মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার

২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে প্রায় সুস্থ হয়ে উঠছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু গত জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায়, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। উন্নতি চিকিৎসার জন্য নেওয়া হয় ভারতের চেন্নাইয়ে। সেখানে রুবেলের সফল অস্ত্রোপচার হয়েছে। রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রুপা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন। স্বস্তির খবর জানিয়ে ফারহানা রুপা লিখেছেন, ‘রুবেলের সফল অস্ত্রোপচার হয়েছে। তার বেশিরভাগ টিউমার অপসারণ করা হয়েছে। তাকে আজ (মঙ্গলবার) আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আশা করছি সুস্থ হতে প্রায় ২ সপ্তাহ সময় লাগবে এবং তারপর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হবে। তার প্রোটন থেরাপির ৬টি চক্র প্রয়োজন যা অস্ত্রোপচারের তিন সপ্তাহ পরে শুরু হবে। আশা করছি ভালো কিছু হবে। ইনশাআল্লাহ।’

বুধবার, ১০ নভেম্বর ২০২১ , ২৫ কার্তিক ১৪২৮ ৪ রবিউস সানি ১৪৪৩

মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার

ক্রীড়া বার্তা পরিবেশক

image

২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে প্রায় সুস্থ হয়ে উঠছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু গত জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায়, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। উন্নতি চিকিৎসার জন্য নেওয়া হয় ভারতের চেন্নাইয়ে। সেখানে রুবেলের সফল অস্ত্রোপচার হয়েছে। রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রুপা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন। স্বস্তির খবর জানিয়ে ফারহানা রুপা লিখেছেন, ‘রুবেলের সফল অস্ত্রোপচার হয়েছে। তার বেশিরভাগ টিউমার অপসারণ করা হয়েছে। তাকে আজ (মঙ্গলবার) আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আশা করছি সুস্থ হতে প্রায় ২ সপ্তাহ সময় লাগবে এবং তারপর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হবে। তার প্রোটন থেরাপির ৬টি চক্র প্রয়োজন যা অস্ত্রোপচারের তিন সপ্তাহ পরে শুরু হবে। আশা করছি ভালো কিছু হবে। ইনশাআল্লাহ।’