সূচক-লেনদেন দুটোই বেড়েছে শেয়ারবাজারে

আগের কার্যদিবসের মতো গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৭৪ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯৫.৯২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২০.২ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৮০.৯৬ পয়েন্টে। তবে অপর সূচক শরিয়াহ সূচক ১.৩১ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমেছে।

ডিএসইতে গতকাল এক হাজার ৫০৫ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪২ কোটি ৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির বা ৩০.৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ২০৮টির বা ৫৫.৭৬ শতাংশের এবং ৫০টির বা ১৩.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.৮৬ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫১২.৯১ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৪৬ লাখ ২৮ হাজার ১৪৪টি শেয়ার ৭১ বার হাত বদলের মাধ্যমে ৩৫ কোটি ৭২ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ১৯ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৩৯ লাখ ৯২ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৩ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৫টির বা ৩০.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ব্র্যাক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৪.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৮.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৫৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.১৪ শতাংশ, জেনেক্সের ৮.৫৫ শতাংশ, কপারটেকের ৭.৯৬ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.৪৪ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.৬৭ শতাংশ, সোনালী আঁশের ৫.৩৫ শতাংশ, বেক্সিমকোর ৩.৬৪ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.২৯ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৮টির বা ৫৫.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ১৩.৮২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আলিফ ম্যানুফ্যাকচারিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সনের ৯.৯৫ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৬.৮৮ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৫.৫৩ শতাংশ, আইসিবির ৫.০৫ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৪.৭৬ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৪.৬২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৪.৫৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪.৪২ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার দর ৪.৩১ শতাংশ কমেছে।

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

সূচক-লেনদেন দুটোই বেড়েছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবসের মতো গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৭৪ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯৫.৯২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২০.২ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৮০.৯৬ পয়েন্টে। তবে অপর সূচক শরিয়াহ সূচক ১.৩১ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমেছে।

ডিএসইতে গতকাল এক হাজার ৫০৫ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪২ কোটি ৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির বা ৩০.৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ২০৮টির বা ৫৫.৭৬ শতাংশের এবং ৫০টির বা ১৩.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.৮৬ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫১২.৯১ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৪৬ লাখ ২৮ হাজার ১৪৪টি শেয়ার ৭১ বার হাত বদলের মাধ্যমে ৩৫ কোটি ৭২ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ১৯ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৩৯ লাখ ৯২ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৩ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৫টির বা ৩০.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ব্র্যাক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৪.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৮.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৫৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.১৪ শতাংশ, জেনেক্সের ৮.৫৫ শতাংশ, কপারটেকের ৭.৯৬ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.৪৪ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.৬৭ শতাংশ, সোনালী আঁশের ৫.৩৫ শতাংশ, বেক্সিমকোর ৩.৬৪ শতাংশ এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.২৯ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৮টির বা ৫৫.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ১৩.৮২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আলিফ ম্যানুফ্যাকচারিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সনের ৯.৯৫ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৬.৮৮ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৫.৫৩ শতাংশ, আইসিবির ৫.০৫ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৪.৭৬ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৪.৬২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৪.৫৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪.৪২ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার দর ৪.৩১ শতাংশ কমেছে।