ডিসেম্বরে আসছে ‘লাল মোরগের ঝুঁটি’

স্বনামধন্য নির্মাতা নূরুল আলম আতিকের পরিচালিত নতুন চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। গতকাল ৭ নভেম্বর সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সামনে ডিসেম্বর মাসের ১০ তারিখে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।

সিনেমাটিতে তথাকথিত নায়ক বা নায়িকা নেই। এর প্রধান চরিত্রে একটি মোরগ। যার মাথায় লাল রঙের ঝুঁটি রয়েছে। স্বভাবতই এই সিনেমা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের। দীর্ঘ প্রতীক্ষা ফুরাতে চললো।

২০১৪-১৫ অর্থবছরে সরকারের চলচ্চিত্র অনুদান পেয়েছিল সিনেমাটি। নূরুল আলম আতিক বলেন, ‘আমাদের প্রতীক্ষার অবসান হচ্ছে। মুক্তি পাচ্ছে শিগগিরই ‘লাল মোরগের ঝুঁটি’। সিনেমাটি আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই। আমাদের সিনেমায় মহান মুক্তিযুদ্ধ একরৈখিক ভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য প্রেক্ষাপট রয়েছে, ‘লাল মোরগের ঝুঁটি’ তেমন একটি প্রচেষ্টা।’

প্রযোজক মাতিয়া বানু শুকু বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে, “লাল মোরগের ঝুঁটি’ কে বলব সিনেমার মুক্তিযুদ্ধ। নির্মাণ প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতার পরও আমরা ছবিটা শেষ করেছি। বাংলাদেশের ৫০ বছর উদযাপনের এই সময়ে আমাদের নিবেদন ‘লাল মোরগের ঝুঁটি’।

ছবিতে একটি মোরগ ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, খলিলুর রহমান কাদেরীসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুর এলাকার সাধারণ মানুষ।

বুধবার, ১০ নভেম্বর ২০২১ , ২৫ কার্তিক ১৪২৮ ৪ রবিউস সানি ১৪৪৩

ডিসেম্বরে আসছে ‘লাল মোরগের ঝুঁটি’

বিনোদন প্রতিবেদক

image

স্বনামধন্য নির্মাতা নূরুল আলম আতিকের পরিচালিত নতুন চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। গতকাল ৭ নভেম্বর সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সামনে ডিসেম্বর মাসের ১০ তারিখে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।

সিনেমাটিতে তথাকথিত নায়ক বা নায়িকা নেই। এর প্রধান চরিত্রে একটি মোরগ। যার মাথায় লাল রঙের ঝুঁটি রয়েছে। স্বভাবতই এই সিনেমা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের। দীর্ঘ প্রতীক্ষা ফুরাতে চললো।

২০১৪-১৫ অর্থবছরে সরকারের চলচ্চিত্র অনুদান পেয়েছিল সিনেমাটি। নূরুল আলম আতিক বলেন, ‘আমাদের প্রতীক্ষার অবসান হচ্ছে। মুক্তি পাচ্ছে শিগগিরই ‘লাল মোরগের ঝুঁটি’। সিনেমাটি আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই। আমাদের সিনেমায় মহান মুক্তিযুদ্ধ একরৈখিক ভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য প্রেক্ষাপট রয়েছে, ‘লাল মোরগের ঝুঁটি’ তেমন একটি প্রচেষ্টা।’

প্রযোজক মাতিয়া বানু শুকু বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে, “লাল মোরগের ঝুঁটি’ কে বলব সিনেমার মুক্তিযুদ্ধ। নির্মাণ প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতার পরও আমরা ছবিটা শেষ করেছি। বাংলাদেশের ৫০ বছর উদযাপনের এই সময়ে আমাদের নিবেদন ‘লাল মোরগের ঝুঁটি’।

ছবিতে একটি মোরগ ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, খলিলুর রহমান কাদেরীসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুর এলাকার সাধারণ মানুষ।