বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আসন সংখ্যার চেয়ে ছাত্রী সংখ্যা বেশি হলেও ছাত্রীদের আবাসিক হল সংখ্যা কম। আবাসিক হলে ছাত্রী সংকুলান না হওয়ায় কিছু সংখ্যক ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের হেলথকেয়ার সেন্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে। চারতলা বিশিষ্ট হেলথকেয়ারের প্রথম ও দ্বিতীয় তলা চিকিৎসার জন্য এবং ৩য় ও ৪র্থ তলায় ছাত্রীদের আবাসনের জন্য ব্যবহৃত হচ্ছে।
হেলথকেয়ারের প্রধান ফটকে একজন নিরাপত্তাকর্মী নিয়োগপ্রাপ্ত হলেও বেশিরভাগ সময় তাকে সেখানে খুঁজে পাওয়া যায় না। চিকিৎসা নিতে আসা বহিরাগতরা প্রায়ই মেয়েদের আবাসিক অংশে উঠে পড়ে। এছাড়া হেলথ কেয়ারের চারপাশে প্রাচীর না থাকায় মাঝেমধ্যেই বহিরাগতদের দ্বারা উতক্ত্যের শিকার হয় ছাত্রীরা। এতে নিরাপত্তা সংকটে আতঙ্কে দিন কাটাতে হয় তাদের। হেলথকেয়ারের নিরাপত্তা নিশ্চিত ও সার্বক্ষণিক তত্ত্বাবধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
শিলমুন নাহার মুন
বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ২৬ কার্তিক ১৪২৮ ৫ রবিউস সানি ১৪৪৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আসন সংখ্যার চেয়ে ছাত্রী সংখ্যা বেশি হলেও ছাত্রীদের আবাসিক হল সংখ্যা কম। আবাসিক হলে ছাত্রী সংকুলান না হওয়ায় কিছু সংখ্যক ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের হেলথকেয়ার সেন্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে। চারতলা বিশিষ্ট হেলথকেয়ারের প্রথম ও দ্বিতীয় তলা চিকিৎসার জন্য এবং ৩য় ও ৪র্থ তলায় ছাত্রীদের আবাসনের জন্য ব্যবহৃত হচ্ছে।
হেলথকেয়ারের প্রধান ফটকে একজন নিরাপত্তাকর্মী নিয়োগপ্রাপ্ত হলেও বেশিরভাগ সময় তাকে সেখানে খুঁজে পাওয়া যায় না। চিকিৎসা নিতে আসা বহিরাগতরা প্রায়ই মেয়েদের আবাসিক অংশে উঠে পড়ে। এছাড়া হেলথ কেয়ারের চারপাশে প্রাচীর না থাকায় মাঝেমধ্যেই বহিরাগতদের দ্বারা উতক্ত্যের শিকার হয় ছাত্রীরা। এতে নিরাপত্তা সংকটে আতঙ্কে দিন কাটাতে হয় তাদের। হেলথকেয়ারের নিরাপত্তা নিশ্চিত ও সার্বক্ষণিক তত্ত্বাবধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
শিলমুন নাহার মুন