শীর্ষে উঠলো রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ শনিবার রায়ো ভায়েকানোর শেষ সময়ের চ্যালেঞ্জ দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে নিজেদের মাঠে ২-১ গোলে জয়ী হয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে। টনি ক্রুস এবং করিম বেনজামার গোলে শুরুতেই এগিয়ে যাওয়া রিয়ালের জন্য শেষ দিকে কঠিন চ্যালেঞ্জ হয়ে দেখা যায় ভায়েকানো। রামাদেল ফ্যালকাও একটি গোল পরিশোধ করে স্বাগতিকদের ওপর প্রচ- চাপ সৃষ্টি করেন। তবে রিয়াল মাদ্রিদ কোন রকমে সে চাপ সহ্য করে আর কোন গোল না খেয়ে। ফলে তারা জয়ী হয় ২-১ গোলে।

এ ম্যাচে রিয়ালের কোচ কার্লো অ্যানচেলোত্তি দুটি পরিবর্তন আনেন তার একাদশে। লুকা মড্রিচ এবং লুকাস ভাজকেজের বদলে একাদশে ফেরেন এডুয়ার্ডো কামাভিঙ্গা এবং মার্কো অ্যাসেনসিও। রিয়াল মাদ্রিদ ১৪ মিনিটে এগিয়ে যায় ক্রুসের গোলে। অবশ্য গোলের বাঁশি রেফারি বাজান ভিএআর দেখে। প্রথমে ভিনিসিয়ুস অফসাইড ছিলেন মনে করেন গোলটি বাতিল করেছিলেন। রেফারি প্রথমে মনে করেছিলেন কাউন্টার অ্যাটাকে যাওয়ার সময়ে ভিনিসিয়ুস অফ সাইড ছিলেন।

লিড নেয়ার পর রিয়ালের চাপ অব্যাহত থাকে এবং তারা বিরতির আগেই দ্বিতীয় গোল পেয়ে যায়। ডেভিড অ্যালাবার ক্রস থেকে বেনজামা ৩৮ মিনিটের মাথায় করেন ম্যাচের দ্বিতীয় গোল। এর দুই মিনিট পর বেনজামার দ্বিতীয় গোল করা উচিত ছিল। ভিনিসিয়ুসের শট ভায়েকানোর গোলরক্ষক স্টোল ডিমিট্রিভস্কি দুইহাতে ফিরিয়ে দিলে সেটি সরাসরি চলে যায় বেনজামার কাছে। কিন্তু তিনি সেক্রি ক্রসবারের ওপর দিয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন। এরপর ভিনিসিয়ুসের আরেকটি প্রচেষ্টা প্রতিহত হয় গোল লাইন থেকে। একের পর এক সুযোগ সৃষ্টি করেও ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল। বেশিরভাগ সুযোগ হাতছাড়া করেন বেনজামা।

ফ্যালকাও ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পরই পরিস্থিতি বদলে যায়। বেবের শট পোস্টে লেগে প্রতিহত হয়। অ্যালভারো গার্সিয়ার ক্রস থেকে ৭৭ মিনিটে ফ্যালকাও একটি গোল পরিশোধ করেন। তবে ভায়েকানোর দুর্ভাগ্য যে গোল করার কিছুক্ষণ পরই আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ফ্যালকাও। তবে স্বাগতিকদের ওপর চাপ ধরে রাখে তারা। স্টপেজ টাইমে ক্রুস গোল লাইন থেকে অস্কার ভ্যালেন্টিনের প্রচেষ্টা রুখে না দিলে ম্যাচে পূর্ণ পয়েন্ট পেতো না তারা। পরিস্থিতি এমন হয়েছিল যে সবার মনে বার্সেলোনা-সেল্টা ভিগোর কথাই চলে আসছিল। দিনের প্রথম দিকে বার্সেলোনা ৩-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচটি ড্র করেছে ৩-৩ গোলে।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

