কারখানা মালিকের নামে মামলা

পুরান ঢাকার সোয়ারীঘাটের রাবার শিট তৈরির কারখানার অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিকের মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যু সংঘটনের অভিযোগে মামলা হয়েছে। গত রোববার রাতে চকবাজার থানায় করা মামলায় ‘রোমানা রাবার’ কারখানার মালিক রফিকুল ইসলামকে আসামি করা হয়েছে। চকবাজার থানার ওসি মো. আবদুল কাইউম জানান, মামলায় বাদী হয়েছেন কিশোরগঞ্জের জসীম উদ্দিন। নিহত পাঁচজনের একজন তার ভাই শামীম মিয়া। মামলার এজাহারে বলা হয়, মালিকের অবহেলার জন্য আগুন লাগার মতো ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার রাত সোয়া ১টা দিকে সোয়ারীঘাটের কামাল বাগে ‘রোমানা রাবার’ নামের ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সাভির্সের ৮টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পোড়া পাঁচজনকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পাঁচজনই ছিলেন ওই কারখানার শ্রমিক। নিহতরা হলেন- মানিকগঞ্জের আমিনুর রহমান (৩০) ও কিশোরগঞ্জের শামীম মিয়া (৩৫), চাঁদপুরের মনির হোসেন (৩১), বরিশালের আবদুর রহমান রুবেল (৩৫) ও শেরপুরের কামরুল ইসলাম (২২)।

নিহত পাঁচজনের মৃতদেহ স্বাভাবিকভাবে চেনার উপায় নেই জানিয়ে পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতদেহ হস্তান্তর করা হবে। সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তে ২১ থেকে ৩০ দিন লাগবে। লালবাগ বিভাগের পুলিশের উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা জানান, ঘটনার পর থেকে একমাত্র আসামি রফিকুল ইসলাম পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।

ঘটনার সময় স্থানীয়রা জানান, রোমানা রাবার ইন্ডাস্ট্রিজের কারখানায় বার্মিজ ও স্পনসের স্যান্ডেল তৈরি করা হতো। এই জুতা তৈরির প্রধান কাঁচামাল হিসেবে মজুদ রাখা হতো প্রচুর পরিমাণ কেমিক্যাল, রাবার ও প্লাস্টিক। রাবার একধরনের পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। ব্যবহার করা হতো দাহ্য ডিওপি তেল। এই তেল জুতা ফিনিসিং ও মোলায়েম করতে সহায়তা করে। কাঁচা বাজারের একটি মাংসের দোকানের মালিক রহিম জানান, রাতে তিনি দোকানেই ছিলেন। হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা আলোকিত হয়ে ওঠে। তখন ভয়ে দৌড়ে দোকান ছেড়ে রাস্তায় চলে আসি। পরে দেখি বাজারের পাশে রহিম হাজির কারখানা আগুনে জ্বলতেছে। কারখানার বাইরে বেশ কিছু রিকশাও পুড়েছে।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ২৪ কার্তিক ১৪২৮ ৩ রবিউস সানি ১৪৪৩

সোয়ারীঘাটে আগুন

কারখানা মালিকের নামে মামলা

পুরান ঢাকার সোয়ারীঘাটের রাবার শিট তৈরির কারখানার অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিকের মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যু সংঘটনের অভিযোগে মামলা হয়েছে। গত রোববার রাতে চকবাজার থানায় করা মামলায় ‘রোমানা রাবার’ কারখানার মালিক রফিকুল ইসলামকে আসামি করা হয়েছে। চকবাজার থানার ওসি মো. আবদুল কাইউম জানান, মামলায় বাদী হয়েছেন কিশোরগঞ্জের জসীম উদ্দিন। নিহত পাঁচজনের একজন তার ভাই শামীম মিয়া। মামলার এজাহারে বলা হয়, মালিকের অবহেলার জন্য আগুন লাগার মতো ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার রাত সোয়া ১টা দিকে সোয়ারীঘাটের কামাল বাগে ‘রোমানা রাবার’ নামের ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সাভির্সের ৮টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পোড়া পাঁচজনকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পাঁচজনই ছিলেন ওই কারখানার শ্রমিক। নিহতরা হলেন- মানিকগঞ্জের আমিনুর রহমান (৩০) ও কিশোরগঞ্জের শামীম মিয়া (৩৫), চাঁদপুরের মনির হোসেন (৩১), বরিশালের আবদুর রহমান রুবেল (৩৫) ও শেরপুরের কামরুল ইসলাম (২২)।

নিহত পাঁচজনের মৃতদেহ স্বাভাবিকভাবে চেনার উপায় নেই জানিয়ে পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতদেহ হস্তান্তর করা হবে। সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তে ২১ থেকে ৩০ দিন লাগবে। লালবাগ বিভাগের পুলিশের উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা জানান, ঘটনার পর থেকে একমাত্র আসামি রফিকুল ইসলাম পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।

ঘটনার সময় স্থানীয়রা জানান, রোমানা রাবার ইন্ডাস্ট্রিজের কারখানায় বার্মিজ ও স্পনসের স্যান্ডেল তৈরি করা হতো। এই জুতা তৈরির প্রধান কাঁচামাল হিসেবে মজুদ রাখা হতো প্রচুর পরিমাণ কেমিক্যাল, রাবার ও প্লাস্টিক। রাবার একধরনের পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। ব্যবহার করা হতো দাহ্য ডিওপি তেল। এই তেল জুতা ফিনিসিং ও মোলায়েম করতে সহায়তা করে। কাঁচা বাজারের একটি মাংসের দোকানের মালিক রহিম জানান, রাতে তিনি দোকানেই ছিলেন। হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা আলোকিত হয়ে ওঠে। তখন ভয়ে দৌড়ে দোকান ছেড়ে রাস্তায় চলে আসি। পরে দেখি বাজারের পাশে রহিম হাজির কারখানা আগুনে জ্বলতেছে। কারখানার বাইরে বেশ কিছু রিকশাও পুড়েছে।