সিআইডি ইন্সপেক্টর শামসুদ্দিনকে প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ

রাজধানীর খিলগাঁওয়ে ৯ পরিবারকে হেনস্তা করার ঘটনায় সিআইডির ইন্সপেক্টর সামসুদ্দিনের বিরুদ্ধে প্রকাশিত রিপোর্টের জেরে সংবাদের ২ সাংবাদিককে ভিন্ন লোক দিয়ে হুমকির ঘটনায় ইন্সপেক্টর সামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। সিআইডি থেকে প্রত্যাহার করে ইন্সপেক্টর সামসুদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশে পাঠানো হয়েছে। একই সঙ্গে ইন্সপেক্টর সামসুদ্দিনের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) ড. বেনজীর আহমেদ।

এর আগে এ ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন থেকে বিবৃতি দিয়ে ক্র্যাবের দুই সদস্য এ কে এম বাকী বিল্লাহ ও সাইফ বাবলুকে হুমকির ঘটনায় নিন্দা জানানো হয়। বিবৃতি পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখার নজরে আসলে এআইজি(মিডিয়া) বিষয়টি আইজিপির নজরে আনেন।

সম্প্রতি খিলগাঁওয়ের গোরান এলাকার একটি ফ্ল্যাট বাড়ির ৯ ফ্ল্যাট মালিক পুলিশ সদর দপ্তরে সিআইডির ঢাকা মেট্রোতে কর্মরত ইন্সপেক্টর সামসুদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। লিখিত অভিযোগে ৯ পরিবার জানিয়েছে, নানা ঘটনায় ইন্সপেক্টর সামসুদ্দিন ৯ পরিবারের ওপর জুলুম-নির্যাতন করছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানিরও ভয় দেখাচ্ছেন। এসব অভিযোগ পাওয়ার পর সরেজমিনে পরিদর্শন করে দৈনিক সংবাদে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনের পর ক্ষিপ্ত হয়ে ইন্সপেক্টর সামসুদ্দিন তার এক আত্মীয়কে দিয়ে মামলা করিয়েছে ৯ অভিযোগকারী পরিবারের বিরুদ্ধে। এতে ১ পরিবারকে গ্রেপ্তার করায়। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় ভিন্ন ব্যক্তিকে দিয়ে ফোন করায় এবং ইন্সপেক্টর সামসুদ্দিনের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করায় সংবাদের দুই সাংবাদিক এ কে এম বাকী বিল্লাহ ও সাইফ বাবলুকে হুমকি দেয়। পরে ঘটনা জানার পর ক্র্যাবের সিনিয়র সদস্য এ কে এম বাকী বিল্লাহ এবং ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃৃতিক সম্পাদক সাইফ বাবলুকে হুমকির ঘটনায় নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার পর পুলিশ সদর দপ্তর থেকে মিডিয়া শাখার এআইজি কামরুজ্জামানও ফোন করে ঘটনা জানেন হুমকি পাওয়া সাইফ বাবলুর কাছ থেকে।

গতকাল ক্র্যাব থেকে বিবৃতিতে বলা হয়েছে, ক্যাবের সিনিয়র সাংবাদিক বাকী বিল্লাহ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলুকে হুমকি দেয়ার ঘটনায় সিআইডি পরিদর্শক সামসুদ্দিনকে(ঢাকা মেট্রো উত্তর) সিআইডি থেকে প্রত্যাহার করা হয়েছে। ক্র্যাবের বিবৃতির পর পুলিশ সদর দপ্তরের এআইজি(মিডিয়া) কামরুজ্জামান বিষয়টি আইজিপিকে অবহিত করেন। আইজিপি তাকে বদলীর পাশাপাশি তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন। তাৎক্ষণিক এ ব্যবস্থা নেয়ায় ক্র্যাবের পক্ষ থেকে আইজিপি ও পুলিশের মিডিয়া শাখার কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আরও খবর
‘প্রথম অক্ষর ফাউন্ডেশন’ পথশিশুদের নামে অর্থ তুলে আত্মসাৎ করতো
প্রবাসীদের যথাযথ সেবা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কক্সবাজার : সন্ত্রাসীদের গুলিতে আহত শ্রমিক লীগ নেতার মৃত্যু
পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে ফাঁসি কার্যকর নয় আপিল বিভাগ
দেশ পরিচালনায় আ’লীগের নতজানু হওয়ার নজির নেই ওবায়দুল কাদের
সেনা অভ্যুত্থানের অভিযোগে ফাঁসি, কারাদণ্ড, গুম ও চাকরিচ্যুতির ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবি
দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই মির্জা ফখরুল
কুষ্টিয়ায় স্কুলছাত্র হত্যা : একজনের মৃত্যুদণ্ড
উচ্চাভিলাষী সামরিক অফিসাররা ব্যক্তি স্বার্থে সেনাবাহিনীকে খণ্ড বিখণ্ড করে : ইনু
আধুনিকতা আর অর্থাভাবে বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য মৃৎশিল্প

