মেয়র হতে জামায়াতের সমর্থন চান সাংসদ টুকুপুত্র!

পাবনার বেড়া পৌরসভায় মেয়র নির্বাচনে জামায়াতের সমর্থন চেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস রঞ্জন। গত সোমবার বেড়া পৌর এলাকায় উপজেলা জামায়াতের আমির ডা. আব্দুল বাসেদের সঙ্গে দেখা করে নির্বাচনে জামায়াতের সহযোগিতা ও সমর্থন চান তিনি। আওয়ামী লীগ প্রার্থী আনুষ্ঠানিকভাবে জামায়াতের সমর্থন চাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। বেড়া উপজেলা জামায়াতের আমির ডা. আব্দুল বাসেদ জানান, আসিফ শামস রঞ্জন আমার অফিসে সৌজন্য সাক্ষাত করেছেন। বেড়া পৌরসভায় জামায়াতের প্রায় ১০ হাজার ভোট রয়েছে। আমাদের দলীয় প্রার্থী না থাকায় রঞ্জন জামায়াতের ভোট তার পক্ষে দেয়ার অনুরোধ করেছেন। কেবল রঞ্জনই নয় স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমান মাসুদও সমর্থন চেয়ে আমার সঙ্গে দেখা করেছেন। জামায়াতের সমর্থন চাওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিফ শামস রঞ্জন বলেন, প্রাত ভ্রমণে বের হয়ে জনসংযোগের সময় জামায়াত আমির ডা. আব্দুল বাসেদের সঙ্গে দেখা হয়েছে। প্রার্থী হিসেবে তাদের এলাকার মানুষের ভোট ও দোয়া চেয়েছি। জামায়াতের ভোট ব্যাঙ্কের সমর্থন চাওয়ার প্রশ্নই ওঠে না। রঞ্জন আরও বলেন, আমি প্রকাশ্যে মিটিংয়ে বলেছি, যেহেতু জামায়াতের প্রার্থী নেই। তাদের ভোট কেন্দ্রে আসারও কোন প্রয়োজন নেই। এদিকে, জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগ প্রার্থীর জামায়াতের সমর্থন চাওয়ার বিষয়টি নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল। তিনি বলেন, বেড়া যুদ্ধাপরাধী নিজামীর জন্মস্থান। আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, দল হিসেবে আমরা জামায়াতকে ঘৃণা করি। সামাজিকভাবে মেলামেশা নিষিদ্ধ না হলেও, আওয়ামী লীগ প্রার্থীর জামায়াতের রাজনৈতিক সমর্থন নেয়ার সুযোগ নেই। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর বেড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩

বেড়া পৌর নির্বাচন

মেয়র হতে জামায়াতের সমর্থন চান সাংসদ টুকুপুত্র!

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা

পাবনার বেড়া পৌরসভায় মেয়র নির্বাচনে জামায়াতের সমর্থন চেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস রঞ্জন। গত সোমবার বেড়া পৌর এলাকায় উপজেলা জামায়াতের আমির ডা. আব্দুল বাসেদের সঙ্গে দেখা করে নির্বাচনে জামায়াতের সহযোগিতা ও সমর্থন চান তিনি। আওয়ামী লীগ প্রার্থী আনুষ্ঠানিকভাবে জামায়াতের সমর্থন চাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। বেড়া উপজেলা জামায়াতের আমির ডা. আব্দুল বাসেদ জানান, আসিফ শামস রঞ্জন আমার অফিসে সৌজন্য সাক্ষাত করেছেন। বেড়া পৌরসভায় জামায়াতের প্রায় ১০ হাজার ভোট রয়েছে। আমাদের দলীয় প্রার্থী না থাকায় রঞ্জন জামায়াতের ভোট তার পক্ষে দেয়ার অনুরোধ করেছেন। কেবল রঞ্জনই নয় স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমান মাসুদও সমর্থন চেয়ে আমার সঙ্গে দেখা করেছেন। জামায়াতের সমর্থন চাওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিফ শামস রঞ্জন বলেন, প্রাত ভ্রমণে বের হয়ে জনসংযোগের সময় জামায়াত আমির ডা. আব্দুল বাসেদের সঙ্গে দেখা হয়েছে। প্রার্থী হিসেবে তাদের এলাকার মানুষের ভোট ও দোয়া চেয়েছি। জামায়াতের ভোট ব্যাঙ্কের সমর্থন চাওয়ার প্রশ্নই ওঠে না। রঞ্জন আরও বলেন, আমি প্রকাশ্যে মিটিংয়ে বলেছি, যেহেতু জামায়াতের প্রার্থী নেই। তাদের ভোট কেন্দ্রে আসারও কোন প্রয়োজন নেই। এদিকে, জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগ প্রার্থীর জামায়াতের সমর্থন চাওয়ার বিষয়টি নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল। তিনি বলেন, বেড়া যুদ্ধাপরাধী নিজামীর জন্মস্থান। আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, দল হিসেবে আমরা জামায়াতকে ঘৃণা করি। সামাজিকভাবে মেলামেশা নিষিদ্ধ না হলেও, আওয়ামী লীগ প্রার্থীর জামায়াতের রাজনৈতিক সমর্থন নেয়ার সুযোগ নেই। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর বেড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।