ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসায় দিশেহারা বাবা

ঝালকাঠির সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের হরিপাশা গ্রামের মো. আল আমিন হাওলাদারের সাড়ে তিন বছরের শিশু পুত্র মো. আব্দুল্লাহ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তিন মাস পূর্বে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে চিকিৎসায় এই শিশুটার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়। শিশুটির পিতা মো. আল আমিন হাওলাদার পেশায় একজন রাজমিস্ত্রি এবং সম্প্রতি সে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে অচল হয়ে পড়েছে। তিন পুত্র সন্তানের মধ্যে আব্দুল্লাহ সবচেয়ে কনিষ্ঠ সন্তান এবং তার চিকিৎসায় এই পরিবারটি ইতোমধ্যেই সর্বস্ব ব্যয় করেছে। শিশুটির চিকিৎসার জন্য ৫ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে চিকিৎসকরা। এই পরিবারের পক্ষে এই শিশুটিকে বাঁচাতে তার পরিবারের পক্ষে চিকিৎসার এত টাকা ব্যয় সম্ভব হচ্ছে না। শিশুটিকে বাঁচাতে মানবিক কারণে দেশের সহৃদয় ব্যক্তিদের আর্থিক সহায়তা চেয়েছে অসহায় এই পরিবারটি। সাহায্য পাঠানোর জন্য শিশুটির মা লিপি’র পূবালী ব্যাংক লিমিটেড, নলছিটি শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর ৪০১৪১০১০৮৫৮৫৮ । তার পিতা মো. আল আমিন হাওলাদেরর বিকাশ নম্বর(পার্সোনাল) ০১৬২০৬৭২৮৮।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩

মানুষ মানুষের জন্য

ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসায় দিশেহারা বাবা

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠির সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের হরিপাশা গ্রামের মো. আল আমিন হাওলাদারের সাড়ে তিন বছরের শিশু পুত্র মো. আব্দুল্লাহ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তিন মাস পূর্বে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে চিকিৎসায় এই শিশুটার ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়। শিশুটির পিতা মো. আল আমিন হাওলাদার পেশায় একজন রাজমিস্ত্রি এবং সম্প্রতি সে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে অচল হয়ে পড়েছে। তিন পুত্র সন্তানের মধ্যে আব্দুল্লাহ সবচেয়ে কনিষ্ঠ সন্তান এবং তার চিকিৎসায় এই পরিবারটি ইতোমধ্যেই সর্বস্ব ব্যয় করেছে। শিশুটির চিকিৎসার জন্য ৫ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে চিকিৎসকরা। এই পরিবারের পক্ষে এই শিশুটিকে বাঁচাতে তার পরিবারের পক্ষে চিকিৎসার এত টাকা ব্যয় সম্ভব হচ্ছে না। শিশুটিকে বাঁচাতে মানবিক কারণে দেশের সহৃদয় ব্যক্তিদের আর্থিক সহায়তা চেয়েছে অসহায় এই পরিবারটি। সাহায্য পাঠানোর জন্য শিশুটির মা লিপি’র পূবালী ব্যাংক লিমিটেড, নলছিটি শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর ৪০১৪১০১০৮৫৮৫৮ । তার পিতা মো. আল আমিন হাওলাদেরর বিকাশ নম্বর(পার্সোনাল) ০১৬২০৬৭২৮৮।