মায়ানমারে সন্ত্রাস-রাষ্ট্রদ্রোহের দায়ে অভিযুক্ত মার্কিন সাংবাদিক

মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানি ফেনস্টারের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ ও ‘রাষ্ট্রদ্রোহ’র অভিযোগ এনেছে মায়ানমার জান্তা সরকার। এই অপরাধের দায়ে তার যাবজ্জীবন কারাদ- হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী।

চলতি বছর মে মাসে আটক হন ড্যানি ফেনস্টার। তার আইনজীবী থান জাও অং বলেন, সন্ত্রাস দমন আইন ও মায়ানমারের দ-বিধির অধীনে দুটি নতুন ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে। ৩৭ বছর বয়সী এই সাংবাদিকের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলো।

জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত বিল রিচার্ডসনের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে নাইপিদোতে বৈঠকের পর। চলতি বছর ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেন মিন অং হ্লাইং বলে জানিয়েছে আল-জাজিরা।

ফেনস্টার ইয়াঙ্গুনভিত্তিক ফ্রন্টিয়ার মায়ানমার নামে একটি অনলাইন নিউজ ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক। জান্তা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভে উসকানি দেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার কার্যক্রম চলছে। আটকের পর থেকে কারাগারে আছেন তিনি।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩

মায়ানমারে সন্ত্রাস-রাষ্ট্রদ্রোহের দায়ে অভিযুক্ত মার্কিন সাংবাদিক

মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানি ফেনস্টারের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ ও ‘রাষ্ট্রদ্রোহ’র অভিযোগ এনেছে মায়ানমার জান্তা সরকার। এই অপরাধের দায়ে তার যাবজ্জীবন কারাদ- হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী।

চলতি বছর মে মাসে আটক হন ড্যানি ফেনস্টার। তার আইনজীবী থান জাও অং বলেন, সন্ত্রাস দমন আইন ও মায়ানমারের দ-বিধির অধীনে দুটি নতুন ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে। ৩৭ বছর বয়সী এই সাংবাদিকের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলো।

জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত বিল রিচার্ডসনের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে নাইপিদোতে বৈঠকের পর। চলতি বছর ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেন মিন অং হ্লাইং বলে জানিয়েছে আল-জাজিরা।

ফেনস্টার ইয়াঙ্গুনভিত্তিক ফ্রন্টিয়ার মায়ানমার নামে একটি অনলাইন নিউজ ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক। জান্তা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভে উসকানি দেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার কার্যক্রম চলছে। আটকের পর থেকে কারাগারে আছেন তিনি।