তিন গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি বার্সেলোনা

নতুন কোচ হিসেবে জাভি হার্নান্ডেজের নিয়োগের খবরে বার্সেলোনার খেলোয়াড়রা উজ্জীবিত ফুটবল খেলেও লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে জিততে পারেনি। বরং স্বাগতিক সেল্টা ভিগো শনিবার নিজেদের মাঠে প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে ড্র করতে সক্ষম হয়েছে। সেল্টা ভিগো অবিশ^াস্যভাবে দ্বিতীয়ার্ধে ৩ গোল করে ম্যাচে পরাজয় এড়ায়। এর ফলে বার্সেলোনার লা লিগায় ঘুরে দাড়ানোর সর্বশেষ আশাও হতাশায় পরিনত হল। চ্যাম্পিয়ন্স লীগে ডায়নামো কিয়েভকে অনেক কষ্টে পরাজিত করার পর এ ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেলে মনে হয়েছিল নতুন কোচের নিয়োগে বার্সেলোনা তাদের দু:সময় পেছনে ফেলতে পেরেছে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধে সেল্টা ভিগোই ঘুরে দাড়ানোর গল্প রচনা করে। একে একে তারা তিনটি গোল পরিশোধ করে ম্যাচে সমতা ফেরায়। তাদের লড়াইটা মূলত শুরু হয় বিরতির পর। ৫২ মিনিটে সেল্টার হয়ে প্রথম গোলটি করেন ইয়াগো আসপাস। জাভি গ্যালানের শট প্রতিহত করা নিয়ে টার স্টেগেন এবং রোনাল্ড আরাউহোর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হলে সেটি চলে যায় আসপাসের কাছে এবং তিনি ফিরতি বল জালে পাঠিয়ে ব্যবধান কমান। এ গোল যেন সেল্টাকে উজ্জীবিত করে তোলে। তারা একের পর এক আক্রমণ করে খেলায় ফেরার চেষ্টা অব্যাহত রাখে। অপর দিকে বার্সেলোনাও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায়। ফলে আক্রমণ এবং পাল্টা আক্রমণে খেলাটি বেশ জমে ওঠে। খেলা ছিল দারুন গতিময়। সেল্টা ভিগো দ্বিতীয় গোলটি করে ৭৩ মিনিটে। এটি করেন নোলিতো। ফ্রাঙ্কো সেরভির ক্রস থেকে তিনি গোলটি করেন। এর কিছুক্ষণ আগে নোলিতো বল জালে পাঠালেও হ্যান্ডবলের কারণে সেটি বাতিল হয়ে যায়। এক গোলে পিছিয়ে থাকা সেল্টা শেষ ১৫ মিনিটে খেলেছে অসাধারণ ফুটবল। তাদের গতিময় ফুটবলের সাথে পেরে উঠতে বেশ বেগ পেতে হয়েছে বার্সেলোনাকে। তারই ধারাবাহিকতায় খেলার ইনজুরি টাইমের শেষ মিনিটে সমতা ফেরান আসপাস। এ গোলের পর বার্সেলোনার খেলোয়াড়রা হতাশায় মুষড়ে পড়েন। অথচ তাদের শুরুটা হয়েছিল দারুনভাবে। আনসু ফাতি ৫ মিনিটের মাথায় জর্দি অ্যালবার পাস থেকে গোল করে এগিয়ে দেন বার্সেলোনাকে। এর পর তারা খেলায় প্রাধান্য বজায় রেখে প্রথমার্ধেই করে আরো দুই গোল। ১৭ মিনিটে সার্জিও বুসকুয়েটস এবং ৩৪ মিনিট মেমফিস ডিপে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ৩-০ গোলে। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

তিন গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি বার্সেলোনা

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

নতুন কোচ হিসেবে জাভি হার্নান্ডেজের নিয়োগের খবরে বার্সেলোনার খেলোয়াড়রা উজ্জীবিত ফুটবল খেলেও লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে জিততে পারেনি। বরং স্বাগতিক সেল্টা ভিগো শনিবার নিজেদের মাঠে প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে ড্র করতে সক্ষম হয়েছে। সেল্টা ভিগো অবিশ^াস্যভাবে দ্বিতীয়ার্ধে ৩ গোল করে ম্যাচে পরাজয় এড়ায়। এর ফলে বার্সেলোনার লা লিগায় ঘুরে দাড়ানোর সর্বশেষ আশাও হতাশায় পরিনত হল। চ্যাম্পিয়ন্স লীগে ডায়নামো কিয়েভকে অনেক কষ্টে পরাজিত করার পর এ ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেলে মনে হয়েছিল নতুন কোচের নিয়োগে বার্সেলোনা তাদের দু:সময় পেছনে ফেলতে পেরেছে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধে সেল্টা ভিগোই ঘুরে দাড়ানোর গল্প রচনা করে। একে একে তারা তিনটি গোল পরিশোধ করে ম্যাচে সমতা ফেরায়। তাদের লড়াইটা মূলত শুরু হয় বিরতির পর। ৫২ মিনিটে সেল্টার হয়ে প্রথম গোলটি করেন ইয়াগো আসপাস। জাভি গ্যালানের শট প্রতিহত করা নিয়ে টার স্টেগেন এবং রোনাল্ড আরাউহোর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হলে সেটি চলে যায় আসপাসের কাছে এবং তিনি ফিরতি বল জালে পাঠিয়ে ব্যবধান কমান। এ গোল যেন সেল্টাকে উজ্জীবিত করে তোলে। তারা একের পর এক আক্রমণ করে খেলায় ফেরার চেষ্টা অব্যাহত রাখে। অপর দিকে বার্সেলোনাও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায়। ফলে আক্রমণ এবং পাল্টা আক্রমণে খেলাটি বেশ জমে ওঠে। খেলা ছিল দারুন গতিময়। সেল্টা ভিগো দ্বিতীয় গোলটি করে ৭৩ মিনিটে। এটি করেন নোলিতো। ফ্রাঙ্কো সেরভির ক্রস থেকে তিনি গোলটি করেন। এর কিছুক্ষণ আগে নোলিতো বল জালে পাঠালেও হ্যান্ডবলের কারণে সেটি বাতিল হয়ে যায়। এক গোলে পিছিয়ে থাকা সেল্টা শেষ ১৫ মিনিটে খেলেছে অসাধারণ ফুটবল। তাদের গতিময় ফুটবলের সাথে পেরে উঠতে বেশ বেগ পেতে হয়েছে বার্সেলোনাকে। তারই ধারাবাহিকতায় খেলার ইনজুরি টাইমের শেষ মিনিটে সমতা ফেরান আসপাস। এ গোলের পর বার্সেলোনার খেলোয়াড়রা হতাশায় মুষড়ে পড়েন। অথচ তাদের শুরুটা হয়েছিল দারুনভাবে। আনসু ফাতি ৫ মিনিটের মাথায় জর্দি অ্যালবার পাস থেকে গোল করে এগিয়ে দেন বার্সেলোনাকে। এর পর তারা খেলায় প্রাধান্য বজায় রেখে প্রথমার্ধেই করে আরো দুই গোল। ১৭ মিনিটে সার্জিও বুসকুয়েটস এবং ৩৪ মিনিট মেমফিস ডিপে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ৩-০ গোলে। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়।