের বাসভবনে ড্রোন হামলা চালিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। তবে হামলায় ৬ নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়েছেন।

এর আগে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, প্রধানমন্ত্রী মোস্তফাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিজের টুইটারে তিনি বলেন, আমি ভালো আছি। ইরাকের স্বার্থে জনগণকে শান্ত ও সংযমের আহ্বান জানাচ্ছি। একে কাপুরুষোচিত রকেট ও ড্রোন হামলা বলেও উল্লেখ করেন তিনি। এদিকে তিনি অক্ষত আছেন বলে দাবি করেছে সরকারের সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইরাক সরকারের দুটি সূত্র জানিয়েছে, কাদিমির বাসভবনে কমপক্ষে একটি বিস্ফোরণ হয়েছে। কাদিমি সুস্থ থাকলেও তার বাসভবনের বাইরে অবস্থানরত নিরাপত্তা কর্মকর্তাদের ছয়জন আহত হয়েছেন। গ্রিন জোনের বিভিন্ন দূতাবাসে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা জানিয়েছেন, এলাকাটিতে বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির বাগদাদের বাসভবনে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরের এ হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন কাদিমি। কাদিমিকে হত্যার লক্ষ্যেই এ হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনীর।

তবে কাদিমির ব্যক্তিগত দেহরক্ষী দলের কয়েকজন হামলায় আহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।