নেইমার ও এমবাপ্পের গোলে পিএসজির জয়

নেইমার এবং কাইলিয়ান এমবাপ্পের উজ্জীবিত পারফরমেন্সের উপর ভর করে প্যারিস সেন্ট জার্মেই শনিবার ফরাসী লিগ-১ এ ৩-২ গোলে বর্দুকে পরাজিত করেছে। পিএসজি এক পর্যায়ে ৩-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচ জিতেছে ন্যুনতম ব্যবধানে। শেষ দিকে বর্দু দুটি গোল পরিশোধ করে পিএসজিকে বেশ চাপের মধ্যে ফেলে দিয়েছিল। নেইমার জোড়া গোল করার পর এমবাপ্পে ৬৩ মিনিটে গোল করে ব্যবধান বাড়িয়ে করেন ৩-০। কিন্তু এর পরই বর্দু দারুনভাবে ঘুরে দাড়িয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে। তারা দুটি গোল করে ব্যবধান কমানোর পাশাপাশি সমতা ফেরানোর জন্যও চাপ অব্যাহত রাখে। বর্দুর আলবার্ট এলিস ৭৭ মিনিটে এবং মবায়ে নিয়াং শেষ সময়ে গোল করেন। ইনজুরি টাইমে বেশ চাপ সৃষ্টি করেছিল বর্দু। কিন্তু তারা আর কোন গোল করতে পারেনি। ফলে হার মানতে হয় ৩-২ গোলে। এ ম্যাচে বর্দু বুঝিয়ে দিয়েছে পিএসজির রক্ষণভাগে আসলেই সমস্যা রয়েছে। চ্যাম্পিয়ন্স লীগেও পিএসজি ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর আরবি লাইপজিগের সাথে ড্র করেছিল। শেষ সময়ে তারা পেনাল্টি উপহার দেয় প্রতিপক্ষকে।

খেলার মতো ফিট না থাকায় এ ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। তাই পিএসজির আক্রমণভাগ নির্ভরশীল ছিল নেইমার ও এমবাপ্পের উপর। এমবাপ্পের পাস থেকে ২৬ মিনিটে নেইমার করেন প্রথম গোল। বিরতির ঠিক আগে এমবাপ্পের ব্যাক হিল থেকে নেইমার করেন দ্বিতীয় গোল। জর্জিনিও উইনালডামের পাস থেকে এমবাপ্পে ব্যবধান বাড়ান। এ জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে দশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে পিএসজি। ১১ পয়েন্ট কম নিয়ে নাইস আছে তৃতীয় স্থানে। তারা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। গতবারের চ্যাম্পিয়ন লিলি ১-১ গোলে অ্যাঙ্গার্সের সাথে ড্র করে নেমে গেছে ১২তম স্থানে।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

নেইমার ও এমবাপ্পের গোলে পিএসজির জয়

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

নেইমার এবং কাইলিয়ান এমবাপ্পের উজ্জীবিত পারফরমেন্সের উপর ভর করে প্যারিস সেন্ট জার্মেই শনিবার ফরাসী লিগ-১ এ ৩-২ গোলে বর্দুকে পরাজিত করেছে। পিএসজি এক পর্যায়ে ৩-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচ জিতেছে ন্যুনতম ব্যবধানে। শেষ দিকে বর্দু দুটি গোল পরিশোধ করে পিএসজিকে বেশ চাপের মধ্যে ফেলে দিয়েছিল। নেইমার জোড়া গোল করার পর এমবাপ্পে ৬৩ মিনিটে গোল করে ব্যবধান বাড়িয়ে করেন ৩-০। কিন্তু এর পরই বর্দু দারুনভাবে ঘুরে দাড়িয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে। তারা দুটি গোল করে ব্যবধান কমানোর পাশাপাশি সমতা ফেরানোর জন্যও চাপ অব্যাহত রাখে। বর্দুর আলবার্ট এলিস ৭৭ মিনিটে এবং মবায়ে নিয়াং শেষ সময়ে গোল করেন। ইনজুরি টাইমে বেশ চাপ সৃষ্টি করেছিল বর্দু। কিন্তু তারা আর কোন গোল করতে পারেনি। ফলে হার মানতে হয় ৩-২ গোলে। এ ম্যাচে বর্দু বুঝিয়ে দিয়েছে পিএসজির রক্ষণভাগে আসলেই সমস্যা রয়েছে। চ্যাম্পিয়ন্স লীগেও পিএসজি ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর আরবি লাইপজিগের সাথে ড্র করেছিল। শেষ সময়ে তারা পেনাল্টি উপহার দেয় প্রতিপক্ষকে।

খেলার মতো ফিট না থাকায় এ ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। তাই পিএসজির আক্রমণভাগ নির্ভরশীল ছিল নেইমার ও এমবাপ্পের উপর। এমবাপ্পের পাস থেকে ২৬ মিনিটে নেইমার করেন প্রথম গোল। বিরতির ঠিক আগে এমবাপ্পের ব্যাক হিল থেকে নেইমার করেন দ্বিতীয় গোল। জর্জিনিও উইনালডামের পাস থেকে এমবাপ্পে ব্যবধান বাড়ান। এ জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে দশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে পিএসজি। ১১ পয়েন্ট কম নিয়ে নাইস আছে তৃতীয় স্থানে। তারা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। গতবারের চ্যাম্পিয়ন লিলি ১-১ গোলে অ্যাঙ্গার্সের সাথে ড্র করে নেমে গেছে ১২তম স্থানে।