শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল

জয়ে শুরু চায় বাংলাদেশ

সাফে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হয়েছিল স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের। শ্রীলংকায় মাহিন্দা রাজাপাকসে চারজাতি ফুটবল টুর্নামেন্টে আজ অভিষেক হচ্ছে আরেক কোচ মারিও ল্যামোসের। জাতীয় দলের কোচ হিসেবে এখন তিনি রয়েছেন কলম্বোতে। আজ প্রথম পরীক্ষা ল্যামোসের। প্রথম লড়াই জামাল ভূঁইয়াদেরও। প্রতিপক্ষ দ্বীপদেশ সিশেলস। বাংলাদেশ সময় বেলা সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চান ল্যামোস। তার কথায়,‘ যে কোন টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ। আমরা আগামীকাল (আজ) জয় পেতে চাই।’ মালদ্বীপের সাফে খেলা দলের অনেকেই নেই বর্তমান দলে। এ বিষয়ে ল্যামোসের কথা, ‘সাফের অনেকেই নেই এখানে। অনুশীলনও খুব কম হয়েছে। তবে আমরা টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই।’ র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১৮৭) চেয়ে অনেক পিছিয়ে সিশেলস (১৯৯)। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সঙ্গে প্রথম দেখা তাদের। এই দলটি সম্পর্কে ল্যামোসের বক্তব্য, ‘দুই বছর আগে বাংলাদেশে বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলতে এসেছিল সিশেলস। বাংলাদেশের সঙ্গে খেলা না হলেও তাদের ম্যাচ আমি দেখেছি এই বছর তারা দুটো প্রীতি ম্যাচ খেলেছে রুয়ান্ডার সঙ্গে। ওই ম্যাচ দু’টিও দেখেছি।’

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল

জয়ে শুরু চায় বাংলাদেশ

ক্রীড়া বার্তা পরিবেশক 

image

সাফে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হয়েছিল স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের। শ্রীলংকায় মাহিন্দা রাজাপাকসে চারজাতি ফুটবল টুর্নামেন্টে আজ অভিষেক হচ্ছে আরেক কোচ মারিও ল্যামোসের। জাতীয় দলের কোচ হিসেবে এখন তিনি রয়েছেন কলম্বোতে। আজ প্রথম পরীক্ষা ল্যামোসের। প্রথম লড়াই জামাল ভূঁইয়াদেরও। প্রতিপক্ষ দ্বীপদেশ সিশেলস। বাংলাদেশ সময় বেলা সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চান ল্যামোস। তার কথায়,‘ যে কোন টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ। আমরা আগামীকাল (আজ) জয় পেতে চাই।’ মালদ্বীপের সাফে খেলা দলের অনেকেই নেই বর্তমান দলে। এ বিষয়ে ল্যামোসের কথা, ‘সাফের অনেকেই নেই এখানে। অনুশীলনও খুব কম হয়েছে। তবে আমরা টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই।’ র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১৮৭) চেয়ে অনেক পিছিয়ে সিশেলস (১৯৯)। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সঙ্গে প্রথম দেখা তাদের। এই দলটি সম্পর্কে ল্যামোসের বক্তব্য, ‘দুই বছর আগে বাংলাদেশে বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলতে এসেছিল সিশেলস। বাংলাদেশের সঙ্গে খেলা না হলেও তাদের ম্যাচ আমি দেখেছি এই বছর তারা দুটো প্রীতি ম্যাচ খেলেছে রুয়ান্ডার সঙ্গে। ওই ম্যাচ দু’টিও দেখেছি।’