বিয়ে করলেন মালালা ইউসুফজাই

নারীশিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। যুক্তরাজ্যের বার্মিংহামের বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি।

টুইট করে তার নিজের বিয়ের কথা জানান মালালা। সেই টুইটে স্বামী ও মা-বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও যুক্ত করে দিয়েছেন তিনি। আসার মালিক নামের এক তরুণকে বিয়ে করার কথা নিজেই জানান এই পাকিস্তানি নারী।

বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে মালালা লেখেন, ‘আমার জীবনে আজ গুরুত্বপূর্ণ একটি দিন। আসারের সঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছি। লন্ডনের বার্মিংহামে পরিবারের উপস্থিতিতেই ছোট পরিসরে অনুষ্ঠান হয়েছে। আমাদের জন্য প্রার্থনা করবেন। সামনের দিনগুলোতে একসঙ্গে চলার জন্য অধীর হয়ে আছি।’

সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, শান্তিতে নোবেলজয়ী মালালার স্বামী আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার। তিনি ২০২০ সালের মে মাসে এই পদে যোগ দেন। মালালা বিয়ে করতে যাচ্ছেন বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তা নিজেই প্রকাশ করলেন।

তবে কিছুদিন আগেই বিয়ের ব্যাপারে নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন মালালা। গত জুন মাসে ব্রিটেনের একটি সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মানুষকে কেন বিয়ে করতেই হবে এটা আমি বুঝতে পারি না। কাউকে জীবনে সঙ্গী করতে চাইলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে। শুধু যৌথতার মাধ্যমে কেন এটা হতে পারে না?

উল্লেখ্য, তালেবানের হুমকির পরও নারী শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছিলেন মালালা। কিন্তু ২০১২ সালে মালালার মাথায় গুলি করে তালেবান বন্দুকধারী। পরে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিনের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপরও নারীদের শিক্ষা নিয়ে কাজ চালিয়ে যান।

২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে শিক্ষার পক্ষে কাজ করায় কম বয়সে শান্তিতে নোবেল জয় করেন মালালা।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩

বিয়ে করলেন মালালা ইউসুফজাই

image

পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্মকর্তাকে বিয়ে করেছেন মালালা ইউসুফজাই -সিএনএন

নারীশিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। যুক্তরাজ্যের বার্মিংহামের বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি।

টুইট করে তার নিজের বিয়ের কথা জানান মালালা। সেই টুইটে স্বামী ও মা-বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও যুক্ত করে দিয়েছেন তিনি। আসার মালিক নামের এক তরুণকে বিয়ে করার কথা নিজেই জানান এই পাকিস্তানি নারী।

বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে মালালা লেখেন, ‘আমার জীবনে আজ গুরুত্বপূর্ণ একটি দিন। আসারের সঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছি। লন্ডনের বার্মিংহামে পরিবারের উপস্থিতিতেই ছোট পরিসরে অনুষ্ঠান হয়েছে। আমাদের জন্য প্রার্থনা করবেন। সামনের দিনগুলোতে একসঙ্গে চলার জন্য অধীর হয়ে আছি।’

সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, শান্তিতে নোবেলজয়ী মালালার স্বামী আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার। তিনি ২০২০ সালের মে মাসে এই পদে যোগ দেন। মালালা বিয়ে করতে যাচ্ছেন বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তা নিজেই প্রকাশ করলেন।

তবে কিছুদিন আগেই বিয়ের ব্যাপারে নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন মালালা। গত জুন মাসে ব্রিটেনের একটি সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মানুষকে কেন বিয়ে করতেই হবে এটা আমি বুঝতে পারি না। কাউকে জীবনে সঙ্গী করতে চাইলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে। শুধু যৌথতার মাধ্যমে কেন এটা হতে পারে না?

উল্লেখ্য, তালেবানের হুমকির পরও নারী শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছিলেন মালালা। কিন্তু ২০১২ সালে মালালার মাথায় গুলি করে তালেবান বন্দুকধারী। পরে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিনের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপরও নারীদের শিক্ষা নিয়ে কাজ চালিয়ে যান।

২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে শিক্ষার পক্ষে কাজ করায় কম বয়সে শান্তিতে নোবেল জয় করেন মালালা।