পিরোজপুর ও গোপালগঞ্জে দুদকের অভিযান

পিরোজপুর জেলা পরিবার-পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া মেলে না সেবা বলেও অভিযোগ পেয়েছে দুদক। এসব অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন(দুদক) এনফোর্সমেন্ট গতকাল পৃথক অভিযান চালিয়েছে। দুদক টিম অভিযোগের সত্যতা পাওয়ায় এ বিষয়ে কমিশনের কাছে প্রতিবেদন দেয়ার কথা জানিয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, পিরোজপুর জেলা পরিবার-পরিকল্পনা অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম কর্মশালার প্রশিক্ষণ ও দৈনিক ভাতার অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ আসে দুদকে। অভিযোগের প্রেক্ষিতে দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজকুমার সাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

দুদক টিম পিরোজপুর জেলা পরিবার-পরিকল্পনা কার্যালয় পরিদর্শন করে এবং অভিযোগ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য গ্রহণ করে। এ সময় টিম নথিপত্র সংগ্রহ করে এবং তা যাচাইকালে বেশকিছু তথ্যে ঘষামাজার প্রমাণ পায়।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

পিরোজপুর ও গোপালগঞ্জে দুদকের অভিযান

নিজস্ব বার্তা পরিবেশক

পিরোজপুর জেলা পরিবার-পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া মেলে না সেবা বলেও অভিযোগ পেয়েছে দুদক। এসব অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন(দুদক) এনফোর্সমেন্ট গতকাল পৃথক অভিযান চালিয়েছে। দুদক টিম অভিযোগের সত্যতা পাওয়ায় এ বিষয়ে কমিশনের কাছে প্রতিবেদন দেয়ার কথা জানিয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, পিরোজপুর জেলা পরিবার-পরিকল্পনা অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম কর্মশালার প্রশিক্ষণ ও দৈনিক ভাতার অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ আসে দুদকে। অভিযোগের প্রেক্ষিতে দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজকুমার সাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

দুদক টিম পিরোজপুর জেলা পরিবার-পরিকল্পনা কার্যালয় পরিদর্শন করে এবং অভিযোগ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য গ্রহণ করে। এ সময় টিম নথিপত্র সংগ্রহ করে এবং তা যাচাইকালে বেশকিছু তথ্যে ঘষামাজার প্রমাণ পায়।