আমেরিকাতে ইমন সাহার ‘মুনল্যান্ড’র যাত্রা শুরু

সুরকার, সংগীত পরিচালক ইমন সাহা এবার আমেরিকাতেই নিজের প্রোডাকসন হাউজ ‘মুনল্যান্ড’র যাত্রা শুরু করলেন। অডিও পোস্ট প্রোডাকসনের মাধ্যমেই মুনল্যান্ড’র যাত্রা শুরু হলো। ইমন সাহার ভাষ্যমতে এখানে অডিও রিলেটেড সব ধরনের সুবিধাই থাকবে। গান রেকর্ডিং থেকে শুরু করে, ফিল্ম ব্যাক গ্রাউন্ডিং স্কোরিং, ফাইনাল মিক্সিং’সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করা হবে ‘মুনল্যান্ড’র ব্যানারে। মুঠোফোনে আমেরিকা থেকে ইমন সাহা বলেন,‘ অনেকদিনের ইচ্ছে ছিলো নিজের একটি প্রোডাকসন হাউস থাকবে, যেখান থেকে আমি আমার কাজগুলো স্বাধীনভাবে, ভালোভাবে করতে পারবো। অনেক অপেক্ষার পর, চেষ্টার পর অবশেষে আমার মুনল্যান্ড প্রোডাকসন হাউসের যাত্রা শুরু হলো। দায়িত্ববোধের জায়গা থেকেই কাজ করেছি। এখন যেহেতু নিজস্ব প্রোডাকসন হাউসের ব্যানারে কাজ হবে, তখন স্বাভাবিকভাবে দায়িত্ববোধ আরও বেড়ে যাবে।’ ইমন সাহা জানান, আগামী বছর থেকে ‘মুনল্যান্ড’ থেকে ভিডিও প্রোডাকসনও নির্মিত হবে।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ২৪ কার্তিক ১৪২৮ ৩ রবিউস সানি ১৪৪৩

আমেরিকাতে ইমন সাহার ‘মুনল্যান্ড’র যাত্রা শুরু

বিনোদন প্রতিবেদক

image

সুরকার, সংগীত পরিচালক ইমন সাহা এবার আমেরিকাতেই নিজের প্রোডাকসন হাউজ ‘মুনল্যান্ড’র যাত্রা শুরু করলেন। অডিও পোস্ট প্রোডাকসনের মাধ্যমেই মুনল্যান্ড’র যাত্রা শুরু হলো। ইমন সাহার ভাষ্যমতে এখানে অডিও রিলেটেড সব ধরনের সুবিধাই থাকবে। গান রেকর্ডিং থেকে শুরু করে, ফিল্ম ব্যাক গ্রাউন্ডিং স্কোরিং, ফাইনাল মিক্সিং’সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করা হবে ‘মুনল্যান্ড’র ব্যানারে। মুঠোফোনে আমেরিকা থেকে ইমন সাহা বলেন,‘ অনেকদিনের ইচ্ছে ছিলো নিজের একটি প্রোডাকসন হাউস থাকবে, যেখান থেকে আমি আমার কাজগুলো স্বাধীনভাবে, ভালোভাবে করতে পারবো। অনেক অপেক্ষার পর, চেষ্টার পর অবশেষে আমার মুনল্যান্ড প্রোডাকসন হাউসের যাত্রা শুরু হলো। দায়িত্ববোধের জায়গা থেকেই কাজ করেছি। এখন যেহেতু নিজস্ব প্রোডাকসন হাউসের ব্যানারে কাজ হবে, তখন স্বাভাবিকভাবে দায়িত্ববোধ আরও বেড়ে যাবে।’ ইমন সাহা জানান, আগামী বছর থেকে ‘মুনল্যান্ড’ থেকে ভিডিও প্রোডাকসনও নির্মিত হবে।