টিÑ২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারই ভারতের বিদায়ঘণ্টা বাজে। রোববার আফগান বাহিনীকে হারিয়ে বিরাট কোহলিদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন কেন উইলিয়ামসনের দল। সাঙ্গ হল সমস্ত হিসেব-নিকেশের পালা। এবারের মতো বিশ্বকাপ সফর শেষ টুর্নামেন্টের অন্যতম ‘ফেবারিট’ টিম ইন্ডিয়ার। সিনিয়র দলের জার্সি গায়ে আইসিসি টুর্নামেন্ট জয়ের ইতিহাস অধরাই রয়ে গেল ক্যাপ্টেন কোহলির। যে দল বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার হিসেবে খেলতে গিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে, সেই দলই ছিটকে গেল লজ্জাজনক ভাবে। এবারের আসরে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে লজ্জার হার। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে মুখ থুবড়ে পড়ে তীব্র আক্রমণের শিকার হন অধিনায়ক কোহলি । তারপরই কিউই কাঁটায় বিদ্ধ হন। এই প্রথম নয়, বারবার নিউজিল্যান্ডের কাছে আটকে গিয়েছে ভারতীয় দল। গত আঠারো বছরের কোনও আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত।

২০০৭ টি-২০ বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছেই ১০ রানে হারতে হয় এম এস ধোনির ভারতকে। সেবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত। ২০১৬ সালের টিÑ২০ বিশ্বকাপে ভারতকে মাত্র ৭৯ রানে অলআউট করেছিল ব্ল্যাক ক্যাপসরা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উইলিয়ামসনদের কাছে হেরেই ছিটকে গিয়েছিল কোহলির দল । সবশেষে চলতি বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়াকে পরাজিত করে নিউজিল্যান্ড। সেই ট্র্যাডিশন বজায় রইল আরবের মাটিতে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচের উপরই ঝুলছিল ভারতের ভাগ্য। দিনের শেষে কিউই দাপটেই শেষ হল কোহলিদের বিশ্বকাপ অভিযান। আর সেই সঙ্গে গ্রুপ ২ থেকে শেষ চারে পৌঁছে গেল পাকিস্তান ও নিউজিল্যান্ড।

রোববার আবুধাবিতে উইলিয়ামসনদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নেন মোহাম্মদ নবি। কিন্তু কিউই পেস ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান টপ অর্ডার। একের পর এক ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান বোল্ট, সাউদিরা। নাজিব ৭৩ রানের দুরন্ত ইনিংস খেললেও টেল এন্ডাররা দ্রুত আউট হওয়ায় স্বস্তি দিল না স্কোরকার্ড। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে অবশ্য খুব বেশি মেহনত করতে হয়নি উইলিয়ামসনদের। সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টি-২০তে ৪০০টি উইকেট তুলে নিয়ে ব্যক্তিগত রেকর্ড গড়েন রশিদ খান। কিন্তু তাদেরও বিশ্বকাপ থেকে ফিরতে হচ্ছে খালি হাতেই।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ১২৪/৮ (নাজিবউল্লাহ ৭৩, নবি ১৪*, সাউদি ২/২৪, বোল্ট ৩/১৭, মিল্ন ১/১৭, নিশাম ১/২৪, সোধি ১/১৩-১)।

নিউজিল্যান্ড : ১৮.১ ওভারে ১২৫/২ (উইলিয়ামসন ৪০*, কনওয়ে ৩৬*, গাপটিল ২৮, মুজিব ১/৩১, রশিদ ১/২৭-১)। ম্যাচ সেরা: ট্রেন্ট বোল্ট

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

টিÑ২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারই ভারতের বিদায়ঘণ্টা বাজে। রোববার আফগান বাহিনীকে হারিয়ে বিরাট কোহলিদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন কেন উইলিয়ামসনের দল। সাঙ্গ হল সমস্ত হিসেব-নিকেশের পালা। এবারের মতো বিশ্বকাপ সফর শেষ টুর্নামেন্টের অন্যতম ‘ফেবারিট’ টিম ইন্ডিয়ার। সিনিয়র দলের জার্সি গায়ে আইসিসি টুর্নামেন্ট জয়ের ইতিহাস অধরাই রয়ে গেল ক্যাপ্টেন কোহলির। যে দল বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার হিসেবে খেলতে গিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে, সেই দলই ছিটকে গেল লজ্জাজনক ভাবে। এবারের আসরে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে লজ্জার হার। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে মুখ থুবড়ে পড়ে তীব্র আক্রমণের শিকার হন অধিনায়ক কোহলি । তারপরই কিউই কাঁটায় বিদ্ধ হন। এই প্রথম নয়, বারবার নিউজিল্যান্ডের কাছে আটকে গিয়েছে ভারতীয় দল। গত আঠারো বছরের কোনও আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত।

২০০৭ টি-২০ বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছেই ১০ রানে হারতে হয় এম এস ধোনির ভারতকে। সেবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত। ২০১৬ সালের টিÑ২০ বিশ্বকাপে ভারতকে মাত্র ৭৯ রানে অলআউট করেছিল ব্ল্যাক ক্যাপসরা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উইলিয়ামসনদের কাছে হেরেই ছিটকে গিয়েছিল কোহলির দল । সবশেষে চলতি বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়াকে পরাজিত করে নিউজিল্যান্ড। সেই ট্র্যাডিশন বজায় রইল আরবের মাটিতে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচের উপরই ঝুলছিল ভারতের ভাগ্য। দিনের শেষে কিউই দাপটেই শেষ হল কোহলিদের বিশ্বকাপ অভিযান। আর সেই সঙ্গে গ্রুপ ২ থেকে শেষ চারে পৌঁছে গেল পাকিস্তান ও নিউজিল্যান্ড।

রোববার আবুধাবিতে উইলিয়ামসনদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নেন মোহাম্মদ নবি। কিন্তু কিউই পেস ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান টপ অর্ডার। একের পর এক ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান বোল্ট, সাউদিরা। নাজিব ৭৩ রানের দুরন্ত ইনিংস খেললেও টেল এন্ডাররা দ্রুত আউট হওয়ায় স্বস্তি দিল না স্কোরকার্ড। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে অবশ্য খুব বেশি মেহনত করতে হয়নি উইলিয়ামসনদের। সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টি-২০তে ৪০০টি উইকেট তুলে নিয়ে ব্যক্তিগত রেকর্ড গড়েন রশিদ খান। কিন্তু তাদেরও বিশ্বকাপ থেকে ফিরতে হচ্ছে খালি হাতেই।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ১২৪/৮ (নাজিবউল্লাহ ৭৩, নবি ১৪*, সাউদি ২/২৪, বোল্ট ৩/১৭, মিল্ন ১/১৭, নিশাম ১/২৪, সোধি ১/১৩-১)।

নিউজিল্যান্ড : ১৮.১ ওভারে ১২৫/২ (উইলিয়ামসন ৪০*, কনওয়ে ৩৬*, গাপটিল ২৮, মুজিব ১/৩১, রশিদ ১/২৭-১)। ম্যাচ সেরা: ট্রেন্ট বোল্ট