এবারের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির নানা দিক খতিয়ে দেখতে একটি ‘রিভিউ কমিটি’ গঠন করেছে বিসিবি। দুই সদস্য বিশিষ্ট কমিটিতে আছেন দুই বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও মোহাম্মদ জালাল ইউনুস। সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে এই কমিটি গঠন করার কথা জানায় বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কথা বলে এই কমিটি খুঁজে দেখবে, বিশ্বকাপে দল কেন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি এবং তাদের পর্যবেক্ষণ বোর্ডকে জানাবে।
কমিটির সদস্য জালাল ইউনুস শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন এরকম কমিটি গঠন করার কথা ভাবছে বোর্ড।
“আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মতো করার আলোচনা হয়েছে। তারা ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি, সাংবাদিক, এমনকি যারা খেলা দেখতে গেছেন, তাদের সঙ্গেও কথা বলতে পারেন। কিছুদিনের মধ্যেই এটা শুরু করার আলোচনা হয়েছে।”
বুধবার, ১০ নভেম্বর ২০২১ , ২৫ কার্তিক ১৪২৮ ৪ রবিউস সানি ১৪৪৩
ক্রীড়া বার্তা পরিবেশক
এবারের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির নানা দিক খতিয়ে দেখতে একটি ‘রিভিউ কমিটি’ গঠন করেছে বিসিবি। দুই সদস্য বিশিষ্ট কমিটিতে আছেন দুই বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও মোহাম্মদ জালাল ইউনুস। সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে এই কমিটি গঠন করার কথা জানায় বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কথা বলে এই কমিটি খুঁজে দেখবে, বিশ্বকাপে দল কেন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি এবং তাদের পর্যবেক্ষণ বোর্ডকে জানাবে।
কমিটির সদস্য জালাল ইউনুস শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন এরকম কমিটি গঠন করার কথা ভাবছে বোর্ড।
“আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মতো করার আলোচনা হয়েছে। তারা ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি, সাংবাদিক, এমনকি যারা খেলা দেখতে গেছেন, তাদের সঙ্গেও কথা বলতে পারেন। কিছুদিনের মধ্যেই এটা শুরু করার আলোচনা হয়েছে।”