ক্রিস গেইল

‘বিদায়’ জানিয়েও অবসর নিলেন না ক্রিস গেইল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিÑ২০ বিশ্বকাপের ম্যাচই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ বলে ইঙ্গিত দিয়েছিলেন ক্রিস গেইল। আউট হয়ে মাঠ ছাড়ার সময় হাত নেড়ে দর্শকদের ধন্যবাদ জানান, নিজের গ্লাভস দিয়ে দেন দর্শকদের। কিন্তু তার অবসরের সব জল্পনা নাকচ করে দেন গেইল নিজেই।

আইসিসিকে গেইল বলেন, ‘বেশ মজা হল আজকে। বাকি সব কিছু বাদ দিন। আমি ভক্তদের সঙ্গে কথা বলছিলাম। এটাই বিশ্বকাপে আমার শেষ ম্যাচ নয়। আমি আরও একটা বিশ্বকাপ খেলতেই পারি। কিন্তু আমার মনে হয় না সেটা হবে। আমি অবসর ঘোষণা করিনি। জ্যামাইকাতে নিজের মাঠে একটা ম্যাচ খেলতে চাই, যাতে সেখানকার মানুষকে বলতে পারি, ‘ধন্যবাদ তোমাদের সকলকে।’

২০১৯ সালে গেল দু’বার অবসর ঘোষণা করেন, কিন্তু আবার ফিরেও আসেন। ২০১৪ সালের পর আর টেস্ট ম্যাচ খেলেননি গেইল। এক দিনের ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন ২০১৯ সালে। ২১ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে এক দিনের ক্রিকেটে ১০ হাজারের উপর রান করেছেন তিনি। টিÑ২০ ক্রিকেটে হাজারের উপর ছয় মারার রেকর্ড রয়েছে তার।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

ক্রিস গেইল

‘বিদায়’ জানিয়েও অবসর নিলেন না ক্রিস গেইল

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিÑ২০ বিশ্বকাপের ম্যাচই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ বলে ইঙ্গিত দিয়েছিলেন ক্রিস গেইল। আউট হয়ে মাঠ ছাড়ার সময় হাত নেড়ে দর্শকদের ধন্যবাদ জানান, নিজের গ্লাভস দিয়ে দেন দর্শকদের। কিন্তু তার অবসরের সব জল্পনা নাকচ করে দেন গেইল নিজেই।

আইসিসিকে গেইল বলেন, ‘বেশ মজা হল আজকে। বাকি সব কিছু বাদ দিন। আমি ভক্তদের সঙ্গে কথা বলছিলাম। এটাই বিশ্বকাপে আমার শেষ ম্যাচ নয়। আমি আরও একটা বিশ্বকাপ খেলতেই পারি। কিন্তু আমার মনে হয় না সেটা হবে। আমি অবসর ঘোষণা করিনি। জ্যামাইকাতে নিজের মাঠে একটা ম্যাচ খেলতে চাই, যাতে সেখানকার মানুষকে বলতে পারি, ‘ধন্যবাদ তোমাদের সকলকে।’

২০১৯ সালে গেল দু’বার অবসর ঘোষণা করেন, কিন্তু আবার ফিরেও আসেন। ২০১৪ সালের পর আর টেস্ট ম্যাচ খেলেননি গেইল। এক দিনের ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন ২০১৯ সালে। ২১ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে এক দিনের ক্রিকেটে ১০ হাজারের উপর রান করেছেন তিনি। টিÑ২০ ক্রিকেটে হাজারের উপর ছয় মারার রেকর্ড রয়েছে তার।