অসন্তুষ্ট ইনজামাম

সপ্তম টি-২০ বিশ্বকাপ আসরের এখনো পর্যন্ত সফলতম দল পাকিস্তান। সুপার টুয়েলভের ৫টি ম্যাচে একটিতেও হারেনি তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে যেন কোন প্রকার পাত্তা না দিয়েই হারিয়েছে বাবররা। বাবর-রিজওয়ানের এক জুটিতেই ভারতের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে তারা। তবুও পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক এই দু’জনের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন।

তিনি মনে করেন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের ব্যাটিং লাইনে আরো উন্নতি করে প্রথম ১০ ওভারে আরো বেশি রান তুলতে হবে।

কিংবদন্তি সাবেক এ ব্যাটার তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তাকে বলতে দেখা যায়, ‘পাকিস্তানকে প্রথম ১০ ওভারে আরো বেশি রান করতে হবে। তারা ৬ কিংবা ৬.৫ রান রেট রাখে যেটা খুব একটা সুবিধার নয়। আমাদের ব্যাটিং অনেক ভালো, এই ছোট সমস্যাটি আমাদের সমাধান করা দরকার।’

‘শেষ দুই ম্যাচে দেখা যায় পাকিস্তান প্রথম দশ ওভারে ৬০ রান করে। দুই ম্যাচে শেষ দশ ওভারে চাপে পড়ে ১৩০ রান করেছে। অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের চেয়ে অনেক বড় দল। তারা শেষ ১০ ওভারে আগের ম্যাচ গুলোর মত রান করার সুযোগ মোটেও দিবে না।’

এদিকে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিকের পারফরম্যান্স সম্পর্কেও মন্তব্য করেন ভিডিওতে। তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে হাফিজের ফর্ম ছিলো না, কিন্তু গত দুই ম্যাচে হাফিজের খেলার অনেক উন্নতি হয়েছে। সুযোগের অভাবে বড় টুর্নামেন্ট খেলতে না পারা মালিক দ্রুততম অর্ধশতরান করেছেন। ভালো লাগছে সিনিয়র দুই ব্যাটারের ফর্ম দেখে।’

এখন সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পাকিস্তান কতটুকু কোনঠাসা করতে পারে সেটিই দেখার বিষয়। ক্রিকেটপ্রেমীরা সেমিফাইনালে এ দুই রথের লড়াই দেখার জন্য মুখিয়ে আছে।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ২৪ কার্তিক ১৪২৮ ৩ রবিউস সানি ১৪৪৩

অসন্তুষ্ট ইনজামাম

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

সপ্তম টি-২০ বিশ্বকাপ আসরের এখনো পর্যন্ত সফলতম দল পাকিস্তান। সুপার টুয়েলভের ৫টি ম্যাচে একটিতেও হারেনি তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে যেন কোন প্রকার পাত্তা না দিয়েই হারিয়েছে বাবররা। বাবর-রিজওয়ানের এক জুটিতেই ভারতের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে তারা। তবুও পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক এই দু’জনের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন।

তিনি মনে করেন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের ব্যাটিং লাইনে আরো উন্নতি করে প্রথম ১০ ওভারে আরো বেশি রান তুলতে হবে।

কিংবদন্তি সাবেক এ ব্যাটার তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তাকে বলতে দেখা যায়, ‘পাকিস্তানকে প্রথম ১০ ওভারে আরো বেশি রান করতে হবে। তারা ৬ কিংবা ৬.৫ রান রেট রাখে যেটা খুব একটা সুবিধার নয়। আমাদের ব্যাটিং অনেক ভালো, এই ছোট সমস্যাটি আমাদের সমাধান করা দরকার।’

‘শেষ দুই ম্যাচে দেখা যায় পাকিস্তান প্রথম দশ ওভারে ৬০ রান করে। দুই ম্যাচে শেষ দশ ওভারে চাপে পড়ে ১৩০ রান করেছে। অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের চেয়ে অনেক বড় দল। তারা শেষ ১০ ওভারে আগের ম্যাচ গুলোর মত রান করার সুযোগ মোটেও দিবে না।’

এদিকে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিকের পারফরম্যান্স সম্পর্কেও মন্তব্য করেন ভিডিওতে। তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে হাফিজের ফর্ম ছিলো না, কিন্তু গত দুই ম্যাচে হাফিজের খেলার অনেক উন্নতি হয়েছে। সুযোগের অভাবে বড় টুর্নামেন্ট খেলতে না পারা মালিক দ্রুততম অর্ধশতরান করেছেন। ভালো লাগছে সিনিয়র দুই ব্যাটারের ফর্ম দেখে।’

এখন সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পাকিস্তান কতটুকু কোনঠাসা করতে পারে সেটিই দেখার বিষয়। ক্রিকেটপ্রেমীরা সেমিফাইনালে এ দুই রথের লড়াই দেখার জন্য মুখিয়ে আছে।