স্ট্রাইকার নিতে চায় বার্সেলোনা

বার্সেলোনা জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দলে আরও খেলোয়াড় নিয়ে শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে। নতুন কোচ জাভি হার্নান্ডেজ দায়িত্ব নেয়ার পরই এ পরিকল্পনা করেছে ক্লাবটি। গত সপ্তায় ক্লাব সভাপতি জন লাপোর্তা জানিয়েছিলেন নতুন বছরের শুরুতেই তারা তিনজন খেলোয়াড় দলে নিতে চায়। আর্থিক সংকটের কারণে দল বদলের গত উইন্ডোতে কাক্সিক্ষত খেলোয়াড়দের দলে নিতে পারেনি বার্সেলোনা। অবশ্য এখনও নতুন খেলোয়াড় নিতে হলে তাদের বর্তমান দলে থাকা খেলোয়াড় বিক্রি করতে হবে। বার্সেলোনা জানুয়ারি মাসে মূলত স্ট্রাইকার দলে নেয়ার পরিকল্পনা করছে। তবে কোন খেলোয়াড়কে তারা নিবে তা এখনও ঠিক হয়নি। এ ব্যাপারে ক্লাবের পরিচালনা পর্ষদ খুব শিগগীরই করণীয় ঠিক করবে। লুক ডি ইয়ংয়ের ধার বাতিল করে দলে ফিরিয়ে আনা হতে পারে। সার্জিও অ্যাগুয়েরো এবং মার্টিন ব্রেথওয়েটের ইনজুরির কারণেই তারা স্ট্রাইকার দলে নিতে চাচ্ছে। বার্সেলোনার প্রাথমিক লক্ষ্য ধারে খেলোয়াড় আনা। তা করতে পারলে কোন খেলোয়াড় নিতে হলে ট্রান্সফার ফি দিতে হবে না। কেবল বেতন-ভাতা দিলেই চলবে। তারা নজরে রাখছে ম্যানচেস্টার সিটি রাহিম স্টালিংয়ের দিকে। ভালো খেললেও নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না স্টার্লিং। প্রিমিয়ার লীগে তিনি মাত্র চারটি ম্যাচের সমান ৩৭৬ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। বার্সেলোনায় যোগ দিলে তিনি আরও বেশি সময় খেলার সুযোগ পাবেন।

এছাড়া এডিসন কাভানি এবং টিমো ওয়ার্নারের কথাও ভাবছে তারা। কাভানি ম্যানইউতে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। তিনি একজন প্রকৃত সেন্টার ফরোয়ার্ড। তবে বয়স বেশি হয়ে যাওয়ায় তাকে নিয়ে কোন ক্লাবই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারছে না।

চেলসির টিমো ওয়ার্নারের দিকেও নজর বার্সেলোনার। চেলসিতে রোমেলু লুকাকু যোগ দেয়ায় ওয়ার্নারের খেলার সুযোগ কমে গেছে। এখন আর তিনি প্রথম একাদশে সুযোগ পান না। চলতি মৌসুমে তিনি মাত্র ৩৮৮ মিনিট খেলেছেন। যা তার মতো খেলোয়াড়ের জন্য খুবই কম।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩

স্ট্রাইকার নিতে চায় বার্সেলোনা

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

বার্সেলোনা জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দলে আরও খেলোয়াড় নিয়ে শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে। নতুন কোচ জাভি হার্নান্ডেজ দায়িত্ব নেয়ার পরই এ পরিকল্পনা করেছে ক্লাবটি। গত সপ্তায় ক্লাব সভাপতি জন লাপোর্তা জানিয়েছিলেন নতুন বছরের শুরুতেই তারা তিনজন খেলোয়াড় দলে নিতে চায়। আর্থিক সংকটের কারণে দল বদলের গত উইন্ডোতে কাক্সিক্ষত খেলোয়াড়দের দলে নিতে পারেনি বার্সেলোনা। অবশ্য এখনও নতুন খেলোয়াড় নিতে হলে তাদের বর্তমান দলে থাকা খেলোয়াড় বিক্রি করতে হবে। বার্সেলোনা জানুয়ারি মাসে মূলত স্ট্রাইকার দলে নেয়ার পরিকল্পনা করছে। তবে কোন খেলোয়াড়কে তারা নিবে তা এখনও ঠিক হয়নি। এ ব্যাপারে ক্লাবের পরিচালনা পর্ষদ খুব শিগগীরই করণীয় ঠিক করবে। লুক ডি ইয়ংয়ের ধার বাতিল করে দলে ফিরিয়ে আনা হতে পারে। সার্জিও অ্যাগুয়েরো এবং মার্টিন ব্রেথওয়েটের ইনজুরির কারণেই তারা স্ট্রাইকার দলে নিতে চাচ্ছে। বার্সেলোনার প্রাথমিক লক্ষ্য ধারে খেলোয়াড় আনা। তা করতে পারলে কোন খেলোয়াড় নিতে হলে ট্রান্সফার ফি দিতে হবে না। কেবল বেতন-ভাতা দিলেই চলবে। তারা নজরে রাখছে ম্যানচেস্টার সিটি রাহিম স্টালিংয়ের দিকে। ভালো খেললেও নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না স্টার্লিং। প্রিমিয়ার লীগে তিনি মাত্র চারটি ম্যাচের সমান ৩৭৬ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। বার্সেলোনায় যোগ দিলে তিনি আরও বেশি সময় খেলার সুযোগ পাবেন।

এছাড়া এডিসন কাভানি এবং টিমো ওয়ার্নারের কথাও ভাবছে তারা। কাভানি ম্যানইউতে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। তিনি একজন প্রকৃত সেন্টার ফরোয়ার্ড। তবে বয়স বেশি হয়ে যাওয়ায় তাকে নিয়ে কোন ক্লাবই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারছে না।

চেলসির টিমো ওয়ার্নারের দিকেও নজর বার্সেলোনার। চেলসিতে রোমেলু লুকাকু যোগ দেয়ায় ওয়ার্নারের খেলার সুযোগ কমে গেছে। এখন আর তিনি প্রথম একাদশে সুযোগ পান না। চলতি মৌসুমে তিনি মাত্র ৩৮৮ মিনিট খেলেছেন। যা তার মতো খেলোয়াড়ের জন্য খুবই কম।