দল নিয়ে অতি পরীক্ষা-নিরীক্ষাই

ভারতের জন্য কাল হয়েছে

টিম ইন্ডিয়া শক্তিশালী একটি দল হয়েও চলমান টিÑ২০ বিশ্বকাপে কেন আশানুরূপ পারফরম্যান্স করতে পারল না, তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। রোববার আইসিসির সঙ্গে এক আলাপচারিতায় ইংল্যান্ড দলের সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার নাসের হুসেইন ভারতের ব্যর্থতা নিয়ে নিজের অভিমত জানান। তার মতে, বড় আসরে আক্রমণাত্মক ক্রিকেট না খেলার কারণেই বারবার ব্যর্থ হতে হচ্ছে দলটিকে।

‘আপনাকে নিজের খেলাটা খেলতে হবে এবং শতভাগ উজাড় করে দিতে হবে। তাদের (ভারত) দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। এখন খেলতে না পারার কারণেই হয়ত আইসিসি ইভেন্টে পিছিয়ে পড়ছে ভারত।’ ‘দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় থাকায় তাদের ভয়ডরহীন ক্রিকেট খেলা উচিত, কিন্তু তারা সেটি করছে না।’ নাসেরের মতে, শক্তিশালী টপ অর্ডার থাকায় ভারতের মিডল অর্ডারকে সেভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না সচরাচর। তাই চাপের মুখে গুরুত্বপূর্ণ সময়ে তারা জ্বলে উঠতে পারছে না।

‘আমি তাদের (ভারত) ফেবারিট ভেবেছিলাম। তারা এখানে (সংযুক্ত আরব আমিরাত) আইপিএল খেলেছিল। দলটিতে তারকার ছড়াছড়ি। (পাকিস্থানের বিপক্ষে) প্রথম ম্যাচে তারা জোর ধাক্কা খেয়েছিল।’ ‘তাদের টপ অর্ডার এত ভালো যে মিডল অর্ডার অনেক সময় তেমন ব্যটিংয়ের সুযোগ পায় না। এজন্যই যখন হুট করে প্লান বি প্রয়োজন পড়ে, তখন তারা পেরে ওঠে না।’ নাসের হুসেইন মনে করছেন, দল নিয়ে এসব পরীক্ষা নিরীক্ষাই ভারতের জন্য কাল হয়েছে।

‘আমার মতে, ভারত খুব প্রতিভাবান দল। কিন্তু মাঝে মাঝে দল নির্বাচনের দিক থেকে হার্দিক পান্ডিয়াকে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলালে সেটা দলের ভারসাম্য নষ্ট করে। নিউজিল্যান্ডের বিপক্ষে, রোহিত ও রাহুলকে (ওপেনিং জুটি থেকে) আলাদা করার সিদ্ধান্তটি ভালো ছিল না।’ “আমি কখনই রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে আলাদা করতাম না, কারণ তারা বিশ্বমানের খেলোয়ার।”

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ২৪ কার্তিক ১৪২৮ ৩ রবিউস সানি ১৪৪৩

দল নিয়ে অতি পরীক্ষা-নিরীক্ষাই

ভারতের জন্য কাল হয়েছে

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

টিম ইন্ডিয়া শক্তিশালী একটি দল হয়েও চলমান টিÑ২০ বিশ্বকাপে কেন আশানুরূপ পারফরম্যান্স করতে পারল না, তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। রোববার আইসিসির সঙ্গে এক আলাপচারিতায় ইংল্যান্ড দলের সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার নাসের হুসেইন ভারতের ব্যর্থতা নিয়ে নিজের অভিমত জানান। তার মতে, বড় আসরে আক্রমণাত্মক ক্রিকেট না খেলার কারণেই বারবার ব্যর্থ হতে হচ্ছে দলটিকে।

‘আপনাকে নিজের খেলাটা খেলতে হবে এবং শতভাগ উজাড় করে দিতে হবে। তাদের (ভারত) দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। এখন খেলতে না পারার কারণেই হয়ত আইসিসি ইভেন্টে পিছিয়ে পড়ছে ভারত।’ ‘দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় থাকায় তাদের ভয়ডরহীন ক্রিকেট খেলা উচিত, কিন্তু তারা সেটি করছে না।’ নাসেরের মতে, শক্তিশালী টপ অর্ডার থাকায় ভারতের মিডল অর্ডারকে সেভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না সচরাচর। তাই চাপের মুখে গুরুত্বপূর্ণ সময়ে তারা জ্বলে উঠতে পারছে না।

‘আমি তাদের (ভারত) ফেবারিট ভেবেছিলাম। তারা এখানে (সংযুক্ত আরব আমিরাত) আইপিএল খেলেছিল। দলটিতে তারকার ছড়াছড়ি। (পাকিস্থানের বিপক্ষে) প্রথম ম্যাচে তারা জোর ধাক্কা খেয়েছিল।’ ‘তাদের টপ অর্ডার এত ভালো যে মিডল অর্ডার অনেক সময় তেমন ব্যটিংয়ের সুযোগ পায় না। এজন্যই যখন হুট করে প্লান বি প্রয়োজন পড়ে, তখন তারা পেরে ওঠে না।’ নাসের হুসেইন মনে করছেন, দল নিয়ে এসব পরীক্ষা নিরীক্ষাই ভারতের জন্য কাল হয়েছে।

‘আমার মতে, ভারত খুব প্রতিভাবান দল। কিন্তু মাঝে মাঝে দল নির্বাচনের দিক থেকে হার্দিক পান্ডিয়াকে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলালে সেটা দলের ভারসাম্য নষ্ট করে। নিউজিল্যান্ডের বিপক্ষে, রোহিত ও রাহুলকে (ওপেনিং জুটি থেকে) আলাদা করার সিদ্ধান্তটি ভালো ছিল না।’ “আমি কখনই রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে আলাদা করতাম না, কারণ তারা বিশ্বমানের খেলোয়ার।”