সড়কে প্রাণ ঝরলো ৪ স্কুল শিক্ষার্থীসহ ৭ জনের

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জেলায় ৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন শিক্ষার্থী এবং বরিশালে মাইক্রোবাস-টেম্পো সংঘর্ষে আরও ৩ জন প্রাণ হারায়। জেলা নিজস্ব বার্তা পরিবেশকের পাঠানো খবরে এ তথ্য পাওয়া গেছে।

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন শিক্ষার্থী নিহত ও ২ জন আহত হয়েছে। গতকাল সকালে ঘাটাইলে এবং রোববার রাতে কালিহাতী উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটেছে। নিহতরা হলেন- স্কুল শিক্ষার্থী ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ হোসেন(১৩), একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর(১৫) ও মৃত রমজান আলীর ছেলে সাইম(১৬) এবং কলেজ শিক্ষার্থী টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে রাকিব হাসান(১৯)।

এসইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক জানান, তারা স্কুল থেকে বের হয়ে সাগরদিঘীর ধলাপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ির মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তাদের তিনজনের মৃত্যু হয়। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে রয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া জানান, তিন শিক্ষার্থী একটি আরটিআর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। পরে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। শুনেছি লাশ তাদের পরিবার নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

অপরদিকে, রোববার রাতে কালিহাতী উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় রাকিব হাসান নামের এক মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন আহত হয়।

পুলিশ জানায়, হতাহতরা রাতে মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে যাচ্ছিল। পথিমধ্যে তারা চরভাবলা এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বরিশালে যাত্রীবাহী মাইক্রোবাস ও টেম্পোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি জেলার নলছিটি থানার পরিদর্শক মনোরঞ্জন মিস্ত্রী জানান, সোমবার বাকেরগঞ্জের দিক থেকে একটি টেম্পো যাত্রী নিয়ে বরিশালে আসছিল। দপদপিয়ার জিরোপয়েন্ট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে টেম্পোটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পথিমধ্যে সেখানে নির্মাণশ্রমিক নাসির বিশ্বাসের(৫৫) মৃত্যু ঘটে। এছাড়া গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা(৪৫) ও তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলামকে(৩২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পথিমধ্যে জাহাঙ্গীর মৃধা(৪৫) ও তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলামের(৩২) মৃত্যু হয়। এছাড়া নাসির নামে আরও একজন আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ২৪ কার্তিক ১৪২৮ ৩ রবিউস সানি ১৪৪৩

সড়কে প্রাণ ঝরলো ৪ স্কুল শিক্ষার্থীসহ ৭ জনের

সংবাদ ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জেলায় ৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন শিক্ষার্থী এবং বরিশালে মাইক্রোবাস-টেম্পো সংঘর্ষে আরও ৩ জন প্রাণ হারায়। জেলা নিজস্ব বার্তা পরিবেশকের পাঠানো খবরে এ তথ্য পাওয়া গেছে।

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন শিক্ষার্থী নিহত ও ২ জন আহত হয়েছে। গতকাল সকালে ঘাটাইলে এবং রোববার রাতে কালিহাতী উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটেছে। নিহতরা হলেন- স্কুল শিক্ষার্থী ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ হোসেন(১৩), একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর(১৫) ও মৃত রমজান আলীর ছেলে সাইম(১৬) এবং কলেজ শিক্ষার্থী টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে রাকিব হাসান(১৯)।

এসইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক জানান, তারা স্কুল থেকে বের হয়ে সাগরদিঘীর ধলাপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ির মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তাদের তিনজনের মৃত্যু হয়। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে রয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া জানান, তিন শিক্ষার্থী একটি আরটিআর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। পরে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। শুনেছি লাশ তাদের পরিবার নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

অপরদিকে, রোববার রাতে কালিহাতী উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় রাকিব হাসান নামের এক মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন আহত হয়।

পুলিশ জানায়, হতাহতরা রাতে মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে যাচ্ছিল। পথিমধ্যে তারা চরভাবলা এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বরিশালে যাত্রীবাহী মাইক্রোবাস ও টেম্পোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি জেলার নলছিটি থানার পরিদর্শক মনোরঞ্জন মিস্ত্রী জানান, সোমবার বাকেরগঞ্জের দিক থেকে একটি টেম্পো যাত্রী নিয়ে বরিশালে আসছিল। দপদপিয়ার জিরোপয়েন্ট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে টেম্পোটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পথিমধ্যে সেখানে নির্মাণশ্রমিক নাসির বিশ্বাসের(৫৫) মৃত্যু ঘটে। এছাড়া গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা(৪৫) ও তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলামকে(৩২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পথিমধ্যে জাহাঙ্গীর মৃধা(৪৫) ও তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলামের(৩২) মৃত্যু হয়। এছাড়া নাসির নামে আরও একজন আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।