কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি দাতা হায়দরাবাদ থেকে আটক

পাকিস্তানের কাছে টি-২০ বিশ্বকাপে হারার পর ভারতীয় দল সোশ্যাল মিডিয়াতে কট্টর আক্রমণের শিকার হয়। মোহাম্মদ সামি সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়। সামিকে পাকিস্তানের দালাল বলে অভিহিত করে ভারতীয় সমর্থকরা।

কিন্তু দলের অধিনায়ক বিরাট কোহলি সামিকে সমর্থন দিলেন তখন অধিনায়কের ওপরও নানা রকম মন্তব্য শুরু হয়। তার মধ্যে এক মন্তব্য খুব বাজেভাবে নাড়া দেয় ক্রিকেট বিশ্বকে, কেউ একজন বিরাট-আনুশকার নয় মাসের কন্যাকে ধর্ষণের হুমকি দেয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সাইবার সেলে ধর্ষণ হুমকির অভিযোগ দায়ের করা হলে হায়দরাবাদ থেকে একজনকে আটক করে তারা। মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, যে সন্দেহভাজন ব্যক্তি হায়দরাবাদের একটি খাদ্য সরবরাহের অ্যাপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। তারা আরও জানেন, যে সন্দেহভাজনকে এই বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই আনা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, সন্দেহভাজন যাকে আটক করা হয়েছে একজন ব্যক্তি, ২৩ বছর বয়সী রামনাগেশ আলিবাথিনি।

এ হুমকি নিয়ে অনলাইনে এক সংবাদ সম্মেলনে কোহলি বলেছিলেন, ‘আমার কাছে, কাউকে তাদের ধর্ম নিয়ে আক্রমণ করা সবচেয়ে নিচু কাজ যা একজন মানুষ করতে পারে।’ দিল্লি মহিলা কমিশন (ডিসিডব্লিউ) ও মিডিয়া রিপোর্টের গভীরভাবে বিবেচনা করেছিল এবং রাজধানী পুলিশকে একটি নোটিশ জারি করেছিল, এমনকি বিষয়টিকে ‘গুরুতর উদ্বেগের’ বর্ণনা দিয়েছিল।

টুইটারে শেয়ার করা বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আমাদের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল এই ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন এবং অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।

যেকোন খেলায় জয়-পরাজয় রয়েছে। সমর্থকরা এর ভিত্তিতে তাদের মতপ্রকাশ করে থাকে, মন্তব্য করে থাকে। কিন্তু কোহলি ও সামির প্রতি ছুড়ে দেয়া মন্তব্য মানবিকতাকেও হার মানায়।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩

কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি দাতা হায়দরাবাদ থেকে আটক

সংবাদ স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের কাছে টি-২০ বিশ্বকাপে হারার পর ভারতীয় দল সোশ্যাল মিডিয়াতে কট্টর আক্রমণের শিকার হয়। মোহাম্মদ সামি সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়। সামিকে পাকিস্তানের দালাল বলে অভিহিত করে ভারতীয় সমর্থকরা।

কিন্তু দলের অধিনায়ক বিরাট কোহলি সামিকে সমর্থন দিলেন তখন অধিনায়কের ওপরও নানা রকম মন্তব্য শুরু হয়। তার মধ্যে এক মন্তব্য খুব বাজেভাবে নাড়া দেয় ক্রিকেট বিশ্বকে, কেউ একজন বিরাট-আনুশকার নয় মাসের কন্যাকে ধর্ষণের হুমকি দেয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সাইবার সেলে ধর্ষণ হুমকির অভিযোগ দায়ের করা হলে হায়দরাবাদ থেকে একজনকে আটক করে তারা। মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, যে সন্দেহভাজন ব্যক্তি হায়দরাবাদের একটি খাদ্য সরবরাহের অ্যাপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। তারা আরও জানেন, যে সন্দেহভাজনকে এই বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই আনা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, সন্দেহভাজন যাকে আটক করা হয়েছে একজন ব্যক্তি, ২৩ বছর বয়সী রামনাগেশ আলিবাথিনি।

এ হুমকি নিয়ে অনলাইনে এক সংবাদ সম্মেলনে কোহলি বলেছিলেন, ‘আমার কাছে, কাউকে তাদের ধর্ম নিয়ে আক্রমণ করা সবচেয়ে নিচু কাজ যা একজন মানুষ করতে পারে।’ দিল্লি মহিলা কমিশন (ডিসিডব্লিউ) ও মিডিয়া রিপোর্টের গভীরভাবে বিবেচনা করেছিল এবং রাজধানী পুলিশকে একটি নোটিশ জারি করেছিল, এমনকি বিষয়টিকে ‘গুরুতর উদ্বেগের’ বর্ণনা দিয়েছিল।

টুইটারে শেয়ার করা বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আমাদের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল এই ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন এবং অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।

যেকোন খেলায় জয়-পরাজয় রয়েছে। সমর্থকরা এর ভিত্তিতে তাদের মতপ্রকাশ করে থাকে, মন্তব্য করে থাকে। কিন্তু কোহলি ও সামির প্রতি ছুড়ে দেয়া মন্তব্য মানবিকতাকেও হার মানায়।