শীর্ষে উঠলো রিয়াল মাদ্রিদ

সংবাদ স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ শনিবার রায়ো ভায়েকানোর শেষ সময়ের চ্যালেঞ্জ দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে নিজেদের মাঠে ২-১ গোলে জয়ী হয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে। টনি ক্রুস এবং করিম বেনজামার গোলে শুরুতেই এগিয়ে যাওয়া রিয়ালের জন্য শেষ দিকে কঠিন চ্যালেঞ্জ হয়ে দেখা যায় ভায়েকানো। রামাদেল ফ্যালকাও একটি গোল পরিশোধ করে স্বাগতিকদের ওপর প্রচ- চাপ সৃষ্টি করেন। তবে রিয়াল মাদ্রিদ কোন রকমে সে চাপ সহ্য করে আর কোন গোল না খেয়ে। ফলে তারা জয়ী হয় ২-১ গোলে।

এ ম্যাচে রিয়ালের কোচ কার্লো অ্যানচেলোত্তি দুটি পরিবর্তন আনেন তার একাদশে। লুকা মড্রিচ এবং লুকাস ভাজকেজের বদলে একাদশে ফেরেন এডুয়ার্ডো কামাভিঙ্গা এবং মার্কো অ্যাসেনসিও। রিয়াল মাদ্রিদ ১৪ মিনিটে এগিয়ে যায় ক্রুসের গোলে। অবশ্য গোলের বাঁশি রেফারি বাজান ভিএআর দেখে। প্রথমে ভিনিসিয়ুস অফসাইড ছিলেন মনে করেন গোলটি বাতিল করেছিলেন। রেফারি প্রথমে মনে করেছিলেন কাউন্টার অ্যাটাকে যাওয়ার সময়ে ভিনিসিয়ুস অফ সাইড ছিলেন।

লিড নেয়ার পর রিয়ালের চাপ অব্যাহত থাকে এবং তারা বিরতির আগেই দ্বিতীয় গোল পেয়ে যায়। ডেভিড অ্যালাবার ক্রস থেকে বেনজামা ৩৮ মিনিটের মাথায় করেন ম্যাচের দ্বিতীয় গোল। এর দুই মিনিট পর বেনজামার দ্বিতীয় গোল করা উচিত ছিল। ভিনিসিয়ুসের শট ভায়েকানোর গোলরক্ষক স্টোল ডিমিট্রিভস্কি দুইহাতে ফিরিয়ে দিলে সেটি সরাসরি চলে যায় বেনজামার কাছে। কিন্তু তিনি সেক্রি ক্রসবারের ওপর দিয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন। এরপর ভিনিসিয়ুসের আরেকটি প্রচেষ্টা প্রতিহত হয় গোল লাইন থেকে। একের পর এক সুযোগ সৃষ্টি করেও ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল। বেশিরভাগ সুযোগ হাতছাড়া করেন বেনজামা।

ফ্যালকাও ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পরই পরিস্থিতি বদলে যায়। বেবের শট পোস্টে লেগে প্রতিহত হয়। অ্যালভারো গার্সিয়ার ক্রস থেকে ৭৭ মিনিটে ফ্যালকাও একটি গোল পরিশোধ করেন। তবে ভায়েকানোর দুর্ভাগ্য যে গোল করার কিছুক্ষণ পরই আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ফ্যালকাও। তবে স্বাগতিকদের ওপর চাপ ধরে রাখে তারা। স্টপেজ টাইমে ক্রুস গোল লাইন থেকে অস্কার ভ্যালেন্টিনের প্রচেষ্টা রুখে না দিলে ম্যাচে পূর্ণ পয়েন্ট পেতো না তারা। পরিস্থিতি এমন হয়েছিল যে সবার মনে বার্সেলোনা-সেল্টা ভিগোর কথাই চলে আসছিল। দিনের প্রথম দিকে বার্সেলোনা ৩-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচটি ড্র করেছে ৩-৩ গোলে।