জাতীয় লীগে রংপুরের জয়

জাতীয় লীগের চতুর্থ রাউন্ডে রংপুরের জয় ৩ উইকেটে। টানা দুই ম্যাচ জিতল দলটি। খুলনার এটি দ্বিতীয় হার।

চতুর্থ ও শেষ দিনে রংপুরের দরকার ছিল ১৯৫ রান, আর খুলনার ৯ উইকেট। তানবীর হায়দার, নাঈম ইসলাম, আকবর আলিদের দৃঢ়তায় দিনের শেষ সেশনে এসে জয়ের বন্দরে পৌঁছেছে রংপুর।

প্রথম ইনিংসে খুলনার ২৫৭ রানের জবাবে রংপুর করে ২২২ রান। ৩৫ রানে এগিয়ে থাকা খুলনাকে তারা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দেয় ২১২ রানে। পরে ২৪৮ রানের লক্ষ্যে তাড়া করে জিতল দলটি।

সিলেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ১ উইকেটে ৫৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে রংপুর। দলকে বেশিক্ষণ টানতে পারেননি মাইশুকুর রহমান।

মারুফকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান তানবীর। দুইজনে গড়েন ৫১ রানের জুটি। এই জুটিতে ১০৩ বলে ফিফটি তুলে নেন তানবীর।

১৫২ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় রংপুর।

প্রথম ইনিংসে ফিফটি করা আরিফুল হকও এবার টিকতে পারেননি বেশিক্ষণ। ব্যাট হাতে প্রথম ইনিংস ৬৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন আরিফুল। সঙ্গে বল হাতে এক উইকেট নিয়ে তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর : খুলনা ২৫৭ ও ২১২।

রংপুর ১ম ইনিংস ২২২ ও ২৪৮/৭ (মাইশুকুর ২৩, তানবীর ৭৪, মারুফ ২০, নাঈম ৪১, আরিফুল ২২, আকবর ৩৩*; মিরাজ ২/৭৪)। ম্যাচ: আরিফুল হক।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩

জাতীয় লীগে রংপুরের জয়

ক্রীড়া বার্তা পরিবেশক

জাতীয় লীগের চতুর্থ রাউন্ডে রংপুরের জয় ৩ উইকেটে। টানা দুই ম্যাচ জিতল দলটি। খুলনার এটি দ্বিতীয় হার।

চতুর্থ ও শেষ দিনে রংপুরের দরকার ছিল ১৯৫ রান, আর খুলনার ৯ উইকেট। তানবীর হায়দার, নাঈম ইসলাম, আকবর আলিদের দৃঢ়তায় দিনের শেষ সেশনে এসে জয়ের বন্দরে পৌঁছেছে রংপুর।

প্রথম ইনিংসে খুলনার ২৫৭ রানের জবাবে রংপুর করে ২২২ রান। ৩৫ রানে এগিয়ে থাকা খুলনাকে তারা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দেয় ২১২ রানে। পরে ২৪৮ রানের লক্ষ্যে তাড়া করে জিতল দলটি।

সিলেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ১ উইকেটে ৫৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে রংপুর। দলকে বেশিক্ষণ টানতে পারেননি মাইশুকুর রহমান।

মারুফকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান তানবীর। দুইজনে গড়েন ৫১ রানের জুটি। এই জুটিতে ১০৩ বলে ফিফটি তুলে নেন তানবীর।

১৫২ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় রংপুর।

প্রথম ইনিংসে ফিফটি করা আরিফুল হকও এবার টিকতে পারেননি বেশিক্ষণ। ব্যাট হাতে প্রথম ইনিংস ৬৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন আরিফুল। সঙ্গে বল হাতে এক উইকেট নিয়ে তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর : খুলনা ২৫৭ ও ২১২।

রংপুর ১ম ইনিংস ২২২ ও ২৪৮/৭ (মাইশুকুর ২৩, তানবীর ৭৪, মারুফ ২০, নাঈম ৪১, আরিফুল ২২, আকবর ৩৩*; মিরাজ ২/৭৪)। ম্যাচ: আরিফুল হক।