বাংলার ঋতুবরণ পরিষদের সম্মাননা পেলেন খন্দকার আনোয়ার

খন্দকার আনোয়ারুল ইসলাম, সুষম নাট্য সম্প্রদায়ের কর্ণধার। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নাট্যকার এবং অভিনয়শিল্পী। নিবেদিত প্রাণ এই নাটকের মানুষটিকে নাট্যশালায় বিভিন্ন দলের উৎসব বা নাটকের মঞ্চায়নে সখের বসে ছবি তোলার কাজে মগ্ন দেখা যায়। গত ৬ নভেম্বর বাংলার ঋতুবরণ পরিষদ, হেমন্ত ঋতু উৎসবে খন্দকার আনোয়ারুল ইসলামকে সম্মাননা জানায়। ওইদিন জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। খন্দকার আনোয়ারুল ইসলামের জন্ম ঢাকায়, ১৯৫৩ সালে। পুরাতন ঢাকার নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, গে-ারিয়া উচ্চ বিদ্যালয়, সোহরাওয়ার্দী, কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নজরুল সঙ্গীতের ওপর ৫ বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন। তিনি নাট্য চর্চা শুরু করেন ১৯৭৪ সাল থেকে, প্রথম দিকে এলাকার বড় ভাইদের সঙ্গে বাৎসরিক নাটকে অভিনয় করতেন। পরবর্তীতে যোগ দেন শাঁখারীবাজারের প্রতিদ্বন্দ্বী ক্লাবের সঙ্গে। এরপর লোকনাট্য দলে কিছুদিন কাজ করার পর নিজের গ্রাম ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যায় ১৯৯০ সালে গঠন করেন সুষম নাট্য সম্প্রদায়। এই দলের ১৫ টি প্রযোজনার সবকয়টি নাটক খন্দকার আনোয়ারের লেখা এবং নির্দেশনা।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ২৪ কার্তিক ১৪২৮ ৩ রবিউস সানি ১৪৪৩

বাংলার ঋতুবরণ পরিষদের সম্মাননা পেলেন খন্দকার আনোয়ার

বিনোদন প্রতিবেদক

image

খন্দকার আনোয়ারুল ইসলাম, সুষম নাট্য সম্প্রদায়ের কর্ণধার। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নাট্যকার এবং অভিনয়শিল্পী। নিবেদিত প্রাণ এই নাটকের মানুষটিকে নাট্যশালায় বিভিন্ন দলের উৎসব বা নাটকের মঞ্চায়নে সখের বসে ছবি তোলার কাজে মগ্ন দেখা যায়। গত ৬ নভেম্বর বাংলার ঋতুবরণ পরিষদ, হেমন্ত ঋতু উৎসবে খন্দকার আনোয়ারুল ইসলামকে সম্মাননা জানায়। ওইদিন জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। খন্দকার আনোয়ারুল ইসলামের জন্ম ঢাকায়, ১৯৫৩ সালে। পুরাতন ঢাকার নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, গে-ারিয়া উচ্চ বিদ্যালয়, সোহরাওয়ার্দী, কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নজরুল সঙ্গীতের ওপর ৫ বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন। তিনি নাট্য চর্চা শুরু করেন ১৯৭৪ সাল থেকে, প্রথম দিকে এলাকার বড় ভাইদের সঙ্গে বাৎসরিক নাটকে অভিনয় করতেন। পরবর্তীতে যোগ দেন শাঁখারীবাজারের প্রতিদ্বন্দ্বী ক্লাবের সঙ্গে। এরপর লোকনাট্য দলে কিছুদিন কাজ করার পর নিজের গ্রাম ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যায় ১৯৯০ সালে গঠন করেন সুষম নাট্য সম্প্রদায়। এই দলের ১৫ টি প্রযোজনার সবকয়টি নাটক খন্দকার আনোয়ারের লেখা এবং নির্দেশনা।