উশুকাদের দুই স্বর্ণ জয়

আন্তর্জাতিক উশু চ্যাম্পিয়নশিপে দু’টি স্বর্ণসহ ৩৪টি পদক জিতেছেন বাংলাদেশের উশুকারা। আন্তর্জাতিক উশু ফেডারেশনের আয়োজনে গত ১৮-২৪ অক্টোবর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় তাউলুর টুর্নামেন্টটি। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে এই প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের উশুকারা। কুনস ইভেন্টে নুর নাহার বেগম ও নাজমুল হাসান স্বর্ণপদক দু’টি জেতেন। এছাড়া আরও নয়টি রুপা ও ২৩টি ব্রোঞ্জপদক জেতেন লাল সবুজের উশুকারা। টুর্নামেন্টে ভার্চুয়ালি ১০৪টি দেশের উশুকারা অংশ নেন। এর আগে এশিয়ান উশু চ্যাম্পিয়নশিপে বেশ ক’টি পদক জিতলেও এবার স্বর্ণপদকের দেখা পেলেন নুর নাহার ও নাজমুলরা।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩

উশুকাদের দুই স্বর্ণ জয়

ক্রীড়া বার্তা পরিবেশক

আন্তর্জাতিক উশু চ্যাম্পিয়নশিপে দু’টি স্বর্ণসহ ৩৪টি পদক জিতেছেন বাংলাদেশের উশুকারা। আন্তর্জাতিক উশু ফেডারেশনের আয়োজনে গত ১৮-২৪ অক্টোবর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় তাউলুর টুর্নামেন্টটি। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে এই প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের উশুকারা। কুনস ইভেন্টে নুর নাহার বেগম ও নাজমুল হাসান স্বর্ণপদক দু’টি জেতেন। এছাড়া আরও নয়টি রুপা ও ২৩টি ব্রোঞ্জপদক জেতেন লাল সবুজের উশুকারা। টুর্নামেন্টে ভার্চুয়ালি ১০৪টি দেশের উশুকারা অংশ নেন। এর আগে এশিয়ান উশু চ্যাম্পিয়নশিপে বেশ ক’টি পদক জিতলেও এবার স্বর্ণপদকের দেখা পেলেন নুর নাহার ও নাজমুলরা।