মোংলায় জেলি পুশ ১শ’ মণ চিংড়িসহ ৭ ব্যবসায়ী ধৃত

বাংলাদেশ কোস্টগার্ডের বাগেরহাটের মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিমজোনের বিসিজি স্টেশন রুপসার টহলদল গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অপদ্রব্য (জেলি) পুশকৃত প্রায় ১শ’ মণ চিংড়ী মাছসহ ৭ জন অসাধু মাছ ব্যবসায়ীকে আটক করেছে। কোস্টগার্ডের জোনাল কমান্ডারের পক্ষে লে. কমান্ডার বিএন মো. হাসানুজ্জামান গত বুধবার দুপুরে এক মেইল বার্তায় জানান, গোপন খবরের ভিত্তিতে বিসিজি রুপনার একটি টহলদল গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রুপসার খান জাহান আলী সেতুর টোল প্লাজায় অবস্থান নেয়। এ সময় ট্রাকযোগে আসা ওই চিংড়ি মাছ জব্দ করাসহ ট্রাক চালক হেলপারসহ ৭ জন আটক করা হয়। আটককৃতরা স্বীকার করে ওজন বৃদ্ধি করে বেশি মুনাফার আসায় চিংড়িতে জেলি পুশ করা হয়। তাদের নিকট থেকে উদ্ধার করা জেলিপুশ করা চার হাজার ২০ কেজি চিংড়ি রুপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রুপসা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের ৬ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদ- এবং ১ জনকে সাধারণ ক্ষমা করা হয়। আর জব্দকৃত ট্রাক রুপসা থানা পুলিশে সোপর্দ করা হয়।

আরও খবর
আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
ডিলার স্বল্পতা ও বরাদ্দ সংকটে টিসিবি’র সুবিধাবঞ্চিত মানুষ
কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে ১৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন
রাজশাহীতে নকল পণ্য দুই ব্যবসায়ী গ্রেপ্তার
শীত বরণে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা
নবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির চাপায় দুই শ্রমিকের মৃত্যু
চরাঞ্চলে রোগ-বন্যা সহনশীল মহিষ পালন দিন দিন বাড়ছে
গাজীপুরে একশ টাকায় পুলিশ কনস্টেবল নিয়োগ পেল ৭১ জন
মাঠেই কৃষিঋণের তথ্য পাবেন কৃষক
সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার টন ফল-শাক-সবজি
খাল দখলে নিষ্কাশন বন্ধ : দুর্ভোগ
সোনারগাঁয়ে জমি বিবাদে ঘরে আগুন : আহত ৪
বোয়ালখালীতে করোনার গণটিকা

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

মোংলায় জেলি পুশ ১শ’ মণ চিংড়িসহ ৭ ব্যবসায়ী ধৃত

প্রতিনিধি, বাগেরহাট

বাংলাদেশ কোস্টগার্ডের বাগেরহাটের মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিমজোনের বিসিজি স্টেশন রুপসার টহলদল গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অপদ্রব্য (জেলি) পুশকৃত প্রায় ১শ’ মণ চিংড়ী মাছসহ ৭ জন অসাধু মাছ ব্যবসায়ীকে আটক করেছে। কোস্টগার্ডের জোনাল কমান্ডারের পক্ষে লে. কমান্ডার বিএন মো. হাসানুজ্জামান গত বুধবার দুপুরে এক মেইল বার্তায় জানান, গোপন খবরের ভিত্তিতে বিসিজি রুপনার একটি টহলদল গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রুপসার খান জাহান আলী সেতুর টোল প্লাজায় অবস্থান নেয়। এ সময় ট্রাকযোগে আসা ওই চিংড়ি মাছ জব্দ করাসহ ট্রাক চালক হেলপারসহ ৭ জন আটক করা হয়। আটককৃতরা স্বীকার করে ওজন বৃদ্ধি করে বেশি মুনাফার আসায় চিংড়িতে জেলি পুশ করা হয়। তাদের নিকট থেকে উদ্ধার করা জেলিপুশ করা চার হাজার ২০ কেজি চিংড়ি রুপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রুপসা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের ৬ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদ- এবং ১ জনকে সাধারণ ক্ষমা করা হয়। আর জব্দকৃত ট্রাক রুপসা থানা পুলিশে সোপর্দ করা হয়।