প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দিনের লন্ডন (যুক্তরাজ্য) সফর শেষ করে ফ্রান্স সফরে যাচ্ছেন আজ। স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডন ত্যাগ করবেন তিনি।
এই সফরে বেশকয়েকটি সমঝোতা স্মারকের পাশাপাশি নিরাপত্তাখাতে একটি লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী জাঁ ক্যাস্টেক্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও ফরাসি সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চার, প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে, এয়ারবাস ও থ্যালাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হবে।
এছাড়াও প্রধানমন্ত্রী ইউনেস্কোর ৭৫-তম বার্ষিকী উদযাপন এবং সাবেক ফরাসি বাণিজ্যমন্ত্রী ও বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক মহাপরিচালক প্যাসকেল ল্যামির আয়োজনে প্যারিস পিস ফোরাম অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক অর্থনীতি ক্রিয়েটিভ পুরস্কার’ প্রথমবারের মতো এবার দেয়া হবে। প্রধানমন্ত্রী এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দিবেন।
মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ২৪ কার্তিক ১৪২৮ ৩ রবিউস সানি ১৪৪৩
লন্ডন (যুক্তরাজ্য) থেকে প্রধান প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দিনের লন্ডন (যুক্তরাজ্য) সফর শেষ করে ফ্রান্স সফরে যাচ্ছেন আজ। স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডন ত্যাগ করবেন তিনি।
এই সফরে বেশকয়েকটি সমঝোতা স্মারকের পাশাপাশি নিরাপত্তাখাতে একটি লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী জাঁ ক্যাস্টেক্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও ফরাসি সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চার, প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে, এয়ারবাস ও থ্যালাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হবে।
এছাড়াও প্রধানমন্ত্রী ইউনেস্কোর ৭৫-তম বার্ষিকী উদযাপন এবং সাবেক ফরাসি বাণিজ্যমন্ত্রী ও বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক মহাপরিচালক প্যাসকেল ল্যামির আয়োজনে প্যারিস পিস ফোরাম অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক অর্থনীতি ক্রিয়েটিভ পুরস্কার’ প্রথমবারের মতো এবার দেয়া হবে। প্রধানমন্ত্রী এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দিবেন।