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

৯ পরিবারকে হেনস্তা, সাংবাদিককে হুমকি

সিআইডি ইন্সপেক্টর শামসুদ্দিনকে প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর খিলগাঁওয়ে ৯ পরিবারকে হেনস্তা করার ঘটনায় সিআইডির ইন্সপেক্টর সামসুদ্দিনের বিরুদ্ধে প্রকাশিত রিপোর্টের জেরে সংবাদের ২ সাংবাদিককে ভিন্ন লোক দিয়ে হুমকির ঘটনায় ইন্সপেক্টর সামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। সিআইডি থেকে প্রত্যাহার করে ইন্সপেক্টর সামসুদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশে পাঠানো হয়েছে। একই সঙ্গে ইন্সপেক্টর সামসুদ্দিনের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) ড. বেনজীর আহমেদ।

এর আগে এ ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন থেকে বিবৃতি দিয়ে ক্র্যাবের দুই সদস্য এ কে এম বাকী বিল্লাহ ও সাইফ বাবলুকে হুমকির ঘটনায় নিন্দা জানানো হয়। বিবৃতি পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখার নজরে আসলে এআইজি(মিডিয়া) বিষয়টি আইজিপির নজরে আনেন।

সম্প্রতি খিলগাঁওয়ের গোরান এলাকার একটি ফ্ল্যাট বাড়ির ৯ ফ্ল্যাট মালিক পুলিশ সদর দপ্তরে সিআইডির ঢাকা মেট্রোতে কর্মরত ইন্সপেক্টর সামসুদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। লিখিত অভিযোগে ৯ পরিবার জানিয়েছে, নানা ঘটনায় ইন্সপেক্টর সামসুদ্দিন ৯ পরিবারের ওপর জুলুম-নির্যাতন করছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানিরও ভয় দেখাচ্ছেন। এসব অভিযোগ পাওয়ার পর সরেজমিনে পরিদর্শন করে দৈনিক সংবাদে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনের পর ক্ষিপ্ত হয়ে ইন্সপেক্টর সামসুদ্দিন তার এক আত্মীয়কে দিয়ে মামলা করিয়েছে ৯ অভিযোগকারী পরিবারের বিরুদ্ধে। এতে ১ পরিবারকে গ্রেপ্তার করায়। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় ভিন্ন ব্যক্তিকে দিয়ে ফোন করায় এবং ইন্সপেক্টর সামসুদ্দিনের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করায় সংবাদের দুই সাংবাদিক এ কে এম বাকী বিল্লাহ ও সাইফ বাবলুকে হুমকি দেয়। পরে ঘটনা জানার পর ক্র্যাবের সিনিয়র সদস্য এ কে এম বাকী বিল্লাহ এবং ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃৃতিক সম্পাদক সাইফ বাবলুকে হুমকির ঘটনায় নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার পর পুলিশ সদর দপ্তর থেকে মিডিয়া শাখার এআইজি কামরুজ্জামানও ফোন করে ঘটনা জানেন হুমকি পাওয়া সাইফ বাবলুর কাছ থেকে।

গতকাল ক্র্যাব থেকে বিবৃতিতে বলা হয়েছে, ক্যাবের সিনিয়র সাংবাদিক বাকী বিল্লাহ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলুকে হুমকি দেয়ার ঘটনায় সিআইডি পরিদর্শক সামসুদ্দিনকে(ঢাকা মেট্রো উত্তর) সিআইডি থেকে প্রত্যাহার করা হয়েছে। ক্র্যাবের বিবৃতির পর পুলিশ সদর দপ্তরের এআইজি(মিডিয়া) কামরুজ্জামান বিষয়টি আইজিপিকে অবহিত করেন। আইজিপি তাকে বদলীর পাশাপাশি তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন। তাৎক্ষণিক এ ব্যবস্থা নেয়ায় ক্র্যাবের পক্ষ থেকে আইজিপি ও পুলিশের মিডিয়া শাখার কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।