বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

শর্ত সাপেক্ষে স্টেডিয়ামে দর্শক

সারাবিশ্বে করোনা ভাইরাস সংক্রামন অবস্থার উন্নতি হওয়ার পর অনেক দেশ খেলার মাঠে দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত করে দিয়েছে। এমনকি আইসিসিও চলতি টি-২০ বিশ্বকাপে দর্শকদের মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিয়েছে। এবার বাংলাদেশের ক্রিকেট গ্যালারিতেও দর্শক ফিরছে। দীর্ঘ ২১ মাস পর পাকিস্তানের বিপক্ষে গ্যালারিতে দর্শকরা ফিরছে বলে জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ডাবল ভ্যাকসিন নেওয়ার শর্তে দর্শকদের মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘সরকারের অনুমতি সাপেক্ষে আমরা মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সেই সব দর্শকই মাঠে খেলা দেখতে পারবেন, যাদের ডাবল ভ্যাকসিন নেওয়া আছে।’ চাইলেই সব দর্শক খেলা দেখার সুযোগ পাবেন না। আসনের ৫০ ভাগ দর্শক মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পাবেন। এ ব্যাপারে নিজামউদ্দিন বলেছেন, ‘আমাদের বর্তমান অবস্থা অনেকটাই ভালো। আর এই কারণেই আমরা মাঠে দর্শক ফেরাতে চাইছি। সরকারি অনুমতি পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক মাঠে রাখার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।’

২০২০ সালের মার্চে করোনা সংক্রমণ বাড়ার সময়ে মাঠে দর্শকের প্রবেশ বন্ধ করে দেয় বিসিবি। ওই সময় থেকে প্রায় ১০ মাস ক্রিকেটও বন্ধ ছিল। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে বাংলাদেশে। মে মাসে শ্রীলঙ্কা সিরিজ, আগস্টে অস্ট্রেলিয়া সিরিজ ও সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজেও খেলা হয় শূন্য গ্যালারিতে। মাঠের ক্রিকেট ফিরলেও দর্শকদের অপেক্ষাতেই থাকতে হবে।

মাঠে দর্শক ফেরার বিষয়টি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘পাকিস্তান সিরিজে দর্শকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে ভ্যাকসিন বাধ্যতামূলক হতে পারে। এর বাইরে কী ধরনের নিয়মকানুন মেনে চলতে হবে সেসব নিয়ে আলোচনা হচ্ছে। সবমিলিয়ে আমরা সরকারের অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী।’

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ২৪ কার্তিক ১৪২৮ ৩ রবিউস সানি ১৪৪৩

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

শর্ত সাপেক্ষে স্টেডিয়ামে দর্শক

ক্রীড়া বার্তা পরিবেশক

image

সারাবিশ্বে করোনা ভাইরাস সংক্রামন অবস্থার উন্নতি হওয়ার পর অনেক দেশ খেলার মাঠে দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত করে দিয়েছে। এমনকি আইসিসিও চলতি টি-২০ বিশ্বকাপে দর্শকদের মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিয়েছে। এবার বাংলাদেশের ক্রিকেট গ্যালারিতেও দর্শক ফিরছে। দীর্ঘ ২১ মাস পর পাকিস্তানের বিপক্ষে গ্যালারিতে দর্শকরা ফিরছে বলে জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ডাবল ভ্যাকসিন নেওয়ার শর্তে দর্শকদের মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘সরকারের অনুমতি সাপেক্ষে আমরা মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সেই সব দর্শকই মাঠে খেলা দেখতে পারবেন, যাদের ডাবল ভ্যাকসিন নেওয়া আছে।’ চাইলেই সব দর্শক খেলা দেখার সুযোগ পাবেন না। আসনের ৫০ ভাগ দর্শক মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পাবেন। এ ব্যাপারে নিজামউদ্দিন বলেছেন, ‘আমাদের বর্তমান অবস্থা অনেকটাই ভালো। আর এই কারণেই আমরা মাঠে দর্শক ফেরাতে চাইছি। সরকারি অনুমতি পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক মাঠে রাখার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।’

২০২০ সালের মার্চে করোনা সংক্রমণ বাড়ার সময়ে মাঠে দর্শকের প্রবেশ বন্ধ করে দেয় বিসিবি। ওই সময় থেকে প্রায় ১০ মাস ক্রিকেটও বন্ধ ছিল। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে বাংলাদেশে। মে মাসে শ্রীলঙ্কা সিরিজ, আগস্টে অস্ট্রেলিয়া সিরিজ ও সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজেও খেলা হয় শূন্য গ্যালারিতে। মাঠের ক্রিকেট ফিরলেও দর্শকদের অপেক্ষাতেই থাকতে হবে।

মাঠে দর্শক ফেরার বিষয়টি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘পাকিস্তান সিরিজে দর্শকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে ভ্যাকসিন বাধ্যতামূলক হতে পারে। এর বাইরে কী ধরনের নিয়মকানুন মেনে চলতে হবে সেসব নিয়ে আলোচনা হচ্ছে। সবমিলিয়ে আমরা সরকারের অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী।’