’৭১-এর গুলিবিদ্ধ সহযোগী মুক্তিযোদ্ধা হানিফের দুর্বিষহ জীবনযাপন

৭১’র গুলিবিদ্ধ সহযোগী মুক্তিযোদ্ধা হানিফ পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবন জাপন করছেন। জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চ-িপুর মৌজার ফাড়াজি পাড়া গ্রামের মৃত্যু আবুল ব্যাপারির পুত্র হানিফ উদ্দিন বয়সের ভারে কর্মঅক্ষম হয়ে পরেছেন। অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত হয়ে রোগে শোকে জীর্নশীর্ণ প্রায়। হানিফ উদ্দিন জানান, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের নানা রকম সুযোগ-সুবিধা দিচ্ছেন। অথচ আমি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৬নং সেক্টরে মুক্তিযোদ্ধাদের রান্না বান্না, গোলাবারুদ বহন ও পাকবাহিনীদের ক্যাম্পের খবরা খবর সংগ্রহ করি। এ সব কাজ করতে গিয়ে এক সময় আমি পাকবাহিনীদের হাতে গুলিবিদ্ধ হই যার চিহ্ন আজও বহন করে চলছি। বার বার মুক্তিযোদ্ধার তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করার আবেদন করলেও আমার নাম তালিকায় স্থান পায় নাই। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী, লাল মুক্তিবার্তা নং ০৩১৭০৩০১৫৩, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, লাল মুক্তিবার্তা নং ০৩১৭০৩০১১৮, বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান,লাল মুক্তিবার্তা নং ০৩১৭০৩০১২৩,২০২১ ইং সালে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই ফরমে তাহারা পৃথক পৃথক প্রত্যয়নপত্রে উল্লেখ করেছেন যুদ্ধকালীন সময়ে হানিফ উদ্দিন ৬নং সেক্টরে সক্রিয়ভাবে যুদ্ধ করেছেন। দুঃখজনক হলেও এটাই সত্যি যে প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধাদের তালিকায় আমার নাম নাই।

বুধবার, ১০ নভেম্বর ২০২১ , ২৫ কার্তিক ১৪২৮ ৪ রবিউস সানি ১৪৪৩

’৭১-এর গুলিবিদ্ধ সহযোগী মুক্তিযোদ্ধা হানিফের দুর্বিষহ জীবনযাপন

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

৭১’র গুলিবিদ্ধ সহযোগী মুক্তিযোদ্ধা হানিফ পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবন জাপন করছেন। জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চ-িপুর মৌজার ফাড়াজি পাড়া গ্রামের মৃত্যু আবুল ব্যাপারির পুত্র হানিফ উদ্দিন বয়সের ভারে কর্মঅক্ষম হয়ে পরেছেন। অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত হয়ে রোগে শোকে জীর্নশীর্ণ প্রায়। হানিফ উদ্দিন জানান, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের নানা রকম সুযোগ-সুবিধা দিচ্ছেন। অথচ আমি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৬নং সেক্টরে মুক্তিযোদ্ধাদের রান্না বান্না, গোলাবারুদ বহন ও পাকবাহিনীদের ক্যাম্পের খবরা খবর সংগ্রহ করি। এ সব কাজ করতে গিয়ে এক সময় আমি পাকবাহিনীদের হাতে গুলিবিদ্ধ হই যার চিহ্ন আজও বহন করে চলছি। বার বার মুক্তিযোদ্ধার তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করার আবেদন করলেও আমার নাম তালিকায় স্থান পায় নাই। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী, লাল মুক্তিবার্তা নং ০৩১৭০৩০১৫৩, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, লাল মুক্তিবার্তা নং ০৩১৭০৩০১১৮, বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান,লাল মুক্তিবার্তা নং ০৩১৭০৩০১২৩,২০২১ ইং সালে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই ফরমে তাহারা পৃথক পৃথক প্রত্যয়নপত্রে উল্লেখ করেছেন যুদ্ধকালীন সময়ে হানিফ উদ্দিন ৬নং সেক্টরে সক্রিয়ভাবে যুদ্ধ করেছেন। দুঃখজনক হলেও এটাই সত্যি যে প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধাদের তালিকায় আমার নাম নাই।