নবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির চাপায় দুই শ্রমিকের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি লড়ি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে খুঁটির চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতিয়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ হাউজিং এলাকার মো. আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন(৩৫) এবং বরগুনা জেলার বেতাগী উপজেলার বনিয়া গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে নাজিম হোসেন রাজিব(২৪)। নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝিরকান্দা এলাকা থেকে ৮-১০ জন শ্রমিক একটি লড়ি গাড়িতে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি নিয়ে তার ওপরে বসে কেরানীগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে টিকরপুর চক এলাকায় ছাতিয়া ব্রিজের ঢালে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময়ে লড়ি গাড়িতে থাকা খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় লড়িচালক রবিউল এবং আরও দুই শ্রমিক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে গালিমপুর তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে চালক রবিউলকে রাজধানী ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আহত অপর দুই শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর
আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
মোংলায় জেলি পুশ ১শ’ মণ চিংড়িসহ ৭ ব্যবসায়ী ধৃত
ডিলার স্বল্পতা ও বরাদ্দ সংকটে টিসিবি’র সুবিধাবঞ্চিত মানুষ
কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে ১৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন
রাজশাহীতে নকল পণ্য দুই ব্যবসায়ী গ্রেপ্তার
শীত বরণে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা
চরাঞ্চলে রোগ-বন্যা সহনশীল মহিষ পালন দিন দিন বাড়ছে
গাজীপুরে একশ টাকায় পুলিশ কনস্টেবল নিয়োগ পেল ৭১ জন
মাঠেই কৃষিঋণের তথ্য পাবেন কৃষক
সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার টন ফল-শাক-সবজি
খাল দখলে নিষ্কাশন বন্ধ : দুর্ভোগ
সোনারগাঁয়ে জমি বিবাদে ঘরে আগুন : আহত ৪
বোয়ালখালীতে করোনার গণটিকা

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ২৭ কার্তিক ১৪২৮ ৬ রবিউস সানি ১৪৪৩

নবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির চাপায় দুই শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি লড়ি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে খুঁটির চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতিয়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ হাউজিং এলাকার মো. আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন(৩৫) এবং বরগুনা জেলার বেতাগী উপজেলার বনিয়া গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে নাজিম হোসেন রাজিব(২৪)। নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝিরকান্দা এলাকা থেকে ৮-১০ জন শ্রমিক একটি লড়ি গাড়িতে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি নিয়ে তার ওপরে বসে কেরানীগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে টিকরপুর চক এলাকায় ছাতিয়া ব্রিজের ঢালে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময়ে লড়ি গাড়িতে থাকা খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় লড়িচালক রবিউল এবং আরও দুই শ্রমিক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে গালিমপুর তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে চালক রবিউলকে রাজধানী ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আহত অপর দুই শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।