শীর্ষস্থানেই থাকলো বায়ার্ন

সংবাদ স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে ফ্রেইবার্গকে ২-১ গোলে পরাজিত করে বুন্দেসলিগা টেবিলে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। এবারের মৌসুমে এ নিয়ে যেকোন প্রতিযোগিতায় প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল ফ্রেইবার্গ।

দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ট আর বি লিপজিগের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বায়ার্নের সাঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে।

মিউনিখে গোরেতকারের গোলে বায়ার্ন লিড নেয়। ম্যাচ শেষের ১৫ মিনিট আগে রবার্ট লিওয়ানদোস্কি ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। এটি মৌসুমে পোলিশ তারকার ১৩তম গোল। চলতি ক্যালেন্ডার বছরে এ নিয়ে বায়ার্ন শততম গোল করার কৃতিত্ব দেখালো। তৃতীয় স্থানে থাকা ফ্রেইবার্গ স্টপেজ টাইমে এক গোল পরিশোধ করে পরিস্থিতি কিছুটা ঘোলাটে করে তুলেছিল। কিন্তু ইয়ানিক হেবারের গোলটি শেষ পর্যন্ত কোন কাজে আসেনি।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

শীর্ষস্থানেই থাকলো বায়ার্ন

সংবাদ স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে ফ্রেইবার্গকে ২-১ গোলে পরাজিত করে বুন্দেসলিগা টেবিলে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। এবারের মৌসুমে এ নিয়ে যেকোন প্রতিযোগিতায় প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল ফ্রেইবার্গ।

দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ট আর বি লিপজিগের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বায়ার্নের সাঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে।

মিউনিখে গোরেতকারের গোলে বায়ার্ন লিড নেয়। ম্যাচ শেষের ১৫ মিনিট আগে রবার্ট লিওয়ানদোস্কি ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। এটি মৌসুমে পোলিশ তারকার ১৩তম গোল। চলতি ক্যালেন্ডার বছরে এ নিয়ে বায়ার্ন শততম গোল করার কৃতিত্ব দেখালো। তৃতীয় স্থানে থাকা ফ্রেইবার্গ স্টপেজ টাইমে এক গোল পরিশোধ করে পরিস্থিতি কিছুটা ঘোলাটে করে তুলেছিল। কিন্তু ইয়ানিক হেবারের গোলটি শেষ পর্যন্ত কোন কাজে আসেনি।