ডিলার স্বল্পতা ও বরাদ্দ সংকটে টিসিবি’র সুবিধাবঞ্চিত মানুষ

ডিজেলের মূল্য বৃদ্ধির প্রভাবে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় সৈয়দপুরে নিত্যপণ্যের বাজারে বিরূপ প্রভাব পড়েছে। বাজারে সবজি ও মুদি পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে নেই। এই অবস্থায় দামের রাশ টানতে টিসিবি’র মাধ্যমে পণ্য বিক্রি চলছে। কিন্তু সৈয়দপুরে টিসিবি’র ডিলার স্বল্পতা ও চাহিদামতো পণ্যের বরাদ্দ না মেলায় এর মূল্য কমের সুবিধা মিলছে না বাজারে। বিশেষ করে নিম্নœ আয়ের শ্রমজীবী মানুষ সবজি ও নিত্যপণ্যের দামের ঝাঁজে দিশেহারা হয়ে পড়েছেন। সংসার চালাতে টিকে থাকার কষ্টকর লড়াই করতে হচ্ছে নিত্যদিন। জানা যায়, সৈয়দপুর উপজেলায় মাত্র একজন টিসিবি’র ডিলার রয়েছেন। ফলে চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় পণ্য কিনতে পারছেন না সিংহভাগ মানুষ। আবার বাজারও নিয়ন্ত্রণে আসছে না অপ্রতুল বরাদ্দ। আগে টিসিবি’র ৩ জন ডিলার থাকলেও ২ জন ডিলারশিপ গুটিয়ে নিয়েছেন। ফলে ১ জন ডিলার দিয়ে পণ্যের চাহিদা মিটছে না মানুষের। ডিলার স্বল্পতা ও চাহিদার চেয়ে অপ্রতুল বরাদ্দে সুফল মিলছে না বাজারে। সরেজমিনে শহরের পাঁচমাথা সড়ক মোড় বঙ্গবন্ধু চত্বরে গিয়ে দেখা যায়, টিসিবি ডিলারের পক্ষ থেকে টিসিবির তেল, চিনি, পেঁয়াজ ও ডাল বিক্রি হচ্ছে। ট্রাক থেকে পণ্য কিনতে অসংখ্য মানুষের ভিড়। সেখানে দেখা যায় নিম্নœ আয়ের মানুষ পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের লোকজন ভিড় উপচেপড়া। ফলে টিসিবি থেকে বরাদ্দ পাওয়া ৪০০ কেজি চিনি, ৪০০ কেজি মসুর ডাল, ৪০০ লিটার সয়াবিন তেল ও ৮০০ কেজি পেঁয়াজ মুহূর্তেই শেষ হয়ে যায়। ফলে অনেকেই পণ্য না পেয়ে খালি বিক্রি হাতে বাড়ি ফেরেন। এ সময় পণ্য না পেয়ে অনেকে ক্ষোভ ঝাড়েন পণ্য বরাদ্দ নিয়ে। টিসিবির চিনি ৫৫ টাকা কেজি, তেল ১১০ টাকা লিটার, মশুর ডাল ৬০ টাকা কেজি, পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। জানতে চাইলে, ডিলার শাকিল ট্রেডার্সের মালিক মো. শাকিলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, চলতি নভেম্বর মাসের প্রথম বরাদ্দ পাওয়া পণ্য নিয়ম মেনে বিক্রি করা হয়েছে। এসব পণ্য কিনতে ভীড় করায় মুহূর্তেই পণ্য শেষ হয়ে যায়। সাধারণ মানুষজন যাতে চাহিদা করায় পণ্য পায় সেজন্য বরাদ্দ বাড়ানো দাবি জানান। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, সৈয়দপুরের জনসংখ্যার তুলনায় আরও ডিলার দরকার। টিসিবি ডিলার বাড়ালে মানুষের চাহিদা অনেকখানি মেটানো সম্ভব হতো। ডিলার ও বরাদ্দ স্বল্পতার বিষয়ে রংপুর টিসিবি’র কার্যালয়ের কর্মকর্তা মো. নাহিদের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে ঢাকায় টিসিবি’র তথ্য প্রদান কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

আরও খবর
আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
মোংলায় জেলি পুশ ১শ’ মণ চিংড়িসহ ৭ ব্যবসায়ী ধৃত
কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে ১৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন
রাজশাহীতে নকল পণ্য দুই ব্যবসায়ী গ্রেপ্তার
শীত বরণে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা
নবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির চাপায় দুই শ্রমিকের মৃত্যু
চরাঞ্চলে রোগ-বন্যা সহনশীল মহিষ পালন দিন দিন বাড়ছে
গাজীপুরে একশ টাকায় পুলিশ কনস্টেবল নিয়োগ পেল ৭১ জন
মাঠেই কৃষিঋণের তথ্য পাবেন কৃষক
সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার টন ফল-শাক-সবজি
খাল দখলে নিষ্কাশন বন্ধ : দুর্ভোগ
সোনারগাঁয়ে জমি বিবাদে ঘরে আগুন : আহত ৪
বোয়ালখালীতে করোনার গণটিকা

