জানার জন্য পড়তে হবে

অজানাকে জানার ইচ্ছা মানুষকে তাড়িত করে। আর জ্ঞান অর্জন তথা জানার অন্যতম মাধ্যম হলো বই পড়া। এছাড়াও জানার অনেক মাধ্যম রয়েছে। আমরা ছোটবেলা থেকেই বই পড়ে নতুন নতুন জিনিস শিখেছি। বইয়ের ভেতর আঁকা ছবি দেখে কল্পনার জগতে সাঁতরেছি। একটা বই পেলে, না পড়লেও অন্তত বইতে থাকা ছবিগুলো পাতা উল্টিয়ে উল্টিয়ে দেখতাম। এর মাধ্যমে অনেক কিছু শেখা হতো।

বয়োজ্যেষ্ঠরা বলতেন, বন্ধুত্ব করলে বইয়ের সাথে করো, অন্য সবাই ফাঁকি দিলেও বই ফাঁকি দেয় না। এসব কথা বলে তারা আমাদের বইয়ের দিকেই আকর্ষিত করতেন। তখন না বুঝলেও এখন বুঝি। বই আসলেই নিঃস্বার্থ বন্ধু। এটি আমাদের কাছ থেকে কিছু নেয়া না, কিন্তু দেয় পাহাড়সম। বই আমাদের বাঁচতে শেখায়। পুরোনো ইতিহাস অবগত করে, একজন পাঠককে চৌকশ করে তোলে। শেখায় কীভাবে ভালো আচার-ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করতে হয়। শত দুরাশার মধ্যেও কীভাবে আশার বীজ বুনতে হয় বই আমাদের তা অনুধাবন করতে শেখায়।

প্রযুক্তির জয়যাত্রার এ সময়ে মানুষের জীবনেও এসেছে নানা পরিবর্তন। বই এখন ছাপা কাগজের মলাট থেকে বেরিয়ে মোবাইলে জায়গা করে নিয়েছে। সহজ হয়েছে জানার মাধ্যমও। এখন মনে কোন প্রশ্ন জাগলেই আমরা মুহূর্তেই তা গুগলে সার্চ দিয়ে জানতে পারি। এখন বাইরে বেড়াতে গেলেও বই বহন করতে হয় না। সামনের দিনগুলোতে তরুণদের জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে প্রতিটি সেক্টরে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ পরিবর্তনের সাথে সাথে নিজেদেরও সেভাবে প্রস্তুত করতে হবে। এজন্য জানার বা শেখার বিকল্প নেই। আর এ জানার জন্যই আমাদের বেশি করে পড়তে হবে।

মারুফ হোসেন

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩

জানার জন্য পড়তে হবে

অজানাকে জানার ইচ্ছা মানুষকে তাড়িত করে। আর জ্ঞান অর্জন তথা জানার অন্যতম মাধ্যম হলো বই পড়া। এছাড়াও জানার অনেক মাধ্যম রয়েছে। আমরা ছোটবেলা থেকেই বই পড়ে নতুন নতুন জিনিস শিখেছি। বইয়ের ভেতর আঁকা ছবি দেখে কল্পনার জগতে সাঁতরেছি। একটা বই পেলে, না পড়লেও অন্তত বইতে থাকা ছবিগুলো পাতা উল্টিয়ে উল্টিয়ে দেখতাম। এর মাধ্যমে অনেক কিছু শেখা হতো।

বয়োজ্যেষ্ঠরা বলতেন, বন্ধুত্ব করলে বইয়ের সাথে করো, অন্য সবাই ফাঁকি দিলেও বই ফাঁকি দেয় না। এসব কথা বলে তারা আমাদের বইয়ের দিকেই আকর্ষিত করতেন। তখন না বুঝলেও এখন বুঝি। বই আসলেই নিঃস্বার্থ বন্ধু। এটি আমাদের কাছ থেকে কিছু নেয়া না, কিন্তু দেয় পাহাড়সম। বই আমাদের বাঁচতে শেখায়। পুরোনো ইতিহাস অবগত করে, একজন পাঠককে চৌকশ করে তোলে। শেখায় কীভাবে ভালো আচার-ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করতে হয়। শত দুরাশার মধ্যেও কীভাবে আশার বীজ বুনতে হয় বই আমাদের তা অনুধাবন করতে শেখায়।

প্রযুক্তির জয়যাত্রার এ সময়ে মানুষের জীবনেও এসেছে নানা পরিবর্তন। বই এখন ছাপা কাগজের মলাট থেকে বেরিয়ে মোবাইলে জায়গা করে নিয়েছে। সহজ হয়েছে জানার মাধ্যমও। এখন মনে কোন প্রশ্ন জাগলেই আমরা মুহূর্তেই তা গুগলে সার্চ দিয়ে জানতে পারি। এখন বাইরে বেড়াতে গেলেও বই বহন করতে হয় না। সামনের দিনগুলোতে তরুণদের জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে প্রতিটি সেক্টরে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ পরিবর্তনের সাথে সাথে নিজেদেরও সেভাবে প্রস্তুত করতে হবে। এজন্য জানার বা শেখার বিকল্প নেই। আর এ জানার জন্যই আমাদের বেশি করে পড়তে হবে।

মারুফ হোসেন