ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষ নিহত ৫

ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর একজন।

নিহতরা হলেন, অটোরিকশা চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আবদুস সাত্তার(৪০), বাউপুর গ্রামের কলিমউদ্দিন(৭০), আজহারুল হকের স্ত্রী মিনা বেগম(৪৫), আবদুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন(৫০) ও সালাম নবী(৩৫)। নিহতরা সবাই সিএনজি অটোরিকশায় ছিলেন।

গতকাল সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাবার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহতদের ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনজন মারা যান। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। ট্রাকটি আটক করেছে পুলিশ।

আরও খবর
ফরাসি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকায় শুরু প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ডব্লিউসিআইটি ২০২১’
পাসপোর্ট আবেদনকারীদের কাছ থেকে নানা কৌশলে টাকা নিচ্ছিল প্রতারক চক্র
শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণে সারাদেশে এক নিয়ম, যশোরে ভিন্ন!
১০ স্কুল স্থাপন প্রকল্পে দুর্নীতির প্রমাণ পায়নি মন্ত্রণালয় ও পিবিআই
প্রশ্নফাঁসে জড়িত ৫ জন গ্রেপ্তার
চট্টগ্রামে দুর্নীতি মামলায় পুলিশের এসআই কারাগারে
হয়রানির প্রতিবাদে দেশ-বিদেশে জনমত গঠনের সিদ্ধান্ত বিএনপির
ভর্তি পরীক্ষার চেয়ে গুরুত্ব পাচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল
নূর হোসেন দিবস পালিত
গুচ্ছ ভর্তি ফি বাতিলসহ ৩ দফা দাবি ছাত্র সংগঠনের

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষ নিহত ৫

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর একজন।

নিহতরা হলেন, অটোরিকশা চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আবদুস সাত্তার(৪০), বাউপুর গ্রামের কলিমউদ্দিন(৭০), আজহারুল হকের স্ত্রী মিনা বেগম(৪৫), আবদুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন(৫০) ও সালাম নবী(৩৫)। নিহতরা সবাই সিএনজি অটোরিকশায় ছিলেন।

গতকাল সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাবার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহতদের ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনজন মারা যান। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। ট্রাকটি আটক করেছে পুলিশ।