নিরাপদ শাটল চাই

চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো শাটল ট্রেন। কিন্তু প্রায়ই শাটলে বিভিন্ন দুর্ঘটনার সংবাদ শুনতে পাওয়া যায়। সম্প্রতি গত ৩০ ও ৩১ অক্টোবরেও এইরকম দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রায়শই পথশিশুদের শাটলের ছাদে কিংবা দরজার সামনে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করতে দেখা যায়।

এমনকি অনেক শিক্ষার্থীও কৌতূহলের বশবর্তী হয়ে কিংবা আসন না পেয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কড়া পদক্ষেপ নেয়া খুবই জরুরি। তবে এটিই একমাত্র সমাধান নয়, এর পাশাপাশি অতিশীঘ্রই শাটলের সংখ্যা এবং বগি সংখ্যা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বহুদিন ধরেই এই দাবি উত্থাপন করে আসছে। কিন্তু এখনো পর্যন্ত তেমন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যায়নি। আশা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সম্মিলিতভাবে শিক্ষার্থীদের দাবি পূরণ করবে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নতুন প্ল্যাটফর্মের যেসকল ত্রুটির ব্যাপারে কথা উঠেছে তা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ শাটল ভ্রমণ উপহার দেবে কর্তৃপক্ষ।

শেখ রফিকউজ্জামান

বুধবার, ১০ নভেম্বর ২০২১ , ২৫ কার্তিক ১৪২৮ ৪ রবিউস সানি ১৪৪৩

নিরাপদ শাটল চাই

চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো শাটল ট্রেন। কিন্তু প্রায়ই শাটলে বিভিন্ন দুর্ঘটনার সংবাদ শুনতে পাওয়া যায়। সম্প্রতি গত ৩০ ও ৩১ অক্টোবরেও এইরকম দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রায়শই পথশিশুদের শাটলের ছাদে কিংবা দরজার সামনে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করতে দেখা যায়।

এমনকি অনেক শিক্ষার্থীও কৌতূহলের বশবর্তী হয়ে কিংবা আসন না পেয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কড়া পদক্ষেপ নেয়া খুবই জরুরি। তবে এটিই একমাত্র সমাধান নয়, এর পাশাপাশি অতিশীঘ্রই শাটলের সংখ্যা এবং বগি সংখ্যা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বহুদিন ধরেই এই দাবি উত্থাপন করে আসছে। কিন্তু এখনো পর্যন্ত তেমন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যায়নি। আশা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সম্মিলিতভাবে শিক্ষার্থীদের দাবি পূরণ করবে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নতুন প্ল্যাটফর্মের যেসকল ত্রুটির ব্যাপারে কথা উঠেছে তা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ শাটল ভ্রমণ উপহার দেবে কর্তৃপক্ষ।

শেখ রফিকউজ্জামান