ইউপি নির্বাচনে ইসিকে কঠোর হতে হবে

দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলমান। ধাপে ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নেই বললেই চলে। পদে পদে শান্তি-শৃঙ্খলা দারুণভাবে ব্যাহত হচ্ছে। পক্ষ-প্রতিপক্ষে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, গোলাগুলি, অগ্নিসংযোগ, বাড়িঘর লুট এমনকি প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা বেড়েই চলেছে। ভয়ভীতি, আতঙ্ক ও নিরাপত্তা না থাকার কারণে শান্তিপ্রিয় ভোটাররা ভোট কেন্দ্রে যেতে সাহস পাচ্ছেন না।

নির্বাচন শুরুর আগে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, তারা নির্বাচনী পরিবেশ বজায় রাখবেন এবং অপ্রীতিকর ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেবেন। যারা আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর থাকবেন। কিন্তু বাস্তবে দেখা গেলো তার বিপরীত চিত্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আস্থার জায়গাটি ধরে রাখতে পারলেন না। ফলে প্রায় প্রতিটি ইউপিতেই মারামারি, দ্বন্দ্ব-সংঘাত, প্রাণহানি বেড়েই চলেছে। যার কারণে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রতিযোগিতামূলকের পরিবর্তে প্রতিহিংসায় গড়াচ্ছে। বর্তমান নির্বাচন কমিশনের আস্থার জায়গাটি ধরে রাখতে হলে এখন থেকেই সব ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আজম জহিরুল ইসলাম

বুধবার, ১০ নভেম্বর ২০২১ , ২৫ কার্তিক ১৪২৮ ৪ রবিউস সানি ১৪৪৩

ইউপি নির্বাচনে ইসিকে কঠোর হতে হবে

দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলমান। ধাপে ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নেই বললেই চলে। পদে পদে শান্তি-শৃঙ্খলা দারুণভাবে ব্যাহত হচ্ছে। পক্ষ-প্রতিপক্ষে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, গোলাগুলি, অগ্নিসংযোগ, বাড়িঘর লুট এমনকি প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা বেড়েই চলেছে। ভয়ভীতি, আতঙ্ক ও নিরাপত্তা না থাকার কারণে শান্তিপ্রিয় ভোটাররা ভোট কেন্দ্রে যেতে সাহস পাচ্ছেন না।

নির্বাচন শুরুর আগে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, তারা নির্বাচনী পরিবেশ বজায় রাখবেন এবং অপ্রীতিকর ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেবেন। যারা আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর থাকবেন। কিন্তু বাস্তবে দেখা গেলো তার বিপরীত চিত্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আস্থার জায়গাটি ধরে রাখতে পারলেন না। ফলে প্রায় প্রতিটি ইউপিতেই মারামারি, দ্বন্দ্ব-সংঘাত, প্রাণহানি বেড়েই চলেছে। যার কারণে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রতিযোগিতামূলকের পরিবর্তে প্রতিহিংসায় গড়াচ্ছে। বর্তমান নির্বাচন কমিশনের আস্থার জায়গাটি ধরে রাখতে হলে এখন থেকেই সব ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আজম জহিরুল ইসলাম