কোহলির দলটিই সর্বকালের অন্যতম সেরা : শাস্ত্রীর

বিশ্বকাপে ব্যর্থতার পরেও কোহলির দলকেই বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা দল বলেছেন কোচ রবি শাস্ত্রী। সোমবার তিনি জানান তার কোচিংয়ে ভারত প্রমাণ করেছে বিদেশেও এই দল সমান বিধ্বংসী। আবার একইসঙ্গে জানান বিশ্বকাপে ভারতের এমন ভরাডুবির পিছনের কারণ আইপিএল। শাস্ত্রী বলেন, ‘ ভারতের কোচ হিসাবে এই স্মরণীয় সফর সব সময় মনে রাখব। যখন ভারতের কোচ হয়েছিলাম আমার লক্ষ্য একটাই ছিল যে দলকে অনেক সাফল্য পেতে সাহায্য করব। সৌভাগ্যবশত আমি সেটা করতে পেরেছি। প্রতিটা প্রতিকূলতার মধ্যেও আমার দল নিখুঁত ক্রিকেট উপহার দিয়েছে। শেষ পঁাঁচ বছর বিশ্বের প্রতিটা প্রান্তে ভারত দারুণ সমস্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। ফরম্যাট যাই হোক না কেন, ছেলেরা দিনের শেষে ঠিক জয় ছিনিয়ে নিয়েছে।’

সাম্প্রতিক ব্যর্থতা প্রসঙ্গে শাস্ত্রীর বক্তব্য, ‘হ্যাঁ, এবারের টি-২০ বিশ্বকাপে আমরা ব্যর্থ হয়েছি। তারপরও পরিষ্কার বলছি এই দল বিশ্বক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা। খারাপ লাগছে , আমাদের বিশ্বকাপ-অভিযান এত দ্রুত শেষ হয়ে গেল। তবুও ছেলেদের লড়াইয়ের প্রশংসা করব। আমার এই দল দেখিয়ে দিয়েছে বিদেশের মাটিতেও ভারত কিন্তু সমান বিধ্বংসী।’

বিশ্বকাপ থেকে আমাদের ছিটকে যাওয়ার পিছনে প্রধান কারণ ক্লান্তি। ছ’মাস হতে চলল বায়ো বাবলের মধ্যে রয়েছে ক্রিকেটাররা। ফলে সবাই মানসিক ও শারিরীক ভাবে ক্লান্ত। তাই আমরা বড় ম্যাচের চাপ সামলাতে পারিনি। আইপিএল শেষ হওয়ার কয়েক দিন পরেই শুরু হয়েছে বিশ্বকাপ। ফলে ক্রিকেটাররা পর্যন্ত বিশ্রাম পায়নি। নিঃসন্দেহে বলা যায় দুটি টুর্নামেন্টের মাঝে ক্রিকেটাররা একটু ব্রেক পেলে ভাল হত। এটা কোনও অজুহাত নয়। মেনে নিচ্ছি আমরা দুর্দান্ত পারফর্ম করতে পারিনি। সব সময় বিশ্বাস করি সাফল্য তাড়া করতে গেলে ব্যর্থতার স্বাদও পেতে হয়।’

বুধবার, ১০ নভেম্বর ২০২১ , ২৫ কার্তিক ১৪২৮ ৪ রবিউস সানি ১৪৪৩

কোহলির দলটিই সর্বকালের অন্যতম সেরা : শাস্ত্রীর

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

বিশ্বকাপে ব্যর্থতার পরেও কোহলির দলকেই বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা দল বলেছেন কোচ রবি শাস্ত্রী। সোমবার তিনি জানান তার কোচিংয়ে ভারত প্রমাণ করেছে বিদেশেও এই দল সমান বিধ্বংসী। আবার একইসঙ্গে জানান বিশ্বকাপে ভারতের এমন ভরাডুবির পিছনের কারণ আইপিএল। শাস্ত্রী বলেন, ‘ ভারতের কোচ হিসাবে এই স্মরণীয় সফর সব সময় মনে রাখব। যখন ভারতের কোচ হয়েছিলাম আমার লক্ষ্য একটাই ছিল যে দলকে অনেক সাফল্য পেতে সাহায্য করব। সৌভাগ্যবশত আমি সেটা করতে পেরেছি। প্রতিটা প্রতিকূলতার মধ্যেও আমার দল নিখুঁত ক্রিকেট উপহার দিয়েছে। শেষ পঁাঁচ বছর বিশ্বের প্রতিটা প্রান্তে ভারত দারুণ সমস্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। ফরম্যাট যাই হোক না কেন, ছেলেরা দিনের শেষে ঠিক জয় ছিনিয়ে নিয়েছে।’

সাম্প্রতিক ব্যর্থতা প্রসঙ্গে শাস্ত্রীর বক্তব্য, ‘হ্যাঁ, এবারের টি-২০ বিশ্বকাপে আমরা ব্যর্থ হয়েছি। তারপরও পরিষ্কার বলছি এই দল বিশ্বক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা। খারাপ লাগছে , আমাদের বিশ্বকাপ-অভিযান এত দ্রুত শেষ হয়ে গেল। তবুও ছেলেদের লড়াইয়ের প্রশংসা করব। আমার এই দল দেখিয়ে দিয়েছে বিদেশের মাটিতেও ভারত কিন্তু সমান বিধ্বংসী।’

বিশ্বকাপ থেকে আমাদের ছিটকে যাওয়ার পিছনে প্রধান কারণ ক্লান্তি। ছ’মাস হতে চলল বায়ো বাবলের মধ্যে রয়েছে ক্রিকেটাররা। ফলে সবাই মানসিক ও শারিরীক ভাবে ক্লান্ত। তাই আমরা বড় ম্যাচের চাপ সামলাতে পারিনি। আইপিএল শেষ হওয়ার কয়েক দিন পরেই শুরু হয়েছে বিশ্বকাপ। ফলে ক্রিকেটাররা পর্যন্ত বিশ্রাম পায়নি। নিঃসন্দেহে বলা যায় দুটি টুর্নামেন্টের মাঝে ক্রিকেটাররা একটু ব্রেক পেলে ভাল হত। এটা কোনও অজুহাত নয়। মেনে নিচ্ছি আমরা দুর্দান্ত পারফর্ম করতে পারিনি। সব সময় বিশ্বাস করি সাফল্য তাড়া করতে গেলে ব্যর্থতার স্বাদও পেতে হয়।’