সিমেন্ট ও এমএস স্টিল রপ্তানিতে প্রণোদনা দেবে সরকার

দেশে উৎপাদিত সিমেন্ট শিট ও এমএস স্টিল রপ্তানিতে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রণোদনা পরিশোধ বিষয়ে অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য বেশকিছু অনুসরণীয় নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল এ বিষয়ক নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে, সরকার দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির বিপরীতে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সুবিধা ২০২১-২২ অর্থবছরে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রণোদনার প্রাপকপক্ষ ও প্রাপ্যতার মাত্রা : নিজস্ব কারখানায় উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে নিট এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ওপর ৪% হারে উৎপাদনকারী-রপ্তানিকারক প্রণোদনা প্রাপ্য হবে।

স্থানীয় মূল্য সংযোজনের মাত্রা : সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার ন্যূনতম ৩০% হতে হবে। এ খাতে রপ্তানি প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক-শুল্ক বন্ড সুবিধা একসঙ্গে প্রযোজ্য হবে না।

রপ্তানি প্রণোদনার আবেদনপত্র দাখিলের শর্তাবলি : রপ্তানিকৃত পণ্যের হ্যান্ডেলিং, মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণে নির্বাহকৃত ব্যয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন এবং ফ্রেইট চার্জ পরিশোধজনিত ব্যয়ের বিপরীতে ডব্লিউটিও বিধি অনুযায়ী আলোচ্য প্রণোদনা প্রদেয় হবে। রপ্তানি ঋণপত্র বা চুক্তিপত্রের আওতায় রপ্তানি পরবর্তী পর্যায়ে প্রণীত দলিলাদি কিংবা ডকুমেন্টারি কালেকশনের মাধ্যমে প্রত্যাবাসিত রপ্তানি আয়ের বিপরীতে অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় রপ্তানিকারকরা রপ্তানি প্রণোদনার জন্য ফরম-ক অনুসারে আবেদনপত্র দাখিল করতে পারবেন।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩

সিমেন্ট ও এমএস স্টিল রপ্তানিতে প্রণোদনা দেবে সরকার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশে উৎপাদিত সিমেন্ট শিট ও এমএস স্টিল রপ্তানিতে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রণোদনা পরিশোধ বিষয়ে অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য বেশকিছু অনুসরণীয় নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল এ বিষয়ক নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে, সরকার দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির বিপরীতে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সুবিধা ২০২১-২২ অর্থবছরে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রণোদনার প্রাপকপক্ষ ও প্রাপ্যতার মাত্রা : নিজস্ব কারখানায় উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে নিট এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ওপর ৪% হারে উৎপাদনকারী-রপ্তানিকারক প্রণোদনা প্রাপ্য হবে।

স্থানীয় মূল্য সংযোজনের মাত্রা : সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার ন্যূনতম ৩০% হতে হবে। এ খাতে রপ্তানি প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক-শুল্ক বন্ড সুবিধা একসঙ্গে প্রযোজ্য হবে না।

রপ্তানি প্রণোদনার আবেদনপত্র দাখিলের শর্তাবলি : রপ্তানিকৃত পণ্যের হ্যান্ডেলিং, মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণে নির্বাহকৃত ব্যয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন এবং ফ্রেইট চার্জ পরিশোধজনিত ব্যয়ের বিপরীতে ডব্লিউটিও বিধি অনুযায়ী আলোচ্য প্রণোদনা প্রদেয় হবে। রপ্তানি ঋণপত্র বা চুক্তিপত্রের আওতায় রপ্তানি পরবর্তী পর্যায়ে প্রণীত দলিলাদি কিংবা ডকুমেন্টারি কালেকশনের মাধ্যমে প্রত্যাবাসিত রপ্তানি আয়ের বিপরীতে অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় রপ্তানিকারকরা রপ্তানি প্রণোদনার জন্য ফরম-ক অনুসারে আবেদনপত্র দাখিল করতে পারবেন।