বাতিল পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড

বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট দল ফিরে পাচ্ছে একের পর এক হারানো সম্মান। দিন দুয়েক আগেই পাক ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছিল, আগামী বছর পাকিস্তানে তিন ফরম্যাটের ক্রিকেট খেলবে অস্ট্রেলিয়া। আর এবার পাকিস্তান সফরে যেতে রাজি হয়ে গেল ইংল্যান্ড। শুধু তাই নয়, ইংল্যান্ড বোর্ডের তরফ থেকে বাবর আজমরা পাবেন বোনাসও! পিসিবি জানায়, আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ও ইংল্যান্ডের। ইংলিশ বোর্ড ঠিক করেছে, বাবরদের বিরুদ্ধে অতিরিক্ত দু’টি টি-২০ ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ সেরে ফের পাক সফরে যাবেন জো রুটরা। নভেম্বর-ডিসেম্বরে তারা খেলবেন তিনটি টেস্ট ম্যাচ।

১৯৯৮ সালের পর এই প্রথমবার পাকিস্তানের মাঠে খেলবে অজিবাহিনী। সঙ্গে ইংল্যান্ডের তরফে অতিরিক্ত দুটি টি-২০ ম্যাচও উপহার পেলেন বাবররা। নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ড খেলবে তিনটি টেস্ট ম্যাচ।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩

বাতিল পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড

সংবাদ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট দল ফিরে পাচ্ছে একের পর এক হারানো সম্মান। দিন দুয়েক আগেই পাক ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছিল, আগামী বছর পাকিস্তানে তিন ফরম্যাটের ক্রিকেট খেলবে অস্ট্রেলিয়া। আর এবার পাকিস্তান সফরে যেতে রাজি হয়ে গেল ইংল্যান্ড। শুধু তাই নয়, ইংল্যান্ড বোর্ডের তরফ থেকে বাবর আজমরা পাবেন বোনাসও! পিসিবি জানায়, আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ও ইংল্যান্ডের। ইংলিশ বোর্ড ঠিক করেছে, বাবরদের বিরুদ্ধে অতিরিক্ত দু’টি টি-২০ ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ সেরে ফের পাক সফরে যাবেন জো রুটরা। নভেম্বর-ডিসেম্বরে তারা খেলবেন তিনটি টেস্ট ম্যাচ।

১৯৯৮ সালের পর এই প্রথমবার পাকিস্তানের মাঠে খেলবে অজিবাহিনী। সঙ্গে ইংল্যান্ডের তরফে অতিরিক্ত দুটি টি-২০ ম্যাচও উপহার পেলেন বাবররা। নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ড খেলবে তিনটি টেস্ট ম্যাচ।