বাংলালিংক ও রূপায়ন সিটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি রূপায়ন সিটি’র সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যরা রূপায়ন সিটি থেকে অ্যাপার্টমেন্ট কেনায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন।

বাংলালিংকের কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ এবং রূপায়ন সিটি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে রূপায়ন সিটি উত্তরা অফিসে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র জাইন জামান, লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা, রূপায়ন সিটি-এর হেড অফ সেলস রেজাউল হক লিমন, হেড অফ মার্কেটিং উজ্জ্বল আহমেদ এবং মার্কেটিং ম্যানেজার মোঃ রবিউল ইসলাম।

চুক্তির আওতায় অরেঞ্জ ক্লাবের প্ল্যাটিনাম ও সিগনেচার টায়ার সদস্যরা রূপায়ন সিটি’র প্রিমিয়াম কন্ডো, স্কাই-ভিলা অ্যাপার্টমেন্ট ও পেন্টহাউজ ক্রয়ে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা ছাড় পাবেন। বিশেষ এই অফারটি উপভোগ করা যাবে ৩০ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত। অফারটি সম্পর্কে আরও জানা যাবে মাইবিএল অ্যাপ https://mybl.digital/App ও বাংলালিংকের ওয়েবসাইটে https://www.banglalink.net/en/orange-club/life-style/benefits|

বাংলালিংক-এর কাস্টোমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, “গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বাংলালিংক সবসময় তাদের জন্য বিস্তৃত সুবিধা প্রদান করাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেয়। আর এই লক্ষ্য থেকেই আমরা বিশেষ লয়্যালটি প্রোগ্রাম অরেঞ্জ ক্লাব চালু করেছি এবং ব্যবহারকারীদের জন্য এতে প্রতিনিয়ত নতুন নতুন সুযোগ-সুবিধা যোগ করছি। আমরা আশা করছি বাংলালিংক ও রূপায়ন সিটি’র এই চুক্তি গ্রাহকদের তাদের কাক্সিক্ষত বাড়ির গর্বিত মালিক হবার ক্ষেত্রে সহায়ক হবে এবং মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলবে।” সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

বাংলালিংক ও রূপায়ন সিটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

image

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি রূপায়ন সিটি’র সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যরা রূপায়ন সিটি থেকে অ্যাপার্টমেন্ট কেনায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন।

বাংলালিংকের কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ এবং রূপায়ন সিটি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে রূপায়ন সিটি উত্তরা অফিসে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র জাইন জামান, লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা, রূপায়ন সিটি-এর হেড অফ সেলস রেজাউল হক লিমন, হেড অফ মার্কেটিং উজ্জ্বল আহমেদ এবং মার্কেটিং ম্যানেজার মোঃ রবিউল ইসলাম।

চুক্তির আওতায় অরেঞ্জ ক্লাবের প্ল্যাটিনাম ও সিগনেচার টায়ার সদস্যরা রূপায়ন সিটি’র প্রিমিয়াম কন্ডো, স্কাই-ভিলা অ্যাপার্টমেন্ট ও পেন্টহাউজ ক্রয়ে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা ছাড় পাবেন। বিশেষ এই অফারটি উপভোগ করা যাবে ৩০ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত। অফারটি সম্পর্কে আরও জানা যাবে মাইবিএল অ্যাপ https://mybl.digital/App ও বাংলালিংকের ওয়েবসাইটে https://www.banglalink.net/en/orange-club/life-style/benefits|

বাংলালিংক-এর কাস্টোমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, “গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বাংলালিংক সবসময় তাদের জন্য বিস্তৃত সুবিধা প্রদান করাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেয়। আর এই লক্ষ্য থেকেই আমরা বিশেষ লয়্যালটি প্রোগ্রাম অরেঞ্জ ক্লাব চালু করেছি এবং ব্যবহারকারীদের জন্য এতে প্রতিনিয়ত নতুন নতুন সুযোগ-সুবিধা যোগ করছি। আমরা আশা করছি বাংলালিংক ও রূপায়ন সিটি’র এই চুক্তি গ্রাহকদের তাদের কাক্সিক্ষত বাড়ির গর্বিত মালিক হবার ক্ষেত্রে সহায়ক হবে এবং মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলবে।” সংবাদ বিজ্ঞপ্তি।