আইসিসি র‌্যাংকিংয়ে কোহলি আটে

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না টিম ইন্ডিয়ার সদ্য সাবেক টিÑ২০ অধিনায়ক বিরাট কোহলির । তার অধিনায়কত্বে এবারের টিÑ২০ বিশ্বকাপে নেমে টিম ইন্ডিয়াকে ছিটকে যেতে হয়েছে সুপার-১২ রাউন্ডেই। ব্যাট হাতেও তেমন আহামরি কিছু পারফরম্যান্স করে দেখাতে পারেননি বিরাট। যার ফল এবার দেখা গেল আইসিসি টিÑ২০ র‌্যাংঙ্কিয়ে। খারাপ পারফরম্যান্সের জেরে কোহলি নেমে গেলেন আরও ৩ ধাপ।

পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করার পর বিশ্বকাপে বিরাটের ব্যাট থেকে আর বড় ইনিংস আসেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেট হওয়ার পরও তিনি ব্যর্থ হন। তারপর শেষ তিন ম্যাচে আর সেভাবে সুযোগ পাননি তিনি। ফলে টিÑ২০ র‌্যাংঙ্কিয়ে পিছিয়ে পড়লেন কোহলি। এক ধাক্কায় চার ধাপ নেমে এই মুহূর্তে ৮ নম্বরে টিম ইন্ডিয়ার সদ্য সাবেক টিÑ২০ অধিনায়ক। তার রেটিং পয়েন্ট ৬৯৮। এর আগে বিরাট ছিলেন চতুর্থ স্থানে।

অলরাউন্ডারদের র‌্যাংঙ্কিয়ে ভারতের অবস্থা আরও খারাপ। এই দুই ক্ষেত্রেই টিম ইন্ডিয়ার কোনও তারকা প্রথম দশে পর্যন্ত নেই।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩

আইসিসি র‌্যাংকিংয়ে কোহলি আটে

সংবাদ স্পোর্টস ডেস্ক

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না টিম ইন্ডিয়ার সদ্য সাবেক টিÑ২০ অধিনায়ক বিরাট কোহলির । তার অধিনায়কত্বে এবারের টিÑ২০ বিশ্বকাপে নেমে টিম ইন্ডিয়াকে ছিটকে যেতে হয়েছে সুপার-১২ রাউন্ডেই। ব্যাট হাতেও তেমন আহামরি কিছু পারফরম্যান্স করে দেখাতে পারেননি বিরাট। যার ফল এবার দেখা গেল আইসিসি টিÑ২০ র‌্যাংঙ্কিয়ে। খারাপ পারফরম্যান্সের জেরে কোহলি নেমে গেলেন আরও ৩ ধাপ।

পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করার পর বিশ্বকাপে বিরাটের ব্যাট থেকে আর বড় ইনিংস আসেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেট হওয়ার পরও তিনি ব্যর্থ হন। তারপর শেষ তিন ম্যাচে আর সেভাবে সুযোগ পাননি তিনি। ফলে টিÑ২০ র‌্যাংঙ্কিয়ে পিছিয়ে পড়লেন কোহলি। এক ধাক্কায় চার ধাপ নেমে এই মুহূর্তে ৮ নম্বরে টিম ইন্ডিয়ার সদ্য সাবেক টিÑ২০ অধিনায়ক। তার রেটিং পয়েন্ট ৬৯৮। এর আগে বিরাট ছিলেন চতুর্থ স্থানে।

অলরাউন্ডারদের র‌্যাংঙ্কিয়ে ভারতের অবস্থা আরও খারাপ। এই দুই ক্ষেত্রেই টিম ইন্ডিয়ার কোনও তারকা প্রথম দশে পর্যন্ত নেই।