সূচকের বড় উত্থান, লেনদেন ছয় মাসের সর্বনিম্ন

পর পর দু’দিন বড় পতনের পর গতকাল বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেড়ে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৪৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮৬৮.০৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.৩৭ পয়েন্ট বা ১.২০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩২.৩৪ পয়েন্ট বা ১.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৪.৮০ পয়েন্টে এবং দুই হাজার ৬১৬.০৩ পয়েন্টে।

ডিএসইতে গতকাল এক হাজার ৭ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৬৭ কোটি ৩৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৭৫ কোটি ১৩ লাখ টাকার। এই লেনদেন গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।

ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৩টির বা ৫৯.৩১ শতাংশের, শেয়ার দর কমেছে ৯৯টির বা ২৬.৩৩ শতাংশের এবং ৫৪টির বা ১৪.৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৯.৪৬ পয়েন্ট বা ১.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৭.৫১ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৬৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৫টির দর বেড়েছে, কমেছে ৮৫টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬৮ লাখ ৭৪ হাজার ৬৫৪টি শেয়ার ৪৯ বার হাত বদলের মাধ্যমে ৫২ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকার লাফার্জহোলসিমের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ২৪ লাখ ২৯ হাজার টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৯টির বা ২৬.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস ন্যাশনাল আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৬.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৮.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৭.৬০ টাকা বা ৭.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.৮০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.৩৪ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৪.০২ শতাংশ, জেমিনি সী ফুডের ৩.৯০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩.৬৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩.৪৪ শতাংশ, ফার্মা এইডসের ২.৯৮ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ২.৯৮ শতাংশ এবং ই-জেনারেশনের শেয়ার দর ২.৮৬ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৩টির বা ৫৯.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৯.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৬৭ শতাংশ, গোল্ডেন সনের ৮.২০ শতাংশ, লাভেলোর ৭.৬৫ শতাংশ, পেনিনসুলার ৭.২৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৭.১৬ শতাংশ, লাফার্জহোলসিমের ৬.৮৬ শতাংশ, প্রাইমটেক্সের ৫.৪৬ শতাংশ এবং ওরিয়ন ফার্মার শেয়ার দর ৫.০৬ শতাংশ বেড়েছে।

বুধবার, ১০ নভেম্বর ২০২১ , ২৫ কার্তিক ১৪২৮ ৪ রবিউস সানি ১৪৪৩

সূচকের বড় উত্থান, লেনদেন ছয় মাসের সর্বনিম্ন

অর্র্র্থনৈতিক বার্তা পরিবেশক

পর পর দু’দিন বড় পতনের পর গতকাল বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেড়ে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৪৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮৬৮.০৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.৩৭ পয়েন্ট বা ১.২০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩২.৩৪ পয়েন্ট বা ১.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৪.৮০ পয়েন্টে এবং দুই হাজার ৬১৬.০৩ পয়েন্টে।

ডিএসইতে গতকাল এক হাজার ৭ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৬৭ কোটি ৩৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৭৫ কোটি ১৩ লাখ টাকার। এই লেনদেন গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।

ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৩টির বা ৫৯.৩১ শতাংশের, শেয়ার দর কমেছে ৯৯টির বা ২৬.৩৩ শতাংশের এবং ৫৪টির বা ১৪.৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৯.৪৬ পয়েন্ট বা ১.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৭.৫১ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৬৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৫টির দর বেড়েছে, কমেছে ৮৫টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬৮ লাখ ৭৪ হাজার ৬৫৪টি শেয়ার ৪৯ বার হাত বদলের মাধ্যমে ৫২ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকার লাফার্জহোলসিমের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ২৪ লাখ ২৯ হাজার টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৯টির বা ২৬.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস ন্যাশনাল আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৬.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৮.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৭.৬০ টাকা বা ৭.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.৮০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.৩৪ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৪.০২ শতাংশ, জেমিনি সী ফুডের ৩.৯০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩.৬৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩.৪৪ শতাংশ, ফার্মা এইডসের ২.৯৮ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ২.৯৮ শতাংশ এবং ই-জেনারেশনের শেয়ার দর ২.৮৬ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৩টির বা ৫৯.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৯.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৬৭ শতাংশ, গোল্ডেন সনের ৮.২০ শতাংশ, লাভেলোর ৭.৬৫ শতাংশ, পেনিনসুলার ৭.২৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৭.১৬ শতাংশ, লাফার্জহোলসিমের ৬.৮৬ শতাংশ, প্রাইমটেক্সের ৫.৪৬ শতাংশ এবং ওরিয়ন ফার্মার শেয়ার দর ৫.০৬ শতাংশ বেড়েছে।