প্রবাসীদের যথাযথ সেবা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা দেয়ার নির্দেশ জন্য বাংলাদেশি কূটনীতিকদের প্রতি নির্দেশ দিয়েছেন।

গতকাল লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার ভবনের সম্প্রসারিত ভবন এবং বঙ্গবন্ধু লাউঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী ক্লারিজ হোটেল থেকে ভার্চুয়ালি হাইকমিশনের সম্প্রসারিত ভবন এবং বঙ্গবন্ধু লাউঞ্জ উদ্বোধন করেন। লন্ডন সময় বেলা ১২টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বাংলাদেশি কূটনীতিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কূটনীতিকদের কাজই প্রবাসীদের যথাযথ সেবা দেওয়া, তাদের সমস্যাগুলো দেখা, তাদের দিকে নজর দেয়া। ’

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় প্রবাসীরা দেশের জন্য অবদান রাখছে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের জনগণ যারা প্রবাসে আছেন তারা সব সময় আমাদের দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন। যেই দেশে থাকেন সেই দেশের এবং আমাদের বাংলাদেশ উভয় দেশেই আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট অবদান প্রবাসীরা রেখে যান।’

প্রধানমন্ত্রী কূটনীতিকদের প্রতি অর্থনৈতিক কূটনীতির দিকে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘বর্তমান যুগে আসলে কূটনীতিটা শুধু রাজনৈতিক কুটনীতি না, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘একদিকে যেমন বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের রপ্তানি কিভাবে বাড়াতে পারি, বিনিয়োগ কিভাবে বাড়াতে পারি, দেশের আর্থ-সামাজিক উন্নতি কিভাবে হতে পারে, দেশের মানুষ কিভাবে ভালো থাকতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার।’

শেখ হাসিনা বলেন, ‘বর্তমান বিশ্বে একক ভাবে কেউ এগিয়ে গিয়ে উন্নতি করতে পারে না। এখন সম্মিলিত একটা প্রচেষ্টাও দরকার। সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা কূটনৈতিক মিশনের বিরাট দায়িত্ব রয়েছে।’

অনুষ্ঠানে লন্ডনে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।

আরও খবর
‘প্রথম অক্ষর ফাউন্ডেশন’ পথশিশুদের নামে অর্থ তুলে আত্মসাৎ করতো
কক্সবাজার : সন্ত্রাসীদের গুলিতে আহত শ্রমিক লীগ নেতার মৃত্যু
পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে ফাঁসি কার্যকর নয় আপিল বিভাগ
দেশ পরিচালনায় আ’লীগের নতজানু হওয়ার নজির নেই ওবায়দুল কাদের
সেনা অভ্যুত্থানের অভিযোগে ফাঁসি, কারাদণ্ড, গুম ও চাকরিচ্যুতির ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবি
দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই মির্জা ফখরুল
সিআইডি ইন্সপেক্টর শামসুদ্দিনকে প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ
কুষ্টিয়ায় স্কুলছাত্র হত্যা : একজনের মৃত্যুদণ্ড
উচ্চাভিলাষী সামরিক অফিসাররা ব্যক্তি স্বার্থে সেনাবাহিনীকে খণ্ড বিখণ্ড করে : ইনু
আধুনিকতা আর অর্থাভাবে বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য মৃৎশিল্প

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

প্রবাসীদের যথাযথ সেবা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

লন্ডন থেকে সালাম জুবায়ের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা দেয়ার নির্দেশ জন্য বাংলাদেশি কূটনীতিকদের প্রতি নির্দেশ দিয়েছেন।

গতকাল লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার ভবনের সম্প্রসারিত ভবন এবং বঙ্গবন্ধু লাউঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী ক্লারিজ হোটেল থেকে ভার্চুয়ালি হাইকমিশনের সম্প্রসারিত ভবন এবং বঙ্গবন্ধু লাউঞ্জ উদ্বোধন করেন। লন্ডন সময় বেলা ১২টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বাংলাদেশি কূটনীতিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কূটনীতিকদের কাজই প্রবাসীদের যথাযথ সেবা দেওয়া, তাদের সমস্যাগুলো দেখা, তাদের দিকে নজর দেয়া। ’

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় প্রবাসীরা দেশের জন্য অবদান রাখছে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের জনগণ যারা প্রবাসে আছেন তারা সব সময় আমাদের দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন। যেই দেশে থাকেন সেই দেশের এবং আমাদের বাংলাদেশ উভয় দেশেই আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট অবদান প্রবাসীরা রেখে যান।’

প্রধানমন্ত্রী কূটনীতিকদের প্রতি অর্থনৈতিক কূটনীতির দিকে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘বর্তমান যুগে আসলে কূটনীতিটা শুধু রাজনৈতিক কুটনীতি না, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘একদিকে যেমন বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের রপ্তানি কিভাবে বাড়াতে পারি, বিনিয়োগ কিভাবে বাড়াতে পারি, দেশের আর্থ-সামাজিক উন্নতি কিভাবে হতে পারে, দেশের মানুষ কিভাবে ভালো থাকতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার।’

শেখ হাসিনা বলেন, ‘বর্তমান বিশ্বে একক ভাবে কেউ এগিয়ে গিয়ে উন্নতি করতে পারে না। এখন সম্মিলিত একটা প্রচেষ্টাও দরকার। সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা কূটনৈতিক মিশনের বিরাট দায়িত্ব রয়েছে।’

অনুষ্ঠানে লন্ডনে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।