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

ডিলার স্বল্পতা ও বরাদ্দ সংকটে টিসিবি’র সুবিধাবঞ্চিত মানুষ

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

ডিজেলের মূল্য বৃদ্ধির প্রভাবে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় সৈয়দপুরে নিত্যপণ্যের বাজারে বিরূপ প্রভাব পড়েছে। বাজারে সবজি ও মুদি পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে নেই। এই অবস্থায় দামের রাশ টানতে টিসিবি’র মাধ্যমে পণ্য বিক্রি চলছে। কিন্তু সৈয়দপুরে টিসিবি’র ডিলার স্বল্পতা ও চাহিদামতো পণ্যের বরাদ্দ না মেলায় এর মূল্য কমের সুবিধা মিলছে না বাজারে। বিশেষ করে নিম্নœ আয়ের শ্রমজীবী মানুষ সবজি ও নিত্যপণ্যের দামের ঝাঁজে দিশেহারা হয়ে পড়েছেন। সংসার চালাতে টিকে থাকার কষ্টকর লড়াই করতে হচ্ছে নিত্যদিন। জানা যায়, সৈয়দপুর উপজেলায় মাত্র একজন টিসিবি’র ডিলার রয়েছেন। ফলে চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় পণ্য কিনতে পারছেন না সিংহভাগ মানুষ। আবার বাজারও নিয়ন্ত্রণে আসছে না অপ্রতুল বরাদ্দ। আগে টিসিবি’র ৩ জন ডিলার থাকলেও ২ জন ডিলারশিপ গুটিয়ে নিয়েছেন। ফলে ১ জন ডিলার দিয়ে পণ্যের চাহিদা মিটছে না মানুষের। ডিলার স্বল্পতা ও চাহিদার চেয়ে অপ্রতুল বরাদ্দে সুফল মিলছে না বাজারে। সরেজমিনে শহরের পাঁচমাথা সড়ক মোড় বঙ্গবন্ধু চত্বরে গিয়ে দেখা যায়, টিসিবি ডিলারের পক্ষ থেকে টিসিবির তেল, চিনি, পেঁয়াজ ও ডাল বিক্রি হচ্ছে। ট্রাক থেকে পণ্য কিনতে অসংখ্য মানুষের ভিড়। সেখানে দেখা যায় নিম্নœ আয়ের মানুষ পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের লোকজন ভিড় উপচেপড়া। ফলে টিসিবি থেকে বরাদ্দ পাওয়া ৪০০ কেজি চিনি, ৪০০ কেজি মসুর ডাল, ৪০০ লিটার সয়াবিন তেল ও ৮০০ কেজি পেঁয়াজ মুহূর্তেই শেষ হয়ে যায়। ফলে অনেকেই পণ্য না পেয়ে খালি বিক্রি হাতে বাড়ি ফেরেন। এ সময় পণ্য না পেয়ে অনেকে ক্ষোভ ঝাড়েন পণ্য বরাদ্দ নিয়ে। টিসিবির চিনি ৫৫ টাকা কেজি, তেল ১১০ টাকা লিটার, মশুর ডাল ৬০ টাকা কেজি, পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। জানতে চাইলে, ডিলার শাকিল ট্রেডার্সের মালিক মো. শাকিলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, চলতি নভেম্বর মাসের প্রথম বরাদ্দ পাওয়া পণ্য নিয়ম মেনে বিক্রি করা হয়েছে। এসব পণ্য কিনতে ভীড় করায় মুহূর্তেই পণ্য শেষ হয়ে যায়। সাধারণ মানুষজন যাতে চাহিদা করায় পণ্য পায় সেজন্য বরাদ্দ বাড়ানো দাবি জানান। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, সৈয়দপুরের জনসংখ্যার তুলনায় আরও ডিলার দরকার। টিসিবি ডিলার বাড়ালে মানুষের চাহিদা অনেকখানি মেটানো সম্ভব হতো। ডিলার ও বরাদ্দ স্বল্পতার বিষয়ে রংপুর টিসিবি’র কার্যালয়ের কর্মকর্তা মো. নাহিদের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে ঢাকায় টিসিবি’র তথ্য প্রদান কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।