বালতির পানিতে পড়ে ২ জমজ বোনের মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে দম বন্ধ হয়ে দুই জমজ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে জেলা শহরের ফুলকুড়ি এলাকার এক বাড়িতে। নিহত দুই জমজ শিশু হলো এবাদ আলীর মেয়ে সাবা (৩) ও সাহারা (৩)। সদর মডেল থানা চাঁপাইনবাবগঞ্জের ওসি মোজাফফর হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, এবাদ আলী ঢাকা মেট্রোতে পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।

তার পরিবার জেলা শহরের ফুলকুড়ি এলাকায় ভাড়া থাকতেন। সকাল সাড়ে ৮টার দিকে তাদের মা নাইমা খাতুন বাড়ির বাইরে থাকার সুবাদে বাথরুমে থাকা বালতি ভর্তি পানি নিয়ে শিশু ২টি খেলছিল। এ সময় বালতির পানির ভিতর আটকা পড়ে। বাড়িতে এসে তাদের মা দু’জনের এ অবস্থা দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে শিশু দু’টির চাচা মারুফ হোসেন জানান, অসুস্থ অবস্থায় শিশুরা হাসপাতালে মারা যান। পরে মরদেহ পুলিশের অনুমতি নিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়। ওসি মোজাফফর হোসেন জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

বালতির পানিতে পড়ে ২ জমজ বোনের মর্মান্তিক মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

image

চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে দম বন্ধ হয়ে দুই জমজ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে জেলা শহরের ফুলকুড়ি এলাকার এক বাড়িতে। নিহত দুই জমজ শিশু হলো এবাদ আলীর মেয়ে সাবা (৩) ও সাহারা (৩)। সদর মডেল থানা চাঁপাইনবাবগঞ্জের ওসি মোজাফফর হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, এবাদ আলী ঢাকা মেট্রোতে পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।

তার পরিবার জেলা শহরের ফুলকুড়ি এলাকায় ভাড়া থাকতেন। সকাল সাড়ে ৮টার দিকে তাদের মা নাইমা খাতুন বাড়ির বাইরে থাকার সুবাদে বাথরুমে থাকা বালতি ভর্তি পানি নিয়ে শিশু ২টি খেলছিল। এ সময় বালতির পানির ভিতর আটকা পড়ে। বাড়িতে এসে তাদের মা দু’জনের এ অবস্থা দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে শিশু দু’টির চাচা মারুফ হোসেন জানান, অসুস্থ অবস্থায় শিশুরা হাসপাতালে মারা যান। পরে মরদেহ পুলিশের অনুমতি নিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়। ওসি মোজাফফর হোসেন জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।